Post# 1472052286

24-Aug-2016 9:24 pm


আল-বিদায়া আনুবাদের ব্যপারে প্রোগগ্রেস:

ওয়েব সাইটে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদকৃত অংশ বনাম এর পরের অংশ -- দুই ভাগে ভাগ করে দিয়েছি। এখন অনুবাদ করতে সুবিধা হবে।

http://habibur.com/kitab/bidaya/

ইফার অংশটা OCR করে আমি ঢুকিয়ে দিতে পারি। এর পর প্রতিটা পেইজ একটা একটা করে এডিট করে ঠিক করতে হবে। এটা Todo লিস্টে রাখলাম। পরে করবো ইনশাল্লাহ।

অনুবাদকদের একজন আজকে কনফার্ম করেছেন। সামনের রবি বার থেকে উনি কাজ আরম্ভ করবেন ইনশাল্লাহ। এর মাঝেই আমাকে সাইটটা গুছিয়ে নিতে হবে।

অন্য দুজন অনুবাদক বর্তমানে আল-ফিতানের বাকি ২৫০টা হাদিস অনুবাদ করে দিচ্ছেন। সামনের ঈদের মাঝে তাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এর পর তারা বিদায়ার উপর কাজ ধরবে যদি রেটে এগ্রি করেন।

এখন প্রতি পেইজ অনুবাদের জন্য ৬০/= করে ঠিক করেছি। পেইজ বলতে নম্বর দেয়া আরবী ছোট ছোট ব্লকগুলো বুঝাচ্ছি। এই রেটে বাজেট যতদিন আছে, এবং আল্লাহ তায়ালা যতদিন চান, আনুবাদ চালাতে থাকবো ইনশাল্লাহ।

অনুবাদকদের কাজ হবে একেকটা পেইজ অনুবাদ করে সাইটে এসে আরবীটার পাশে পেস্ট করে দেয়া। উনাদের পারিশ্রমিক অটো কেলকুলেট হবে।

অনুবাদকদের লিস্ট সহ কে কোন পেইজ অনুবাদ করেছেন সেটাও সাইটে দেয়া থাকবে ইনশাল্লাহ।

আল বিদাযার ১৫ তম বা শেষ খন্ডতে ১০০০ পেইজ আছে। বর্তমান বাজেট দিয়ে এটা কভার হয় না। এটা আমরা নিজেরা ফ্রি করে ফেলবো ইনশাল্লাহ।

অনুবাদকরা ১১ তম খন্ড থেকেই কাজ শুরু করবে ইনশাল্লাহ। ইফা যেটুকু পর্যন্ত করেছে, ঠিক তার পরবর্তি পৃষ্ঠা থেকে।

শেষে, এই কাজে বরকত না থাকলে আল্লাহ তায়ালা যেন এখনই আমাকে বন্ধ করে দেন। উনি জানেন, আমি জানি না। আমিন।

আল্লাহ তায়ালা কাফের ফাজের দিয়েও দ্বিনের খিদমত নেন। কিন্তু সেটা তাদের নিজেদের কোনো উপকার করে না।

24-Aug-2016 9:24 pm

Published
24-Aug-2016