মুসলিমদের দোষ গোপন রাখার ব্যপারে দুটো হাদিস:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
যে ব্যক্তি মুসলিম থেকে দুনিয়ার কোন একটি পেরশোনী দুর করবে
আল্লাহ তা'আলা তার আখিরাতের একটি পেরশোনী দুর করবেন।
যে ব্যক্তি কোন মুসলিমের একটি দোষ গোপন রাখবে
আল্লাহ তা'আলা দুনিয়া ও আখিরাতের তার দোষ ঢেকে রাখবেন।
আল্লাহ ততক্ষণ কোন বান্দার সাহায্যে থাকবেন
যতক্ষণ সে তার এক ভাইয়ের সাহায্যে ব্যস্ত থাকে।
- সুনান তিরমিজী - ১৪৩১
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
এক মুসলিম আরেক মুসলিমের ভাই।
সে তার উপর যুলুম করবে না,
তাকে ধ্বংসের জন্য সমর্পণ করবে না।
যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে ব্যস্ত থাকে,
আল্লাহ তার প্রয়োজন পূরণে ব্যস্ত থাকেন।
যে ব্যক্তি কোন মুসলিমের দুঃখ দুর করে দেয়,
আল্লাহ তা'আলা তার কিয়ামতের দিনের কষ্ট দুর করে দিবেন।
যে ব্যক্তি কোন মসলমানের দোষ গোপন রাখে
আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।
- সুনান তিরমিজী - ১৪৩২