Post# 1471166355

14-Aug-2016 3:19 pm


মুসান্নাফ ইবনে আবি শাইবার, ফিতন আধ্যাযে ৬০০ টার মত হাদিসের মাঝে প্রথম ১২৮ টা অনুবাদ করা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ।

দুটো হাদিসের [৯৯ আর ১০০] অর্থ বের করতে পারি নি। তাই এই দুটো বাদ রেখেছি।

বাকি হাদিসগুলো প্রায় সবগুলো ফিতনা অর্থাৎ মুসলিমে-মুসলিমে যুদ্ধ হলে কোনো পক্ষে না গিয়ে বাসায় বসে থাকার হুকুম সংক্রান্ত।

কোন হাদিস থেকে আমি কি জানলাম এটা সংক্ষেপে লিখে দিবো ইনশাল্লাহ।

    Comments:
  • নিজে
  • আমাদের বাদ দিয়া, একা একা এক্সপেরিয়েন্সের কোনো দাম নাই।
  • আমি জেনারেল শিক্ষিত। আরবী আলাদা ভাবে প্রেকটিশ করি।
  • ইউটুবে "Hamza Yousuf signs of the hour" লিখে সার্চ করলে এই হাদিসটা উনার মুখে অনুবাদ শুনতে পাবেন। ৫ থেকে ১০ মিনিটের ক্লিপ। হাজার হাজার কপি আছে।
  • https://www.facebook.com/habib.dhaka/posts/10153487155448176
  • কাউকে দিয়ে প্রুফ রিডিং করাচ্ছি না।

14-Aug-2016 3:19 pm

Published
14-Aug-2016