Post# 1470313426

4-Aug-2016 6:23 pm


হাদিস - ৫৬
হযরত জাবের রা: বলেছেন,
নবী ﷺ হজ্জে বলেছেন,
: তোমরা জানো কোন দিন সবচেয়ে বেশি হারাম?
আমরা বললাম,
: আমাদের এই দিনটি।

: কোন শহর সবচেয়ে বেশি হারাম?
: আমাদের এই শহর।

: কোন মাস সবচেয়ে বেশি হারাম?
: আমাদের এই মাস।

তখন রাসুলুল্লাহ ﷺ বললেন,
: নিশ্চই তোমাদের রক্ত আর মালও হারাম, যেরকম হারাম তোমাদের এই দিন, তোমাদের এই শহরে, তোমাদের এই মাসে।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৬৬ ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=55

______
টিকা:
শহর, মাস, দিন হারাম মানে ঐ সময়ে রক্তপাত হারাম। মক্কা শহরকে হারাম এলাকা, এবং জিলহজ্জ মাসকেও হারাম মাস বলা হয়।

4-Aug-2016 6:23 pm

Published
4-Aug-2016