Post# 1471220956

15-Aug-2016 6:29 am


"ত্বাগুতরা" আবার কখন দুনিয়া শাসন করবে তার উপর দুটো হাদিস:

হাদিস - ৮২
আনাস বিন মালিক রা: বলেছেন,
: শিগ্রই প্রথমে রাজা-বাদশাহরা আসবে, এর পর আসবে স্বৈরাচাররা, এর পর আসবে ত্বাগুতরা।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৯২ ]
http://habibur.com/shaiba/id.82/

হাদিস - ৪৪
আলী রা: বলেছেন:
ইসলাম কমে যেতে থাকবে।
এমন কি "আল্লাহ, আল্লাহ" বলার মত মানুষ থাকবে না।
এ অবস্থা হলে দ্বীনের এক শীর্ষ নেতা দাড়িয়ে যাবে তার পাপ নিয়ে।
এর পর মানুষ বেরিয়ে তার চারিদিকে জড়ো হত থাকবে যেভাবে শরৎ কালে মেঘ জমা হয়।
ওয়াল্লাহ! আমি তাদের আমিরের নাম জানি এবং তাদের ঘোড়ার জাতও জানি।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৫৪ ]
http://habibur.com/shaiba/id.44/

    Comments:
  • - এটা একেবারে শেষ যুগের ঘটনা। যখন ইসলাম দুনিয়ে থেকে মুছে যাবে।

    - ধর্মিয় পাদ্রিদের উপর কিছু সময়ের জন্য শয়তান ভর করে এবং ঐ পাদ্রি অদ্ভুত কথা বলতে থাকে -- এটা হলো ত্বাগুতের ব্যখ্যা যেটা তফসিরের কিতাবগুলোতে আছে।

    - তখন ঐ পাদ্রির চারদিকে মানুষ জমে যায় ত্বাগুতের কথা শুনার জন্য, এবং তার অনুসরন করার জন্য। শরৎ কালের মেঘের মত।

15-Aug-2016 6:29 am

Published
15-Aug-2016