Post# 1471369855

16-Aug-2016 11:50 pm


হজ্জের উপর কিছু টিপস:

হজ্জের মাসলা মাসাইল হজ্জের যাবার আগে সব শিখে যেতে হবে। ঐ খানে গিয়ে --লোকে যা করে দেখে দেখে করবো -- হলে হজ্জ নস্ট হবার আশংকা থাকে।

কারন দেখবেন লোকে কি করবে সেটা অধিকাংশই জানবে না। অপনাকে জিজ্ঞাসা করবে।

এবং যারা জানে তাদের মাঝে মাসলা মাসায়েল নিযে দ্বিমত ঝগড়া চলতে থাকবে। আপনি কনফিউজড হবেন।

২০ পৃস্টার কোনো পেপার ব্যক দিযে হজ্জের মাসলা সব শিখতে পারবেন না। হজ্জের উপর ২০০ পৃস্টার মোটা কোনো বই আগা থেকে গোড়া পড়ে যেতে হবে।

পড়া শেষ হলে টেস্ট:
১। ইহরাম অবস্থায় অজুর সময় দেখলেন হাতে দুটো দাড়ি ঊঠে গিয়েছে। কি করতে হবে?
২। ইহরাম অবস্থায় হাটতে গিয়ে পা কেটে গেলো, কি করতে হবে?
৩ কতটুকু সময় মুজদালিফাতে থাকলে ওয়াজিব আদায় হয়ে যাবে, দম দিতে হবে না?

এই ধরনের প্রশ্নগুলোর উত্তর যদি বইটাতে পান, তবে চলবে। নচেৎ শেখাটা ইনকমপ্লিট। আরো মোটা বই পড়তে হবে।

#HabibHajj

    Comments:
  • ইমদাদিয়ার "হজ্জ ও মাসাইল"। কালো রংয়ের বই। বাংলা

16-Aug-2016 11:50 pm

Published
16-Aug-2016