হজ্জের আরো টিপস:
হজ্জের পরে দিনের সকালে সবাই পথ হারিয়ে ফেলে।
এজন্য মোবাইল ফোনের GPS দিয়ে কিভাবে লোকেশন মার্ক করে এর পর ট্রেক করে আবার ঐ জায়গায় ফিরে আসতে হয় সেটা দেশের থেকেই শিখে যেতে হবে।
"আমরা পুরো গ্রুপ এক সাথে থাকবো তাই হারাবো না" -- এই চিন্তা ভুল। কারন গ্রুপের কেউ পথ চিনে না। এক জন অন্য জনের দিকে তাকিয়ে থাকে। এর পর এমন একজন লিড দেয় যে নিজেও রাস্তা চিনে না।।
৫০ থেকে ১০০ জনের পুরো গ্রুপ পথ হারিয়ে সারা দিন তাবুর খোজে ঘুরতে থাকা একটা কমন দৃশ্য।
এর সমাধান হলো নিজের রাস্তা নিজেই চিনে নেবার চেস্টা করা। এর জন্য মোবাইল ফোনের GPS.