Post# 1470492341

6-Aug-2016 8:05 pm


হাদিস - ৩৪
রিবয়ি বলেছেন:
আমি শুনেছি হুজাইফা রা: এর জানাজায় এক লোক বলছেন:
আমি এই খাটিয়ার লোকের কাছে শুনেছি উনি বলেছেন:
আমার অল্প কস্টও নেই।
কারন আমি রাসুলুল্লাহ ﷺ এর কাছে শুনেছি:
তোমাদের যদি হত্যা করা হয়, তবে তোমরা আমার ঘরে প্রবেশ করবে।

এ জন্য, তারা যদি আমার ঘরে প্রবেশ করে তবে আমি তাদেরকে বলবো:
আসো! আমার আর তোমার গুনাহ নিয়ে ফিরে যাও।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৪৪ ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=33

____
বুঝলাম বলা হচ্ছে,
ফিতনার সময় যাকে হত্যা করা হবে সে রাসুলুল্লাহ ﷺ এর হিফাজতে যাবে।
এবং যাকে হত্যা করা হলো, তার গুনাহর বোঝা খুনিকে দিয়ে দেয়া হবে।

    Comments:
  • সাহাবা কিরামদের কথাকে বলে "মওকুফ হাদিস"। আর রাসুলুল্লাহ ﷺ এর কথা "মারফুউ হাদিস"। যেখান থেকে অনুবাদ করছি, সেখানেও এই টারমিনোলোজি ইউজ করা হয়।

6-Aug-2016 8:05 pm

Published
6-Aug-2016