Post# 1471680694

20-Aug-2016 2:11 pm


হজ্জের আহকামে হানাফি এবং সালাফি-হাম্বলি মাজহাবের কিছু পার্থক্য:


মিনার দিনগুলোতে মিনাতে থাকা হাম্বলিদের মতে ওয়াজিব। না থাকলে দম দিতে হবে।

হানাফি মাজহাবে মিনাতে থাকা সুন্নতে মুয়াক্কাদা। অন্যান্য সুন্নতে মুয়াক্কাদা থেকে এটা অনেক বেশি জরুরি। কিন্তু না থাকলে দম দিতে হবে না যেহেতু ওয়াজিব না।


তোয়াফে জিয়ারা হানাফি মাজহাবে ১২ তারিখের মধ্যে করা ওয়াজিব। না করলে পরবর্তিতে তওয়াফ করে নিয়ে দম দিতে হবে।

সালাফি-হাম্বলি মাজহাবে ১২ তারিখের মাঝে করা শর্ত না। পরেও যে কোনো দিন করা যায় এবং এর জন্য দম দিতে হবে না।


তোয়াফে জিয়ারায় হাম্বলিরা রমল করতে নিষেধ করে।
হানাফি মাজহাবে রমল করতে হবে যদি পরে সায়ি থাকে।

আর হাম্বলিদের মতে হজ্জের সায়ি ফরজ। হানাফি মাজহাবে ওয়াজিব। তবে এটা নিয়ে কনফিউশন হয় না, কারন সায়ি সবাই করে। বাকিগুলো নিয়ে কনফিউশন হয়। এজন্য বলা।

    Comments:
  • সৌদি আরবের আলেমদের মত বুঝিয়েছি।

20-Aug-2016 2:11 pm

Published
20-Aug-2016