Post# 1470996734

12-Aug-2016 4:12 pm


হাদিস - ১১০
আবু জিনাদ বলেছেন:
আমি তখন গোলাম ছিলাম। আমার মালিকের সাথে বের হলাম। ভিড় ঠেলে হুজাইফা রা: এর কাছে গেলাম। উনি তখন বলছিলেন,

: নবী ﷺ এর সমস্ত শিক্ষা থেকে যদি কোনো লোক একটা কথাই বলতে থাকে, তবে সেটা মুনাফেকির দিকে যাবে।
আমি তোমাদের একটি বয়ানে শুনেছি বক্তা চার বার বলেছে: তোমরা সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজের নিষেধ কর, এবং একে অন্যকে ভালো কাজে উৎসাহ দাও। তা না হলে তোমাদের সবার উপর আল্লাহ একসাথে আজাব পঠাবেন। এবং তোমাদের মাঝে সবচেয়ে খারাপ লোকদের তোমাদের আমির বানাবেন। এর পর তোমরা ভালোর জন্য দোয়া করবে কিন্তু সে দোয়ার কবুল করা হবে না।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৫২০ ]
http://habibur.com/shaiba/id.110/

    Comments:
  • যেখান থেকে অনুবাদ করছি সেখানে এর মান উল্লেখ নেই। যে দুএকটাতে আছে, সেখানে উল্লেখ করে দিয়েছি। এরকম শুধু একটা পেয়েছি। তাও ফুটনোটে। কে এই রেটিং করেছে সেটাও জানি না। তাই রেটিংটাও কতটুকু নির্ভরযোগ্য সেই প্রশ্ন থাকে।
  • আমাদের দেশি লুংগির মত দুই পেচ দিয়ে পড়ে ফেললে আরো সহজ। আর সতর খুলে না।

12-Aug-2016 4:12 pm

Published
12-Aug-2016