Post# 1471238159

15-Aug-2016 11:15 am


তলোয়ার দিয়ে ফিতনা দূর করা যায় না, উল্টো যে দুর করতে চাচ্ছে সে নিজেই ফিতনায় পড়ে যাবে, এবং ফিতনা বাড়বে -- এ প্রসংগে দুটো হাদিস:

হাদিস - ৫২
ইয়াজিদ বিন সুহাইব আল-ফকির বলেছেন:
আমার কাছে এই কথা পৌছেছে যে, ফিতনার সময় যে তার তলোয়ারের অনুসরন করবে সেই ভুলের মাঝে পড়ে গিয়ে আফসো করবে এবং সে লাঞ্চিত হবে।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৬২ ]
http://habibur.com/shaiba/id.52/

হাদিস - ২৬
হুজাইফা রা: বলেছেন:
তিনটা জিনিস দিয়ে ফিতনা বাড়বে।

এমন লোকের হাতে রক্তপাত বৃদ্ধির কারনে, যে ফিতনা বাড়ুক সেটা চায় না, বরং তলোয়ার দ্বারা কমাতে চায়।
এমন খতিবের কারনে যে সবকিছু নিজের দিকে ডাকে।
এবং প্রশংসিত শরিফ লোকের কারনে।

এর পর রক্তপাত যখন বেড়ে যাবে, তখন সেটা তাদেরকে ফেলে দেবে।
এরপর তাদেরকে উপড়ে ফেলবে এবং তাদের নিকট যা ছিলো সেটা তাদের ক্ষতি করবে।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩৬ ]
http://habibur.com/shaiba/id.26/

    Comments:
  • অধিকাংশ "মানুষের" কথা বলেছেন। অধিকাংশ "মুসলিমদের" কথা না।

15-Aug-2016 11:15 am

Published
15-Aug-2016