Post# 1472046190

24-Aug-2016 7:43 pm


দেশের আজকের ভুমিকম্প ছিলো ৬.৮ মাত্রার। গভীরতা ৮০ কিলোমিটার। কেন্দ্র বার্মায়।

গতকালের ভুমিকম্পটা ছিলো ৫.৩ মাত্রার। এক জন আহত হয়েছিলো বিল্ডিং থেকে লাফ দিতে গিয়ে।

আজকে ক্ষয় ক্ষতির খরব এখনো আসে নি।

এই দিকে ইতালির আজকের ভূমিকম্পে ৬৩ জনের মৃত্যুর খবর এসেছে এখন পর্যন্ত।

My Theory:
ভুমিকম্প আরম্ভ হলে দৌড়িয়ে লাভ নেই। কারন বিল্ডিং ধ্বসার মত ভুমিকম্প হলে আপনি বেরুনোর আগেই ধ্বসে পড়বে। আর ধ্বসে পড়ার মত না হলে আপনি ধাক্কা ধাক্কি করতে গিয়ে আহত হবেন।

যদি বাসার একতলায় থাকেন, এবং ভুমিকম্প আরম্ভ হবার ১০ সেকেন্ডের মাঝে দৌড়ে বের হতে পারেন, তবে দৌড়ে বেরিয়ে যান।

নয়তো বাসায় বসে ফেসবুকে স্টেটাস দেন। :-P পার্থক্য নেই।

24-Aug-2016 7:43 pm

Published
24-Aug-2016