ভারতে কোরবানীর ঈদ উপলক্ষে যে কোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্র সরকার থেকে। ইত্তেফাকের খবর।
নতুন ফতোয়া নেবার সময় চলে এলো আলেমদের কাছ থেকে: সরকার যদি কোরবানী ব্যন করে দেয় -- তার পরও কি কোরবানী দেয়া ওয়াজিব হবে, শায়েখ?
গত কযেকশ বছরে এই অবস্থা কখনো হয়েছে বলে শুনি নি। নতুন সমস্যা, তাই নতুন ফতোয়া।
পাঞ্জেরিকে নিয়ে আর কোনো উক্তি দিলাম না।
বি: দ্র: আইন মেনে চলুন।
ইহা একটি কম্বলিয় পোস্ট। এসিটা বেশি ঠান্ডা তাই আজকে কম্বল গায়ে দিয়ে শুবো, ইনশাল্লাহ।