মূলতঃ পরিচিতদের জন্য এই পোস্ট। বহিরাগত প্রায় সবাইকে রেসট্রিকটেড করে দিয়েছি ফ্রেন্ডস অনলি থেকে।
এতদিন বলে আসতাম, নিজে নিজের আমলের দিকে বেশি মনোযোগ দাও। অন্য কে কোন পথে গেল এটা নিয়ে অত বেশি চিন্তিত হয়ো না।
পাবলিক শুনলা না। দ্বিনের দাওয়াহ না দিয়ে, একা একা নামাজ রোজা পড়লে কোনো কাজ হবে না।
বলতাম আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। তাই নামাজ, রোজা, জিকিরে মনোযোগ দাও।
তারা বলতো অন্যকে দ্বিনের দাওয়াহ দেয়া সবচেয়ে বড় ইবাদত।
আল্টিমেটলি মানুষকে দ্বিনের দিকে না ডেকে নিজের দলের দিকে ডাকা আরম্ভ হয়। কারন তাদের মতে -- একমাত্র তার দলই দ্বিনের উপর আছে।
ঐখন আল্লাহ তায়ালা এই দলের দিকে ডাক দেয়া উপর আরম্ভ করেছে ক্রেকডাউন।
ঘুরে ফিরে এখন তারাও বলছে নিজ নিজ ইবাদতে মনোযোগ দাও। কিন্তু বড় দেরি করে ফেলেছে।
- Comments:
- https://play.google.com/store/apps/details?id=com.islamicbdapp.learnquran&hl=en
- বইও আছে। বাজারে গেলে পাবেন। আমি যেই ইসলামি বই এর দোকানে যাই, সেখানেই দেখি। "২৭ দিনে কোরআন শিক্ষা" নাম।