Post# 1471853310

22-Aug-2016 2:08 pm


নামাজে কল আসলে পকেট থেকে এক হাত দিয়ে ধরে মোবাইলটা বের করে বন্ধ করে দিন। নামাজ ভাঙ্গবে না।

এন্ড্রইডে একটা ফাংশন আছে "কল আসলে দুবার টোকা দিলে সাইলেন্ট হয়ে যাবে" -- আপনার মোবাইলে এটা থাকলে এবং একটিভ করে রাখলে, মোবাইল বের করতেও হবে না। টোকা দিলেই হলো।

আর মোবাইল নিয়মিত ব্যবহার করলে তাকানোর দরকার পরে না। পকেট থাকা অবস্থায় বাটনে চাপ দিলেই সাইলেন্ট হয়ে যাবে।

কেউ বার বার কল করতে থাকলে -- কল কেন্সেল না করে বরং রিসিভ করে পকেটে রেখে দেন। যে কল করেছে সে নামাজ যে হচ্ছে এটা শুনতে পারবে। কয়েকবার হেলো হেলো বলে এর পর আর কল করবে না।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • That there always will be an exception -- is the norm.
  • At the 1992 World Junior Championships he competed in the 10,000 metres finishing second, but as he was being passed just before the finish, he deliberately punched at the eventual winner Haile Gebreselassie during the final sprint and was disqualified. [1] [2] Overshadowed by Gebreselassie his entire career, this early incident is what Machuka is best remembered for.

    https://en.wikipedia.org/wiki/Josephat_Machuka

  • পীর যুলফিকার আহমেদ কোন দেশের ভারত-পাকিস্তান? উনি কি বর্তমান যুগের কেউ, নাকি আনেক আগের?

22-Aug-2016 2:08 pm

Published
22-Aug-2016