নুয়াইম বিন হাম্মাদের আল ফিতান বইয়ের কোনো টাইপিং মিসটেক, বানান বা অন্য কোনো ভুল চোখে পড়লে, যখন পড়তে থাকবেন তখনই কারেক্ট করে দিলে ভালো হয়।
http://habibur.com/kitab/nuaim/
একদম সিম্পল। লেপটপ বা ডেস্কটপে পড়ার সময়, যে শব্দে ভুল আছে সেই শব্দটার উপর ক্লিক করেন। এর পর এটা ঠিক করে, দেখেন নিচে একটা "Save" বাটন এসেছে, সেটায় ক্লিক করেন। Done. আপনার পড়ার ফ্লো নস্ট হবে না।
কোনো লগইন করা, অন্য পেইজে যাওয়া কিছু নেই। That simple. জাজাকাল্লাহ।
- Comments:
- এই ধরনের অনেকগুলো হাদিস এই বই এবং অন্যান্য বইয়ে আছে, যেমন ইবনে শায়বা। এগুলো এভাবে হয় নি। এগুলো সাহাবা কিরাম বা তাবেয়িনদের কথা। এই ধরনের হাদিস থেকে আমি কোনো অর্থ বের করার চেষ্টা এখনো করি নি। স্কিপ করে যাই।
- সব হাদিসের অর্থ মিলাতে হবে বা ব্যখ্যা আমার জানা থাকতে হবে, এটা শর্ত না।
ইমাম যুহরীকে একজন জোর করছিলেন যে "এই হাদিসের অর্থ ব্যখ্যা করেন!", উনি শুধু হদিসটা বার বার রিপিট করে যাচ্ছিলেন। এর পর দরস শেষে ইমাম জুহরি চলে যাবার সময় ঐ লোক উনার লাগাম ধরে বললেন এর অর্থ আমাকে ব্যখ্যা করেন। উনি বললেন সব অর্থ আমাদের জানার দরকার নেই। আমাদের কাজ হলো অন্যদের কাছে পৌছে দেয়া, অন্যরা হয়তো এর অর্থ জানবে।
- না। ফ্রি।
- আমার সাইটের জন্য মাসে চার'শ টাকা কাটে।