হাদিস - ৪৬
আলী রা: বলেছেন:
নেতৃত্ব হবে কুরাইশ থেকে।
আর যে জামাত থেকে এক হাত দূরে চলে গেলো সে যেন নিজের ঘাড় থেকে ইসলামের বন্ধনকে খুলে ফেললো।
[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৫৬ ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=45
_____
বুঝলাম,
মুসলিমদের মূলধারার সাথে থাকতে হবে। এবং মূলধারার নেতৃত্বের অধিকার কুরাইশদের।
- Comments:
- Catapult
- আগের বড় তিনটা ফিতনা আমি যেভাবে দেখি: উমাইয়া খিলাফতের প্রতিস্ঠার সময়কার ফিতনা। আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার আগের ফিতনা। এবং উসমানী খিলাফত প্রতিষ্ঠার আগের ফিতনা।