১
ভুলের দোষটা হয়তো একসময় মাফ হয়ে যায়।
তবে তার পরিনতি নিয়ে বাচতে হয় বাকি জীবন।
২
এই জাতীকে সৃস্টি করে হয়েছিলো তার প্রভুর ইবাদতের জন্য।
আমি করি নি।
এই দায়িত্বের অবহেলার বিপরিতে আমি আমার রবের প্রতি ভালোবাসাকে অজুহাত হিসাবে দাড় করিয়েছি।
৩
অতীতের দিকে তাকিয়ে থেকে কান্না করা উচিৎ না।
কারন আমাদের ভবিষ্যৎ, আমাদের সামনে।
হয় বাগান-বাড়িতে নয়তো আগুনে।