কারো কারো ধারনা কোরবানীর গোস্ত তিন ভাগে করে একভাগ গরিবদের, অন্যভাগ ভাগ প্রতিবেশিদের দান না করলে তার কোরবানীই হবে না, এবং তার কোরবানী বাতিল। এটা ভুল ধারনা।
এটা করলে সোয়াব, না করলে গুনাহ নেই।
কেউ কোরবানী করে যদি সম্পুর্ন গোস্ত নিজে খায়, তারাও কোরবানী হবে।
সে গোস্ত দান করার সোয়াব শুধু পাবে না।