Taking a dose of reality. এবং যে কারনে আমি ফেসবুকের ভালো ভালো কাহিনী গুলো শেয়ার করি না। :-P
(Collected)
এক শহরে আসিফ নামের এক কিশোর বাস করত।
আটম (৮ম) :P শ্রেণীতে পড়ে। একদিন স্কুলের প্রধান শিক্ষক তার মা-কে স্কুলে ডেকে পাঠাল। তার মা স্কুলে গেলে প্রধান শিক্ষক তাকে বললেন,
'আসিফ ইয়াং এবং ট্যালেন্টেড ছেলে। কিন্তু স্কুলে তাকে শেখানোর মত কিছুই নেই। আপনি তাকে বাসায় নিয়ে যান। আমরা তাকে টিসি দিয়ে দিচ্ছি।'
বিগত কয়েক বছর ধরে আসিফের রেজাল্ট খারাপ হচ্ছিল। তাই তার মা ব্যাপারটা বুঝে গিয়েছিল। ভদ্রমহিলা খুব আকুলভাবে শিক্ষকে বললেন,
'কিন্তু স্যার আমি চাই আমার ছেলে পড়াশোনা করে ভালো রেজাল্ট করুক। ডাক্টার হয়ে সমাজের সেবা করুক।'
শিক্ষক এইবার কিছুটা চাঁছাছোলা ভাবে বললেন,
'আপনার ছেলের মাথায় কিছুই নেই। সে এসএসসিই পাশ করতে পারবে না। আপনি তাকে অন্য স্কুলে দিয়ে দিন। আমরা ওকে আমাদের স্কুলে রেখে একশ ভাগ পাশের সুনাম ক্ষুন্ন করতে চাই না।
অতঃপর মহিলা তার ছেলেকে নিয়ে শহর ছেড়ে চলে গেলেন।
★★
বেশ কয়েক বছর পরের ঘটনা!
সেই প্রধান শিক্ষকের জটিল একটা রোগ ধরা পরল। অপারেশন ছাড়া উপায় নেই। কিন্ত সেই অপারেশন কেবল একজন ডাক্টারই করতে পারে। সেই ডাক্টার অন্য আরেকটা শহরে বাস করে।
শিক্ষক মহোদয় সেই শহরে গেলেন। তার অপারেশন সাকসেসফুল হলো। জ্ঞান ফেরার পর তিনি তাকিয়ে দেখেন এক তরুন ও সুদর্শন চিকিৎসক তার দিকে তাকিয়ে হাসছে।
শিক্ষক মহোদয় কিছু একটা বলতে চাচ্ছিলেন। কিন্তু বলতে পারছিলেন না। তার ঠোট কেপে কেপে উঠছিল। কিন্তু আওয়াজ বের হচ্ছিল না। তরুন ডাক্টারটি হাসি দিয়ে খুব যত্ন সহকারে শিক্ষক মহোদয়ের হাত ধরে বলল, 'স্যার কিছু বলবেন?' শিক্ষক মহোদয় খুব আকুলভাবে কিছু বলতে চাচ্ছিলেন। কিন্তু বলতে পারছিল না। তার ঠোট কেপে কেপে উঠছিল। কিন্তু তিনি বলতে পারছিল না। ডাক্টার বললেন, 'স্যার চিন্তার কিছু নেই। দূর্বলতা কেটে গেলেই আপনি কথা বলতে পারবেন। আপনার অপারেশন সাকসেসফুল হয়েছে।' শিক্ষকের চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। এবং প্রচন্ড চেস্টায় তার গলা দিয়ে স্বর বের হলো। তিনি বলে উঠলেন,
'আসিফ! তুই এখানে ক্লিনারের জব নিয়েছিস?'
ডাক্টার সহ অন্যরা তাকিয়ে দেখল রুমের এক কোনায় একজন যুবক ক্লিনারের কাজ করছে। তার নেইম প্লেটে লেখাঃ "আসিফ। ক্লিনার।"
★
আপনি যদি গল্পটি পড়ার সময় একবারো ভেবে থাকেন, আসিফই ডাক্টার হয়েছে। তবে বুঝতে হবে ফেইসবুক সেলিব্রেটিদের বেশি বেশি মটিভেশনাল পোস্ট আপনার বাস্তব জ্ঞান হরন করেছে। আপনার এখন থেকেই মটিভেশনাল পোস্ট পড়া বন্ধ করা উচিত। কাজ করুন। সেই অনুযায়ী ফল আশা করুন।