Post# 1471890516

23-Aug-2016 12:28 am


ট্রান্সলেশন আপডেট:


শামিলাতে আল-বিদায়ার ৫টা ভার্শন আছে। ৫ টা ভিন্ন পাবলিকেশনের। সবগুলো ডাউনলোড করে, চেক করে, যেটা সবচেয়ে সম্পূর্ন পেয়েছি সেটা আপলোড করে দিয়েছি।

এখন ইনডেক্স সহ, আরবীটা দেয়া আছে। সূচিটা বাংলায় অনুবাদ করলে কন্টেন্টগুলো বুঝতে পারবেন। এখানে ১৫ খন্ডে ভাগ করা নেই। এটা ম্যনুয়েলি করতে হবে।
http://habibur.com/kitab/bidaya/


এখন ১ জন ভাই অনুবাদের কাজ করছেন আমাদের সাথে। আরেকজনের সাথে কথা হয়েছে আজকে। সব ঠিক থাকলে কালকে থেকে আরম্ভ করবে ইনশাল্লাহ। কালকে আরো একজনের সাথে দেখা করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। মোট ৪ জন খুজছি।


১ম থেকে ১০ম খন্ড ইসলামি ফাউন্ডেশনের বইগুলো OCR করে টেক্সট করে সাইটে দিয়ে দিতে পারি। কিন্তু এ জন্য ইসলামি ফাউন্ডেশনের অনুমতি লাগবে কিনা সেটা হলো প্রশ্ন। hadithbd.com কিন্তু ইফার অনুবাদ কম্পোজ করে ঢুকাচ্ছে। এজন্য অনুমুতি নিচ্ছে বলে শুনি নি।

23-Aug-2016 12:28 am

Published
23-Aug-2016