হাদিস - ৫০
জাইদ বিন উথাইয়ি বলেছেন:
হুজাইফা রা: বলেছেন,
: তোমরা তখন কি করবে যখন তোমাদের কাছে অন্যে হক চাবে এবং তোমরা তাকে দিয়ে দেবে, কিন্তু তোমাদের হক তোমাদেরকে দিতে তারা আস্বিকার করবে?
লোকেরা জবাব দিলো,
: আমরা সবর করবো।
হুজাইফা রা: বললেন,
: তোমরা প্রবেশ করেছো! কাবার রবের শপথ।
_____
শেষ দুটো লাইন প্রিন্টেড বইয়ের PDF এ ভিন্ন রকমে আছে। ওখানে আছে:
তারা জবাব দিলো, "আমরা সবর করবো, কাবার রবের শপথ।" [এখানেই শেষ]
প্রবেশ করেছো: জান্নাতে প্রবেশ করেছো।
অন্যেরা: মূলতঃ ক্ষমতাসীনরা।
[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৬০ ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=49
- Comments:
- দোয়া করা জায়েজ নেই। "পছন্দ" করতে সমস্যা নেই।
- সংগ্রামী সাধকদের ইতিকথা, নেই।