Post# 1470405190

5-Aug-2016 7:53 pm


হাদিস - ২৬
হুজাইফা রা: বলেছেন:
তিনটা জিনিস দিয়ে ফিতনা বাড়বে।

এমন লোকের হাতে রক্তপাত বৃদ্ধির কারনে, যে ফিতনা বাড়ুক সেটা চায় না, বরং তলোয়ার দ্বারা কমাতে চায়।
এমন খতিবের কারনে যে সবকিছু নিজের দিকে ডাকে।
এবং প্রশংসিত শরিফ লোকের কারনে।

এর পর রক্তপাত যখন বেড়ে যাবে, তখন সেটা তাদেরকে ফেলে দেবে।
এরপর তাদেরকে উপড়ে ফেলবে এবং তাদের কাছে যা আছে সেটা তাদের ক্ষতি করবে।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩৬ ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=25
____
বুঝলাম,
ফিতনা বাড়বে এটা কমানোর জন্য যারা যুদ্ধ করছে তাদের কারনে। এবং এর পক্ষে ফতোয়া যারা দেবে তাদের কারনে। শেষে তারা নিজেরাই ক্ষতিতে পড়বে তাদের কাজ আর কথার জন্য।

    Comments:
  • বুঝেছি, উচ্চ বংশের লোক যাদের সম্মানে মানুষ যুদ্ধ করবে।

5-Aug-2016 7:53 pm

Published
5-Aug-2016