Post# 1470588902

7-Aug-2016 10:55 pm


হাদিস - ৮৪
আবি ইদরিস রা: বলেছেন:
ফিতনা হবে যেগুলোর ছায়া হবে গরুর চেহারার মত। অধিকাংশ মানুষ তাতে পড়ে ধ্বংশ হয়ে যাবে।
যারা আগেই এটাকে চিনবে তারা ছাড়া।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৯৪ ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=83
_____
টিকা:
গরুর চেহারা: সব দেখতে এক রকম হবে এই অর্থে। ফিতনা সবগুলো প্রায় একই রকম।

7-Aug-2016 10:55 pm

Published
7-Aug-2016