Facebook Posts - January 2018

1-Jan-2018 11:46 am



Boiling frog বলে একটা উদাহরন আছে। টলারেট করতে করতে মানুষ কখন ডেডলি জিনিষকে স্বাভাবিক করে নেয় সে বুঝতে পারে না।

বাসায় টিভি ঢুকলে প্রথমে শুধু খবর, খেলা আর পিসটিভি থাকে। হিন্দি চ্যনেলগুলো মনে হয় জঘন্য। কিছু দিন পরে হিন্দি-ইংরেজি যা কিছু আছে সবই পরিবারের সবাই বসে দেখে।

অত খারাপ লাগে না। Boiling frog.

মুফতি মুস্তাকুন্নবি ফেসবুকের উপর যা বলেছেন সেগুলো সত্য। সবকিছু সয়ে আসে। চোখে খারাপ লাগে না। টিভির মত।


তাকওয়ার ব্যপারগুলো নিজের জন্য। যখন আমি এত তাকওয়ার উপর ঊঠবো যে যারা এভাবে চলে না তাদের পাপি-জাহান্নামি মনে হতে থাকে তখন বুঝতে হয় আমি ভুল পথে চলে গিয়েছি। পিছটান দেবার সময়।

যেমন তাহাজ্জুদ যে পড়ে, সে যদি যারা না পড়ে ঘুমায় তাদের জাহেল-গাফেল মনে করতে থাকে তবে উলামারা লিখেছেন যারা ঘুমাচ্ছে তাদের থেকে সে নিচে চলে গেলো।

অন্য মু'মিন যাদের এরকম তাকওয়া নেই, তাদের উপর ভালো ধারনা রেখে নিজেকে যতটুকু সম্ভব তাকওয়ার উপর চলতে হয়।


প্রানীর ছবির ব্যপারগুলো কনফিউজিং। স্থির ছবি আর ভিডিওতে কোনো পার্থক্য নেই। একটা জায়েজ হবে অন্যটা কেন না সে প্রশ্ন থেকে যায়।

এর উপর যুক্তি :
"আমি নিজে তুলছি না, অন্যেরটা ব্যবহার করছি।"
"ডিজিটাল ছবি হলে সমস্যা নেই। কাগজ হলে সমস্যা।"

তবে হাশরের মাঠে যুক্তি চলবে না। সব কিছু মিলিয়ে তার স্কোর চলে আসবে। ছবি কি আমার স্কোর বাড়াবে? নাকি কমাবে?

ব্যসিক্যলি জিনিসটা চলে আসে তাকওয়ার উপর।

আল্লাহ তায়ালা আমাদের Boiling frog এর পরিস্থিতিতে পড়ে সবকিছু টলারেবেল করে ফেলা থেকে রক্ষা করুন।

1-Jan-2018 11:46 am

1-Jan-2018 4:00 pm


ব্রাদার রাহুল এখন তরুনদের নতুন সেনসেশন।


ইয়ংরা মুরুব্বিদের মুরুব্বিয়ানা অপছন্দ করে। মুরুব্বিদের হুকুম থেকে পরিত্রানের একটা উপায় হলো যদি প্রমান করে দেখাতে পারি তাদের কথা ভুল। আর এই কাজে যেই এগিয়ে আসে তাকে তরুনরা আলিংগন করে নেয়।

সাথে আছে প্রচলিত ধারার বিপরিত চলার একটা বিদ্রোহি চিন্তা। এবং এই চলা দ্বারা নিজেকে অন্যদের থেকে ভালো মনে করা।

"প্রথা বিরোধি" কথা যে বলে, তার দিকেই ইয়ংরা ছুটে আসে। ম্যট্রিক্সের গোমর হয়তো সে ফাস করবে? আরেকজন হিরো?!


সত্য হয় নিরস। পুরানো কথা। চাইলেই কনট্রাডিকশন প্রমান করে দেখানো যায়।

প্রথা-বিরোধি যুক্তিগুলো হয় অকাট্য, আকর্ষনিয়। সুগঠিত, যেন একজন সময় নিয়ে সব কিছু মসৃন করে সাজিয়ে রেখেছে। অনেক সময় নিয়ে।


একারনে পেত্রার লেকচার ইয়ংদের টানে। মক্কার থেকে বেশি।
তাদের মাঝে আবেগ আছে। কিন্তু মিথ্যার মুখোমুখি হবার এক্সপেরিয়েন্স নেই।

    Comments:
  • علماء صنعوا تاريخ الإسلام في بنغلاديش

1-Jan-2018 4:00 pm

3-Jan-2018 12:45 am


গ্রোয়িং লিষ্টে নতুন নাম "শাহনাজ রহমতুল্লাহ"।
________

গ্লিটজ: পাঁচবছর আগে আপনি হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কী কারণে?

শাহনাজ রহমতুল্লাহ: ওমরাহ করে আসার পরদিন থেকেই আর গান করতে ইচ্ছা করেনি। তখন আমি নামাজ পড়া শুরু করেছিলাম। এখন নামাজ পড়েই সময় কাটছে।

গ্লিটজ: গান ছাড়ার পর আপনার দিনগুলি কীভাবে কাটছে?

শাহনাজ রহমতুল্লাহ: ভোর চারটায় ঘুম থেকে উঠি। তাহাজ্জুদের নামাজ পড়ি। তারপর ফজরের নামাজ পড়ি। আমি এখন কোরআন শরীফ পড়া শুরু করেছি। একজন হুজুর বাসায় আসেন। সকালের দিকে উনি আমাকে পড়ান। বারোটা বাজলেই নামাজের সময় হয়ে যায়। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতেই আসরের আজান দেয়, নামাজ পড়ি। মাগরিব আর এশা পড়ে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘুমিয়ে পড়ি। বাইরে কোথাও যাইনা এখন আর।

গ্লিটজ: এখন যারা গাইছে তাদের গান শোনেন?

শাহনাজ রহমতুল্লাহ: নাহ! আমার কোনো আইডিয়াই নেই। টিভি তো দেখিই না অনেকদিন। একটা জিনিস না দেখলে বলতে পারব না। একদম নামাজ-কালামে ঢুকে পড়েছি। আমার স্বামীও তাবলিগ করেন। হজ করে এসেছেন, নিয়মিত নামাজ পড়ে। আমারও হজে যাওয়ার ইচ্ছা আছে।

3-Jan-2018 12:45 am

3-Jan-2018 6:29 pm


News: "সখীপুরে নবীজীকে ভূল ব্যাখ্যার অভিযোগে বক্তাকে গণধোলাই"

বস্তুতঃ জোর যার ব্যখ্যা তার পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটা বুঝে কথা বলতে হয়।

এজন্য কেউ প্রশ্ন করলেই জবাব দিতে নেই। তার মাজহাব-মানহাজ বুঝে তার কাছে যেটা সঠিক সেটা তাকে বললে সে খুশি হবে।

নয়তো মাইর।

Following the trend.
_______

টাঙ্গাইলের সখীপুরে ধর্মীয় সভায় কোরআন হাদিস ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভূল ব্যাখা দেয়ার অভিযোগে প্রধান বক্তাকে গণধোলাই দিয়ে সভা পণ্ড করে দিয়েছে স্থানীয় আলেম সমাজ।

মঙ্গলবার রাতে উপজেলার বড়চওনা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বেলতলী গ্রামের প্রবাসী আসাদুল হকের বাড়িতে মঙ্গলবার রাতে ইসলামী জলসার আয়োজন করা হয়। ওই জলসার প্রধান বক্তা হিসেবে সুম্ভগঞ্জের আলেম হযরত মওলানা রেজাউল হক রেজা ওয়াজ করেন। ওয়াজের এক পর্যায়ে ওই বক্তা কোরআন হাদিস নিয়ে ভূল ব্যাখা ও বিতর্কিত মন্তব্য করেন।

তিনি বলেন, যে ব্যক্তি নবীজীর (সা:) এর দুরূদ পড়ার সময় না দাঁড়ায় সে মুসলমান নয়। তাছাড়া সুম্ভগঞ্চের মুরিদ না হলে বেহেস্তও পাওয়া যাবেনা বলে তিনি মাসআলাহ দেন।

পরে উপস্থিত আলেমসমাজ ও স্থানীয়রা বক্তব্যের প্রতিবাদ করেন। স্থানীয় সিদ্দিক হোসেন নামের একজন শ্রোতা বলেন, বক্তা কোরআন হাদিস নিয়ে ভূল ব্যাখা এবং নবীজিকে নিয়ে ভূল কথা বলছিলেন। তখন তাকে কয়েকজন শ্রোতা নিষেধ করলেও তার বক্তব্যই সঠিক বলেন।

কিছুক্ষণ পর স্থানীয় ওলামাকেরাম মঞ্চে উঠলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে ওই বক্তাকে গণধোলাই দেয় এবং পরে মাহফিল পণ্ড হয়ে যায়।

    Comments:
  • এখানে এখন আমার বেশি আপত্তি নেই কারন আমার পক্ষের লোক বিপক্ষের লোককে পিটিয়েছে। বিপক্ষের লোক যখন আমার পক্ষের লোককে মারবে তখন আপত্তি তুলবো।

3-Jan-2018 6:29 pm

4-Jan-2018 9:56 pm


Our home in news clip. 10 seconds. ডানেরটা হলো ওয়াসিকের বাপ। আমাদের বাসায় ভাড়া থাকতেন ১০ বছর ধরে।

video:/img/photos_and_videos/videos/121731379_478636876826044_3781491789523557678_n_10155183931498176.mp4

4-Jan-2018 9:56 pm

5-Jan-2018 5:01 pm


রাগের বশে, দুস্টামি করে, খেলা ছলে, আভিনয় করে, সিরিয়াসলি না হয়ে, ব্লেক মেইলের শিকার হয়ে, প্রতারিত হয়ে, ভুল বুঝে, গলায় ছুরি ধরার কারনে, জোর জবরদস্তি করে যেভাবে হোক এক নিয়ম।

আর মনে মনে হলে ভিন্ন নিয়ম।

কি নিয়ম সেটা আলেমদের থেকে জেনে নিবেন। আমাকে জিজাসা করে লাভ নেই কারন সরকারী নিষেধাজ্ঞা আছে মুফতি ছাড়া কেউ ফতোয়া দিতে পারবে না। এর উপর তালাকের মত সেন্সেটিভ ও বিতর্কিত বিষয় বলিয়া কথা।

একটি "সাধু সাবধান" reminder.

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

5-Jan-2018 5:01 pm

5-Jan-2018 8:46 pm



বাংলা OCR সংক্রান্ত সকল পোষ্ট। যেহেতু এটার উপর প্রশ্ন পাই কিছু দিন পর পর।

https://sanjir.com/ocr/


আল কাউলু আল-মুখতাসির ফি আলামাত ... বইটার অনুবাদ এখন ফেসবুকে আর না দিয়ে সরাসরি ব্লগে দিচ্ছি।

https://sanjir.com/qaulu/

এই বইটা বেশ এডভান্সড। নতুনদের পড়ার দরকার নেই। এবং এর আগে যে কয়টা অনুবাদ করেছিলাম সেগুলোও এডভান্সড। সবার জন্য না। পড়তে পারেন কিন্তু বুঝবেন না।

এগুলো মূলতঃ নিজের প্রয়োজনে করি। আর শেয়ার করি তাদের জন্য যারা ঐ ধরনের তথ্য খুজে যে ধরনের তথ্য আমি খুজি।

বইটার ইন্ট্রোডাকশন এখানে।
https://sanjir.com/6197/

https://sanjir.com/ocr/

    Comments:
  • আগের বইগুলোর লিংক উপরে নেই।
  • শুধু যে বইটার নাম দিয়েছি ঐটা আছে।

5-Jan-2018 8:46 pm

5-Jan-2018 9:40 pm


সমস্যা হলো অনেক বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড। তাই অনেক বিষয় নিয়ে লিখি।

কিন্তু যারা ফলো করে তারা কনফিউজড হয়ে যায়।

ইসলাম নিয়ে যে লিখে, সে আমেরিকান পলিটিক্স নিয়ে লিখবে কেন?
বা সাইন্স নিয়ে যে লিখে মাজহাবগত পার্থক্য দিয়ে তার কি?

কেউ হতাশ হয়। কেউ সন্দেহে পড়ে। কেউ ফতোয়া নিয়ে আসে। কেউ ... ...

ব্লগ এই তুলনায় বেশ সুন্দর সমাধান।
১। সাবজেক্ট ভাগ করা আছে। যে যে টপিকে ইন্টারেস্টেড।
২। কেউ মাইন্ড খাবে, সেই চিন্তায় সেল্ফ সেন্সর করতে হয় না।
৩। কমেন্টের উপর পূর্ন নিয়ন্ত্রন।
৪। পুরানো পোষ্ট যে কেউ সার্চ করতে পারে।
৫। দিনে ৫০ টা পোষ্ট দিলেও ফ্লাডেড হয় না।
৬। ফরমেটিং লিখা ছোট, বড়, কোট, হাইলাইট, ছবি, টাইটেল এসব দেয়া যায়।
৭। তর্ক ও ধুমপান মুক্ত পরিবেশ।

এ কারনে এখনো ব্লগে সিফট করা চালিয়ে যাচ্ছি ফেসবুক থেকে।

5-Jan-2018 9:40 pm

5-Jan-2018 10:41 pm


ইনশাল্লাহ কালকে কিছু টাকা নিয়ে বেরুবো।

কিন্তু এই তিনটার যে কোনো একটা কিনার টাকা আছে।

১। হয় একটা গ্রাফিক্স কার্ড। tensorflow চালানো যাবে। প্রোজেক্টের লাভ। যেটায় কাজ করছি।

২। নয়তো একটা Nintendo Switch. পোলাপাইনদের লাভ [অথবা লস, তাদের মায়ের মতে]

৩। অথবা একটা A3 স্কেনার। ইসলামি বইগুলো স্কেন করে OCR করে নেটে দেয়া যাবে। দ্বিনের লাভ। [অথবা লস। ডিপেন্ডস অন কে কিভাবে কপিরাইট আইন দেখে তার উপর]

তিনটার দাম সমান। একটা কিনা যাবে। কোনটা এখন এই স্বিদ্ধান্ত নিতে হবে।

    Comments:
  • *স্কাইপি <-- সবাই যেহেতু এই নামটা বলে।
  • Indeed. And there's a lot of inside jokes on it which we have exchanged within the circle.
    I am using the term more as a mock than being the smart chap around.
  • The promise was not to spread it within her friend, family and community. So that the people who knew her, don't start to dislike her.

5-Jan-2018 10:41 pm

6-Jan-2018 2:29 pm


উত্তরা আয়শা মসজিদে ঘোষনা পত্রে বলা হয়েছে:

১। সাদ সাহেবকে আসতে হলে দেওবন্দের আস্থা পত্র নিয়ে আসতে হবে।
২। নিজামুদ্দিন থেকে বহিষ্কৃত বাকিদের নিয়ে আসতে হবে।

নতুন কিছু নেই। আগের শর্ত।

যারা আশাবাদি হয়ে গিয়েছিলেন তাদের এখন নিরাশ হবার সময়।

তবে আমি তাকিয়ে আছি এর পর কি হয় তার দিকে।।

নোটস:
১। "... বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত প্রতিনিধি দলের কাছে।"
২। "...স্বরাস্ট্রমন্ত্রনালয়ের বৈঠকে।"

তাই আমার পরবর্তি পোষ্টের টাইটেল ঠিক করেছি "রাজ্য-রাজা-সেকুলার ও দরবারি" :V

    Comments:
  • মালিককে রিপোর্ট করে দেবেন। মালিক কিছু করবে না। কিন্তু এরকম দ্বিতীয় অভিযোগ ভিন্ন আরেকজন থেকে পেলে করবে।
  • একটা ইমেইল পাঠালেই হবে। অফিসিয়াল রেকর্ডে চলে যাবে।

6-Jan-2018 2:29 pm

7-Jan-2018 7:20 am


মিশরে সরকারি ইন্টেলিজেন্স অফিসার চার জন টিভির উপস্থাপককে ফোন দিয়েছে । টিভিতে কি বলতে হবে তার নির্দেশ দিয়ে ।

সেই চারটা অডিও ফাস। আজকে NYT এর খবর।

অফিসার নির্দেশ দিচ্ছেন : উপরে উপরে আমারা সবাই ট্রাম্পের জেরুজালেম ঘোষনার নিন্দা জানাবো। ভেতরে ভেতরে সমর্থন করবো, মেনে নিবো, এবং জনগনকেও বুঝাবো মেনে নিতে।

বোনাস : "পাবলিকরে বুঝাবেন ইসরাইলের গোপন বন্ধু হলো কাতারের আমির ।"

উপস্থাপকরা : "জ্বী স্যার ।" :V (Y)

_________

As President Trump moved last month to recognize Jerusalem as the capital of Israel, an Egyptian intelligence officer quietly placed phone calls to the hosts of several influential talk shows in Egypt.

“Like all our Arab brothers,” Egypt would denounce the decision in public, the officer, Capt. Ashraf al-Kholi, told the hosts.

But strife with Israel was not in Egypt’s national interest, Captain Kholi said. He told the hosts that instead of condemning the decision, they should persuade their viewers to accept it. Palestinians, he suggested, should content themselves with the dreary West Bank town that currently houses the Palestinian Authority, Ramallah.

“How is Jerusalem different from Ramallah, really?” Captain Kholi asked repeatedly in four audio recordings of his telephone calls obtained by The New York Times.

“Exactly that,” agreed one host, Azmi Megahed, who confirmed the authenticity of the recording.

_________

“I was just calling to tell you what our public stance is, so if you go on TV or speak in an interview, I am telling you what is the stance of Egypt’s national security apparatus and what it stands to benefit from in this matter of announcing Jerusalem to be the capital of Israel, O.K.?” Captain Kholi began one conversation, with Mr. Hassaseen.

“Give me orders, sir,” Mr. Hassaseen replied, according to the recording. “I am at your command.”

“We, like all our Arab brothers, are denouncing this matter,” Captain Kholi continued. But, he added, “After that, this thing will become a reality. Palestinians can’t resist and we don’t want to go to war. We have enough on our plate as you know.”

_________

“The point that is dangerous for us is the intifada issue,” Captain Kholi explained. “An intifada would not serve Egypt’s national security interests because an intifada would revive the Islamists and Hamas. Hamas would be reborn once more.”

“At the end of the day, later on, Jerusalem won’t be much different from Ramallah. What matters is ending the suffering of the Palestinian people,” Captain Kholi concluded. “Concessions are a must and if we reach a concession whereby Jerusalem will be — Ramallah will be the capital of Palestine, to end the war and so no one else dies, then we would go for it.”

All three recipients of his calls pledged to convey his messages, and some echoed his arguments in broadcasts. “Enough already. It got old,” Mr. Megahed told his viewers about the issue of Jerusalem.

In his conversation with Mr. Megahed, however, Captain Kholi added an extra flourish. He charged that Egypt’s regional foe Qatar and its ruler, Emir Tamim bin Hamad al Thani, were the ones guilty of collaborating with Israel.

“You also will say that Tamim and Qatar have secret ties to Israel. You know all that,” Captain Kholi told the talk show host.

“Obvious ties,” Mr. Megahed replied. “My pleasure. My pleasure. I will include it in the next episode, God willing.”

7-Jan-2018 7:20 am

7-Jan-2018 7:36 am


এদিকে আমেরিকায় চলছে ট্রাম্পকে নিয়ে Fire and Fury. যার ধাক্কা এখন দেশি সব পত্র পত্রিকার খবরে।

অথচ কিছু দিন আগেও ট্রাম্পের হুমকি ছিলো Fire and fury বরং চলবে উত্তর কোরিয়ায়। Exactly using these words.

    Comments:
  • সব যদি ঠিক থাকে তবে কিছু দিন পরে আপনি কোডিংয়ে থাকতে পারবেন না। আপনাকে মার্কেটিংয়ে চলে যেতে হবে। আরো কোডিয়ের জন্য ফ্রিল্যন্সার অথবা অন্যদের চাকরি দিতে হবে।

7-Jan-2018 7:36 am

7-Jan-2018 12:35 pm


আশা আর বাস্তবতা -- দুটোয় পার্থক্য আছে।

খুব বেশি অপটিমিস্টিক হন। জীবনে ফেইল করবেন বেশি। অন্যদের থেকে শুনতে হবে "এটা তো বুঝাই যাচ্ছিলো, আপনি কোন বুদ্ধিতে এর পেছনে পড়লেন?"

খুব বেশি পেসিমিষ্টিক হন। জীবনে কিছুই করতে পারবেন না। বসে থাকতে হবে। সব কিছুতে দেখবেন, "করে লাভ কি? ফেইল করবে!"

মাঝ পথে চলতে হয়। দুই এক্সট্রিমিজিমের মাঝে।

এটা খুজে পাওয়া হলো প্রথম সাফল্য।

    Comments:
  • "Dear Sir, I am afraid your purchase officer is hinting for kickbacks for purchase. My complain might not mean anything. But if you receive more complains like this, then please take a look."

7-Jan-2018 12:35 pm

7-Jan-2018 2:10 pm


Pakistan made a "huge mistake" when it agreed to join America's campaign in Afghanistan in 2001, in the wake of the 9/11 terror attack, says Foreign Minister Asif.

যা কইছিলাম। এখন প্রায়াশ্চিত্ত। গুনাহর জন্য তৌবা করার অর্থ এই না যে এর কাফফরা মাফ হয়ে যাবে।

তাই যখন spring, শীতল বাতাস বইছে, সবচেয়ে শান্তিতে, কোনো দিকে কোনো আপদ বিপদ নেই, তখন গুনাহ থেকে বিরত থাকতে হয়।

কারন এর আঘাত আসে ২০ বছর পরে। যখন আর পেছনে গিয়ে সব ঠিক করা যায় না।

আল্লাহ তায়ালা আমাদের আখিরাতের আফসোসকারী হওয়া থেকে রক্ষা করুন।

7-Jan-2018 2:10 pm

7-Jan-2018 2:40 pm


"জানি না"


জানি না বলতে হয় জোরে। স্পষ্ট করে। বক্তার চোখের দিকে তাকিয়ে।

মিন মিন করে না, যেন এটা যে আমি জানি না এর জন্য আমি লজ্জিত।

আবার "লজ্জিত না" সেটা বুঝানোর জন্য এক্সট্রা কিছু যোগ করার দরকার নেই। "আমার ভাই এগুলো নিয়ে চিন্তা নাই। আমি আছি এই নিয়ে... সেটা জানলেই খুশি।"

কারন এই কথাগুলো বুঝায় : আমি নাক উচু। সব সময় এক ধাপ উপরে থাকতে চাই।


আবার সবকিছু সবার জানার দরকার নেই।
যে যার প্রয়োজনীয় জিনিস জানলেই হলো।

7-Jan-2018 2:40 pm

7-Jan-2018 4:54 pm


কাকরাইল মসজিদে নতুন করে হাঙ্গামার খবর।

Fake news?

7-Jan-2018 4:54 pm

8-Jan-2018 8:22 am


এক দেশের প্রেসিডেন্ট অন্য দেশের উদ্দ্যশ্যে কিছু বলাতে চাইলে:

৮০ এর দশকে:
১। প্রথমে উপদেষ্টাদের পরামর্শ নিতো।
২। এর পর কুটনৈতিকদের সাথে আলোচনা।
৩। এর পর বক্তব্য দিতো statement writer দের যারা একে politically correct করে ঘষে মেজে প্রকাশ করতো।

যেমন "we are looking for stability in the region" আমরা ঐ এলাকায় স্থিতিঅবস্থা দেখার আশা করছি।"

অর্থ ঐ দেশের বিরোধি দলের বিরোধিতা করছি এবং সরকারকে সমর্থন করছি।

২০১০ এ:
প্রেসিডেন্ট সরাসরি Tweet করেন : "খবরদার! ঐটা করলে কিন্তু বোমা..."

8-Jan-2018 8:22 am

8-Jan-2018 10:50 pm


Autonomous driving level 5 আসতে আরো ৩০ বছর ধরে নিয়েছিলাম।

খবর: NVIDIA's first AI computer, the NVIDIA Drive PX Pegasus, is apparently capable of level 5 autonomy.

Today's news: NVIDIA has unveiled a SoC for self driving cars!

SoC = system on chip.

ML, AI খুব দ্রুত প্রোগ্রেস করছে। একটা বুঝার আগে নতুন আরেকটার ঘোষনা।

এখন চলছে Unassisted learning এর পালা।

8-Jan-2018 10:50 pm

9-Jan-2018 8:52 pm


(Y)

জানা গেছে, ১২ জানুয়ারি এবারের বিশ্ব ইজতেমা শুরু হলেও মাওলানা সাদ বুধবার ১০ জানুয়ারি বাংলাদেশে আসবেন। বেলা ১টা ৩০ মিনিটে তিনি যাত্রা করবেন।

বাংলানিউজ সূত্রে জানা যায়, মাওলানা সাদ ও নিজামুদ্দিনের জামাতের সদস্যদের বাংলাদেশ সরকার বিশেষ কূটনৈতিক ভিসা দিয়েছে।তারা এরইমধ্যে বাংলাদেশগামী বিমানের টিকিটও বুকিং দিয়েছেন।

- ourislam.

9-Jan-2018 8:52 pm

9-Jan-2018 10:57 pm


পিজি হাসপাতালের "ডাক্তার রিয়াদ সিদ্দিকীর" [keyword] কাহিনি এসেছে নিউজে। এ সব কাহিনী বহু দিন ধরে শুনে আসছি। লক্ষ ঘটনা ঘটার পরে ১টা নিউজে আসে। সাধু সাবধান। হাসপাতালে যারা কাজ করে তাদের কাছে এগুলো ওপেন সিক্রট। সবাই জানে।

তাই মহিলাদের ছেলে ডাক্তার দেখাবেন না। আপনি উপস্থিত থাকলেও না। কৌশলে আপনাকে বের করে দেবে। দেশের ডাক্তারদের একটা সিগনিফিকেন্ট অংশ একেবারে নষ্ট। যাদের মাঝে আপনার ফেবারেট ভালো ডাক্তারও আছে।

হাসপাতালে চিকিৎসা নেবার বদলে বরং ঘরে বিনা চিকিৎসায় মরা ভালো। আমার পূর্ব পুরুষরা যেভাব মরেছে। আমার মত এই।

9-Jan-2018 10:57 pm

9-Jan-2018 11:38 pm


ডাক্তারদের আরো কিছু প্রতারনা।

১। বলবে একটা ইংজেকশন দিতে হবে। বাইরে পাওয়া যায় না অনেক দামি। সবাই দিতে পারে না, আস্তে করে সময় নিয়ে দিতে হবে। আমি নিজে দেবো। ১০ হাজার টাকা লাগবে।

এর পর ১০ হাজার টাকা নিয়ে আসলে ডিস্টিলড ওয়াটার [বাংলায় পানি] ইংজেকশন দিয়ে ১০ হাজার টাকা নিয়ে নেবে।

এরকম ঘটনা অন্ততঃ ৩ টা শুনেছি।

২। বলবে যে হার্বাল একটা ঔষধ খেতে হবে। ঐ দোকানে পাওয়া যায়। দোকানের নাম দিয়ে দেবে। ঐ দোকানে উনার আগে থেকে কন্টাক্ট করা আছে। ডেইলি তিনটা করে ১০০ পুরিয়া। ২০০-৩০০ টাকা একেকটা পুরিয়ার দাম। এর গায়ে কোনো কম্পানি নাম নেই। কি উপকরন সেটাও লিখা নেই। কিছুই লিখা থাকবে না।

৩-৪ হাজার টাকার ঔষধ কিনাবে। যেগুলো সত্যিকারের তৈরি খরচ ৩-৪ টাকা। এর ৬০% বা বেশি ঐ ডাক্তারের পকেটে যাবে।

উল্লেখ্য, হার্বাল ঔষধের প্রেসক্রিপশন লিখার অনুমতি কোনো ডাক্তারের নেই।

এগুলো খেয়ে আপনার ভালো লাগবে। এটাকে বলে প্লেইসবো ইফেক্স। মনে করবেন কত ভালো চিকিৎসক। কিন্তু আপনি প্রতারিত।

9-Jan-2018 11:38 pm

11-Jan-2018 8:19 pm


বিশ্ব ইজতমা এর পর তাহলে কোথায় হবে সেটা দেখার অপেক্ষায়।

ভারতে হতে পারবে না। মোদি সরকার তবলিগের সমস্ত বিদেশি জামাত নিষদ্ধ করেছে দুই বছর আগে। এর পর বদলিয়েছে কিনা জানি না।

পাকিস্তানে হতে পারবে না, কারন তারা বিরোধী দলের।

বাংলাদেশে তো এই।

বৃটেন? মালয়শিয়া? মধ্যপ্রাচ্যের কোথাও, কাতার?

নাকি এই উপমহাদেশেই হবে? এবং আমি জিনিসগুলো যত কমপ্লেক্সলি দেখছি, সেরকম না?

আনএক্সপেক্টেড কিছু?

11-Jan-2018 8:19 pm

12-Jan-2018 1:43 pm


ফজরের পরে আর মাগরিবের পরের বয়ান ইজতমায় সবচেয়ে গুরত্বপূর্ন। এই প্রথম কোনো আরব এই বয়ান করলেন।

মাওলানা ইলিয়াস রহ: এর একটা কথা শ্রুত আছে যে : আরবরা যখন এই তবলিগের কাজের দায়িত্ব নিয়ে নেবে তখন ... ... ।

তবে ঐ কথা ফলার এখনো সময় না কারন, আরবরা এখনো এই কাজের দায়িত্বে না।

Just one step forward.

12-Jan-2018 1:43 pm

12-Jan-2018 6:10 pm


কাকরাইলে আজকে সাদ সাহেবের বয়ান।

খারাপ লাগছে। মানুষ উনাকে যত খারাপ বলছেন, উনি অত খারাপ না। কম বেশি কিছু বুঝা পড়ার সমস্যা সবার মাঝেই আছে।

সব সাইডই এখানে ভিকটিম। বিজয়ি কেউ না।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • আমার support the underdog metality আবার জেগে উঠছে কিনা আল্লাহ জানেন।

12-Jan-2018 6:10 pm

13-Jan-2018 10:00 am


After trying for many years to turn facebook into tweeter, Zuckerberg suddenly realized, facebook has turned too much into tweeter. And now it's time to reverse it.

For family discussion people now use viber and other chat apps. FB is mostly for trolls and arguments with persons you don't know.

13-Jan-2018 10:00 am

13-Jan-2018 4:40 pm



এখন দিনের বেলা আর কোনো কাজ করা হয় না। যা কাজ করি রাতে। ইশার পরে আরম্ভ করি রাত ৮ টার দিকে। দু টা আড়াইটা পর্যন্ত। সারা দিনের কাজ এক টানে।


মরূভুমিতে থাকার সুবাধে আল্লাহ তায়ালা কিছুটা তীক্ষ্ন দৃষ্টি দিয়েছিলেন। এর পর দিনের পর দিন রাতের অন্ধকারে glowing screen এর দিকে তাকিয়ে থাকতে থাকতে সেটাও গেলো।

13-Jan-2018 4:40 pm

13-Jan-2018 8:54 pm


Blasters have got so good, that now these can be used to strip off paint from a car.

The blasting material isn't only water, rather it's a mixture of water + sand.

Previous videos show how this can be used for cleaning.

This post had an attachment, which is now missing

13-Jan-2018 8:54 pm

14-Jan-2018 9:33 am


এক যুবক এক হাকেমের কাছে এসে বলে :
আমার অন্তরে দুটো নেকড়ে যুদ্ধ করে। একটা আমাকে ভালোর দিকে ডাকে, অন্যটা মন্দের দিকে।

হাকেম জবাব দেয় :
ঐ নেকড়ে সাহায্য পাবে, যাকে তুমি খাওয়াবে।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

14-Jan-2018 9:33 am

14-Jan-2018 12:09 pm


ইজতেমার ঘটনার পর তবলিগওয়ালাদের রিপোর্ট আসছে।
সবাই নেগেটিভ। ৯০% মাওলানা সাদ সাহেবের পক্ষে।

এর পর কি, সেটা দেখার বিষয়।

14-Jan-2018 12:09 pm

14-Jan-2018 9:48 pm


Survival Technique, সামনের কয়েক বছর ফিতনার ডাল পালা গজাবে -- এই সময়ের জন্য।

1. Get detached. কিছুতে আমার কিছু না মানসিকতা।

2. Get busy. ব্যবসা বানিজ্য চাকরি বাকরি নিয়ে। সহজ কথায় দুনিয়াদারি নিয়ে।

3. Insulate exposure. Curiosity killed the cat বলে একটা কথা আছে।

4. Hold your ground. যা কিছু এর আগে জানতাম, তা থেকে সরে না যাওয়া।

14-Jan-2018 9:48 pm

15-Jan-2018 7:32 am


৮০:
যখন ক্লাস সেভেনে পড়ি। তখন "মারফতের গোপন কথা" নামে একটা বই বেরিয়েছিলো। প্রতিবাদের মুখে মাস দুয়েক পরে সরকার এটা ব্যন করে দেয়। লাইব্রেরিতে গিয়ে দেখি শেলফ থেকে বইটা সরিয়ে ফেলেছে। এটা আমার প্রথম বই যেটাকে ব্যন করতে দেখলাম।

দশ বছর পর:
ঐ লিখক একটা ফলোআপ বই লিখে ছাপায়। কাছা কাছি নাম দিয়ে। গুলিস্তানের ফুটপাথে পুরানো বইয়ের দোকানে পাই। কিনে আনি। অরিজিন্যল বইটা কেনার সামর্থ ছিলো না।

নিষিদ্ধ বই:
আমি "কার মত কি" জানার জন্য বই পড়তে পারি নিজে মতটা গ্রহন না করে। বইটা সঠিক হবার দরকার নেই। পড়ে জানলাম তার বিশ্বাস এই।

কিন্তু অধিকাংশ এটা করতে পারে না। তারা ইমোশনাল হয় যায়। "এটা কি ঠিক?" "তাহলে তারা যে বললো সেটা?" "এটা কি লিখেছে?" "এইসব বই পড়ো কেন?"

বিয়ের পর এটা বাড়লো। বইটা পড়লো ওয়াইফের হাতে। শেষে দুজনের সম্মতিতে পুড়িয়ে ফেলা।

Fahrenheit 451:
বই পুড়ানো জীবনে অনেকবার করতে হয়েছে। প্রায় সব ক্ষেত্রেই অন্য কারো উৎসাহে। এবং সব ক্ষেত্রে পরে আফসোস করেছি, ইশ যদি নষ্ট না করতাম।

অলটারনেটলি চিন্তা করি, আমি হয়তো কিছু বছর পরে মরে যাবো। বিতর্কিত বইগুলো পড়বে আমার সন্তানদের হাতে। তারা পড়ে কি বুঝবে? কি মনে করবে? Well, whatever.

আরো দশ বছর পরে:
ইউটুবে দেখলাম বাবা জাহাঙ্গিরের লেকচার। ঈমান আল সুরেশ্বরি।

ক্লিন শেইভড, তুর্কি টুপি মাথায়। উনার পুরানো ভিডিও আছে। আবার রিসেন্ট আছে। থুরথুরে হয়ে গিয়েছেন -- "দেখি আমিই আমার পীর, আমিই আমার মুরিদ"।

উনার কিছু ক্লিপ নিয়ে আগে ট্রল পোষ্ট দিয়েছিলাম।

আজকে জানলাম এই বাবা জাহাঙ্গির ছিলেন ৮০র দশকের "মারফতের গোপন কথার" লিখক। আমার ছোটকালের সেনসেশন। :V তখন উনার দাড়ি ছিলো। এখন নাই, চেছে ফেলেছেন।

15-Jan-2018 7:32 am

17-Jan-2018 4:09 pm


দ্বিমত নিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারাটা একটা বড় গুন। ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে খুটি নাটি সব বিষয়ে একমত হয়ে, মিলিটারি স্টাইলে প্রতিটা স্টেপ এক ছন্দে ফেলতে হবে তা না।

বরং খারাপ হলো কোনো মতের উপর নিজেদের দলকে আলাদা করে বাকিদের বিরোধিতা করে অন্যদের কাফের ফাজের মুনাফেক বলে আলাদা হয়ে যাওয়া। এটা উম্মতের বিভক্তি, ফিতনার আরম্ভ।

দ্বিমত রেখে বাকি ঐক্যমতের উপর একসাথে চলা যায়।

17-Jan-2018 4:09 pm

18-Jan-2018 8:38 pm



চারি দিকে অভাব এখন এত বেড়ে গিয়েছে যে অভাবি কাউকে চাকরি দেবার উপায় নেই। চুরি করবে।


জানি না অভাব বাড়লে মানুষ অসৎ হয়। নাকি আমানতদারী উঠে যাবার কারনে অভাব বাড়ে।


যে এখন মজলুম তাকে ক্ষমতা দিয়ে দেখেন। সেও জালেম হয়ে যাবে।

18-Jan-2018 8:38 pm

18-Jan-2018 11:38 pm


প্রসংগ নাফিস (১৬) ক্লাস এইটের ছাত্র।

আবার বলছি:
১। বায়াত দিয়ে ঢুকে যাবার পরে আর ফিরে আসার উপায় নেই।

২। আরেকজনের ছেলে নিয়ে আমার বেশি চিন্তা নেই। তাদের চিন্তা করার জন্য দেশে আরো অনেক মানুষ আছে। কিন্তু যখন আমার আত্মিয়দের কাউকে এই ট্রেপে পড়তে দেখি, তখন তাদের সাবধান করার জন্য এগিয়ে আসতে হয়।

৩। রিক্রুইটমেন্টের ভিডিওতে আপনাকে দেখাবে রোহিংগা মুসলিমদের নির্যাতনের দৃশ্য। ঢুকার পরে আপনাকে জীবন দিতে হবে এই ভাবে।

সাধু সাবধান। সাবধানতা আমার আত্মিয়-বন্ধুদের জন্য।

বাকিরা যে যেটাতে কনভিন্সড। অধিকাংশ তাদের "বড় ভাইদের" লেকচার শুনে কনভিন্সড।

18-Jan-2018 11:38 pm

19-Jan-2018 7:23 am


Non-apology apology. বলে একটা কথা আছে ইংরেজিতে।

কাকরাইলের মুকিম আব্দুল্লাহ মনসুর সাহেব।

১। উনার বয়স আমার সমান। জন্ম ১৯৬৯ সালে।

২। উনি রাইবেন্ড ইজতমায় গিয়ে মুরুব্বিদের মসেজ পাঠান।

৩। বই লিখেন "আমির পন্থা সু্ন্নাহ" আল ইমারাত হিয়াস সুন্নাহ।

৪। আলেমরা আপত্তি তুলার পরে, উপরের কাজগুলোর জন্য তৌবা করেন।

৫। উনার লিখিত তৌবা নামা ফেসবুকে আসে। দুটো আলাদা লিখাতে। দুটৌ ভিন্ন কেন এর উপর এক পক্ষ আপত্তি তুলে বলে এগুলো ভুয়া। উনার নামে অপ-প্রচার।

৬। আওয়ার ইসলাম এর পর প্রতিবেদন ছাপায়। বলে উনার তিনটা আলাদা তৌবা নামা পাওয়া গিয়েছে।

৭। ঐ পক্ষ অপত্তি তুলে : তৌবা নামা ভেতরের ব্যপার। তবলিগের ভেতরের জিনিস ছাপিয়ে বাইরে আনছে কেন?

৮। এ পর আব্দুল্লাহ মনসুর সাহেব পত্রিকা অফিসে স্বশরিরে হাজির, "এ তৌবা নামা আমি লিখেছি। বেশি বেশি ছাপিয়ে প্রচার করেন -- প্লিজ।"

৯। কিছু দিন পর খবর : অভিযোগ - আব্দুল্লাহ সাহেবকে মেরে কাকরাইল থেকে বের করে দেয়া হয়েছে।

১০। গতকালের অডিও : উর্দুতে দেওবন্দের আরশাদ মাদানি সাহেবের বিরুদ্ধে উনার ক্ষোভের কথা।

১১। আজকে আবার এই কথাগুলোর জন্য নতুন করে ক্ষমা চেয়ে উনার অডিও।

১২। এর পর ourislam এর সাথে সাক্ষাৎকারে non-apology apology.

19-Jan-2018 7:23 am

19-Jan-2018 7:48 am



একটা ছেলে যদি একটা মেয়েকে কোপায় তবে মিডিয়া কভার করতে থাকে : হাসপাতালে মেয়েটার বর্তমান অবস্থা। মন্ত্রী-আমলাদের মেয়ের চিকিৎসার দায়িত্ব নেবার প্রতিযোগিতা। কয়টা সেলাই লেগেছে কিভাবে রিকভারি করছে সেই খবর।

"ছেলে কি চিন্তা করে কেন কোপালো?" -- পাগল নাকি? এগুলো চিন্তা করে কে?


আজকে মেয়ে যেহেতু ছেলেকে কুপিয়েছে। তাই খবর : মেয়েটা কি চিন্তা করে কেন কোপালো। মেয়েটার দুঃখ কষ্ট জীবন ভাবনা এবং এর এনালাইসিস।

"কিন্তু ছেলেটার চিকিৎসার খবর কোথাও ছাপাচ্ছে না? কি অবস্থা?" -- পাগল নাকি? এগুলো কে চিন্তা করে?

19-Jan-2018 7:48 am

19-Jan-2018 11:34 pm


Structure of our super cluster, re-graphed. This time taking into account the gravitational pull on the galaxies by the super cluster center.

Which resulted into

1. Being now able to find the boundary of the super clusters, and being able to define each one.

2. Figuring out the shape of our super cluster. It has been redrawn and given a new name: Laniakea.

Nature reports.

https://www.youtube.com/watch?v=rENyyRwxpHo

https://www.youtube.com/watch?v=rENyyRwxpHo

19-Jan-2018 11:34 pm

20-Jan-2018 1:48 pm


মক্কা শরিফের যে সকল ছবি এখন ফিডে আসছে তাতে মনে হচ্ছে এখন শুধু মাত্র ইহরাম বাধা থাকলে মাতাফে ঢুকতে দেয়া হচ্ছে। এক লিষ্ট দিনের বেলা। আর মহিলাদের ঢুকতে দেয়া হচ্ছে রাত্রে।

নফল তোয়াফকারীরা ঐ সময়ে নেই। অথবা ভিন্ন সময়ে। এটা আমাদের মত পাবলিকদের জন্য খারাপ।

মাতাফে বসা থাকলে চাইলেই আর তোয়াফ করা যাবে না। সঠিক রুট ধরে আসতে হবে। যেটা সম্ভবতঃ আরম্ভ হয়েছে বাহির থেকে। আর তোয়াফের জায়গায় এখন থেকে আর বসার বা নামাজ পড়ার সুযোগ নেই। এটা এক দিক থেকে ভালো।



20-Jan-2018 1:48 pm

20-Jan-2018 2:11 pm


আমেরিকার সরকার বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। এটা কোনো খবর না। কয়েক বছর পর পর হয়। আবার কিছু দিন পর বাজেট ছাড় হবে। সরকার চালু হবে।

পার্থক্য হলো বাংলাদেশ সরকার যত ইচ্ছে টাকা খরচ করতে পারে। আমেরিকান সরকার ইচ্ছে করলেই পারে না। সংসদ থেকে সময় মত পাশ করাতে হয়।

    Comments:
  • ^ "কয়েক বছর" এর আরবী ডেফিনিশন হলো ৩ থেকে ৯ বছর। সূত্র "গুলিবাতির রুম" আয়াতের তফসির এবং প্রাসংগিক আবু বকর রা: এর বাজি ধরার ঘটনা।

20-Jan-2018 2:11 pm

20-Jan-2018 3:52 pm


কোরআন শরিফের হুকুমের আয়াত যেগুলো আছে সেগুলো আমরা কেউ নতুন করে আবিষ্কার করছি না।

বরং এগুলো রাসুলুল্লাহ ﷺ এর যুগে অবতির্ন হয়েছিলো। উনি দেখিয়ে দিয়ে গিয়েছেন কি ভাবে এর উপর আমল করতে হবে। উনার পরে সাহাবীগন এর আরো ব্যখ্যা করেছেন। এর পর ১০০ বছর পর থেকে ফকিহ গন পয়েন্ট টু পযেন্ট সব লিখে গিয়েছেন "এই হলে এই করবে"। আমরা সেগুলো অনুসরন করি।

এর পর আমাদের বাপ দাদারা ছোটবেলা আমাদের এগুলো শিখিয়েছেন ফরজ-ওয়াজিব-হারাম-হালাল হিসাবে। প্লাস মসজিদের খুতবা বা অন্যান্য সময়ে ইমামরা এই একই কথা পূনরাবৃত্তি করে স্বরন করিয়ে দিয়েছেন।

তাই "কোরআন শরিফে এই করার হুকুম আছে যেটা মানুষ জানে না বলে করছে না" -- এই ধরনের উক্তি যারা করে তাদের কথা গ্রহন করার আগে সতর্ক থাকতে হয়।

সন্দেহের জায়গায়,

প্রথমতঃ তফসির দেখেন। সে যে আয়াতের যে ব্যখ্যা করছে, সেটা কি মূলধারার তফসিরের কিতাবেও একই ব্যখ্যা লিখা আছে?

যদি সে বলে "এই তফসিরে কিতাবে লিখা নেই সেটা পড়বেন না, কিন্তু অমুকের তফসিরে লিখা আছে ওটা দেখেন" তবে সে তার পছন্দমত তফসিরের কিতাব বাছাই করছে নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য। এবং অধিকাংশ ক্ষেত্রে ঐ তফসিরেরও শুধু একটা শব্দ বা লাইন নিয়ে তার উপর নিজের লম্বা ব্যখ্যা টেনে নিজের মত প্রমানের চেষ্টা করছেন।

দ্বিতীয়তঃ দেখেন, শরিয়ার কিতাবেও কি তাই লিখা আছে যে জিনিসগুলোর ব্যপারে সে বলছে এটাই আল্লাহর হুকুম, এভাবে করতে হবে? যদি তার উত্তর হয় "শরিয়ার কিতাব এই বিষয়গুলো এখন আমাদের সময়ে প্রযোজ্য না কারন ___ এই ____ ওই ___ সেই কারনে।" তবে সে পরিস্থিতি এখন ভিন্ন ধরে নিয়ে, নিজে নিজে চিন্তা করে ফিকাহ বাহির করছেন।

এ ফিকাহ তার জন্য প্রযোজ্য, কিন্তু আপামর জনসাধারন বা আমার উপর প্রযোজ্য না।

20-Jan-2018 3:52 pm

20-Jan-2018 10:38 pm


রেসিপি : স্ট্রু

এই শীতে ডাল-ভাত না খেয়ে শীতপ্রধান দেশের মত স্ট্রু খেতে পারেন।

রেসিপি যেটা আমি বুঝলাম : হাতের কাছে সব্জি গোস্ত যা কিছু আছে সব অল্প অল্প করে নিয়ে কুচি কুচি করে কেটে লবন পানি দিয়ে সিদ্ধ দিন।

পানি কমে আসলেই এটা স্ট্রু। স্বাধে ভিন্নতা আনার জন্য হাজার ইনগ্রেডিয়েন্টসের মাঝে যেটা ইচ্ছে সেটা কম-বেশি করে দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন।

উপরের রেসিপি যাদের কাছে বেশি সিম্প্লিসটিক মনে হয়। এবং যারা বরং একটু কমপ্লেক্সলি সব করতে পছন্দ করেন। তাদের জন্য নিচের রেসিপি।

https://www.youtube.com/watch?v=PBJLXgFpMQY

https://www.youtube.com/watch?v=PBJLXgFpMQY

20-Jan-2018 10:38 pm

21-Jan-2018 2:06 pm


উলামা আর তবলিগওয়ালাদের মাঝে এখন বিশাল দূরত্ব, বিশাল গ্যপ।

ট্রেডিশেনালি তবলিগওয়ালারা ক্ষোভ প্রকাশ করে না বলে তাদের কথা সামনে আসছে না। শুধু উলামাদের কথাই আসছে। কিন্তু ক্ষোভটা বিশাল আকৃতি পেয়েছে। বিশেষ করে এই ইজতেমার পরে।

21-Jan-2018 2:06 pm

21-Jan-2018 3:14 pm

21-Jan-2018 6:28 pm


বিট কয়েনে কি জাকাত দিতে হবে?

উত্তর : হবে।

http://darulfiqh.com/is-there-a-zakat-levy-on-ones-bitcoin-holdings/

    Comments:
  • FAQ: "বিট কয়েন ট্রেড করা মাইন করা কি জায়েজ?" এ ধরনের প্রশ্নের উত্তর আমি জানি না। বা কিছু জানলেও সেটার উপর আলোচনায় উৎসাহি না।
  • ^ হানাফি দেওবন্দি।
  • C

21-Jan-2018 6:28 pm

21-Jan-2018 10:32 pm


Just to keep myself clear,

ব্যক্তিগত ভাবে সাদ সাহেবের যে কথাগুলোতে উলামায়ে কিরাম আপত্তি পাচ্ছেন সেগুলোতে আমি নিজে আপত্তিকর বিশাল কিছু পাই নি।

তবে এটা নতুন না। উলামা কিরাম আগে জাকির নায়েক, আহলে হাদিস এবং আরো অনেকের ব্যপারে আপত্তিকর অনেক কিছু আইডেন্টিফাই করেছিলেন যেগুলো আমার মাঝে অত প্রতিক্রিয়া সৃষ্টি করে নি।

তবে মন্ত্রী লতিফ সিদ্দিকির মত ডাইরেক্ট কথা যখন কেউ বলে তখন আপত্তি পাই।

বাকি সব কিছুর পার্থ্যক্য ব্যখ্যায়। বক্তা হয়তো এক অর্থে বলছেন। বিশ্লেষনকারী হয়তো লিটারেল অর্থে বিশ্লেষন করছেন। আর ফিকাহগত কিছু মতভেদ অমি দুই পক্ষের মাঝে দেখে আসছি ৩০ বছর আগে থেকেই। এটা মেনে নিয়েই চলি।

নিজের মত বলতে হলো কারন একদম কিছু না বললে, পরে কথা উঠবে "আপনি না ঐ পক্ষে ছিলেন?"

    Comments:
  • SPA?

21-Jan-2018 10:32 pm

22-Jan-2018 8:58 am


আগামি ৩১ তারিখে Super blue blood moon eclipse

এটা কি চিজ?
Super moon : পূর্নিমা চাদের perigee তে। পৃথিবীর সবচেয়ে কাছে।
Blood moon : পৃথিবীর ছায়া চাদে পড়ার কারনে চাদ লাল হবে।
Blue moon : একই ইংরেজি মাসে দ্বিতীয় পূর্নিমা।
Eclipse : চন্দ্র-গ্রহন।

    Comments:
  • م

22-Jan-2018 8:58 am

22-Jan-2018 3:45 pm


কিছু জিনিস আছে ঠেকানো যায় না। মন্দের দিকে যাবে ঘটনা, যে রাস্তা দিয়ে যাক না কেন। আমরা একে বলি কদর।


যদি সাদ সাহেবের বিরুদ্ধে উলামারা এভাবে মাঠে না নামতেন?

তবে উনি গতবছরের মত আসতেন, প্রতিদিনের সবগুলো মূল বয়ান নিজের কাছে রাখতেন। আমিরে ফায়সাল হতেন। এবং শেষের দিন হেদায়েতি কথা আর আখেরি মুনাজাতও নিজে করতেন।

তখন?

তখন হয়তো আমি হা-হুতাশা করে স্টেটাস দিতাম "আমাদের কি কিছুই করার নেই?" "আলেমরা ফেইল, গতবছরের মত"


আর এখন? বাই ফোর্স উনাকে আটকানো হয়েছে।

পরিনতি? সাইলেন্ট মাইনরিটির একটা বড় অংশ ভোকাল হচ্ছেন নিজেদেরকে মজলুম দেখতে পেয়ে [ভোকাল অর্থ "প্রতিবাদ মুখর", গানের ভোকালিষ্ট না]। উনার প্রভার আরো বাড়ছে।


কোন পক্ষ ঠিক? well, whatever!

তবে এটা ঠিক যে এটা না করে বরং ওটা করলে ভালো হতো বলে কিছু নেই। পরিনতি একই দিকে যেতো যেভাবেই যা হোক না কেন? Inevitable.


Following:

""কাকরাইল মসজিদের যেসব মুরুব্বী নিজামুদ্দীনের এতায়াতে আছেন শুধু তারাই রংপুর এস্তেমায় শিরকত করলে ভাল হয়।" রংপুর মার্কাজ থেকে কাকরাইলে এ চিঠি প্রেরণ করবার প্রেক্ষিতে এই মুহুর্তে রংপুর জুম্মা পাড়া মাদ্রাসাতে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক এবং মধুপুরের পীর সাহেবের নির্দ্দেশে মাদ্রাসার মোহতামিম পর্যায়ের এবং মাদ্রাসার উস্তাদ পর্যায়ের শত শত উলামায়ে কেরাম একত্রিত হয়েছেন। হযরতদের কথা পরিষ্কার কোনভাবেই রংপুর এস্তেমায় ওয়াসিফ সাহেব এবং ওয়াসিফ পন্থী কাউকে এস্তেমাতে শিরকত করতে দেবেন না। তারপরও যদি কোন প্রকার পলিসি করে এস্তেমায় উনার হাজির হন তাহলে ওলামায়ে কেরাম রংপুর এস্তেমা বন্ধ করে দিতে বাধ্য হবেন।"

এই ধরনের ঘটনা বাড়বে। এর পর কি?


দাবি : "তবলিগে একটা purge চলছে, কে থাকে কে যায় সেটা দেখার বিষয়"
[ purge = ময়লা সরিয়ে ফেলা ]

সমস্যা হলো, এখন সব সাইডই মনে করছে বাকিদের purge করা হচ্ছে।

দাবি : "দেয়ালের কোনো দাম নেই। আসল হলো আইডলজি।"

সমস্যা হলো, সাদ সাহেব যখন দেশে আসছেন খবর ছাপিয়েছিলো তখন উনার পক্ষের লোকেদের যুক্তি ছিলো -- শক্তি দিয়ে হলেও দেয়াল ধরে যে দাড়িয়ে থাকতে পারবে সেই মূলধারা, সেই সঠিক, তাকেই অনুসরন করতে হবে।

cont...

22-Jan-2018 3:45 pm

22-Jan-2018 7:21 pm


News: Cleric beats a boy to death in Pakistan. The boy's family says: it's ok. No one to blame.

Looks like each problem that we have here, exists in Pakistan after being amplified many times over.

My heart says, "not your problem."

Keep an eye on what's going on around and try to save your family, first.

https://www.dawn.com/news/1384552

https://www.dawn.com/news/1384552

22-Jan-2018 7:21 pm

23-Jan-2018 11:01 pm


Positive force (Y)
Appreciate.

আল্লাহ তায়ালা এদের প্রত্যেককে উত্তম প্রতিদান দিক।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

23-Jan-2018 11:01 pm

24-Jan-2018 12:53 am


না-বলা কথা:

ইশুগুলোর টাইটেল শুধু লিখে রাখছি যেন পরে সময় পেলে শুধু টাইটাল দেখে কিছু মনে পড়ে। বা হয়তো সুযোগ পেলে কিছু লিখতে পারি।

"সুক্ষ্ম ইশু, স্থুল ইশু"
"টলারেন্স, ইনটলারেন্স"
"ওহদাতাল উজুদ থেকে ইলমুল কালাম -- হানাফি অবস্থান"
"আদব থেকে আকিদা"

24-Jan-2018 12:53 am

24-Jan-2018 11:11 am


চার বছর আগে যে সকল আইডিকে জ্বালাময়ী তর্ক করতে দেখতাম, তারা এখন রয়ে সয়ে কথা বলেন। আদব-আখলাক-ব্যলেন্স বিষয়ে পোষ্ট দেন।

এটা ভালো।


কিন্তু তাদের পরে এখন নতুন যে জেনারেশন আসছে তারা কিন্তু কড়া করে তর্ক করতে পছন্দ করে। এই নতুন জেনারেশনের চোখে যারা এই ভাবে তর্ক করে না তারা "দ্বীন রক্ষার জন্য সোচ্চার না। গা বাচিয়ে চলে।"


জেনারেশন প্রতি পাচ বছর পর পর সাইকেল খেয়ে চলে। সাধারনতঃ ভার্সিটির ফার্সট ইয়ারে একজন তর্কের লেভেলে থাকে। পাশ করে যাবার পর চাকরি-ব্যবসায় ঢুকার পর, সেকেন্ড লেভেল, সন্ধি। বিয়ের পর থার্ড লেভেল, কমপ্রোমাইজ। এর পর ...


এটাই নিয়ম যে ফার্সট ইয়ারে আমি আমার পূর্ববর্তিদের গালি দেবো। তাদের মুনাফেক মনে করবো। তাদের ব্যর্থতা, নিস্তব্দতার জন্য কাপুরুষ বলবো।

এবং এর ২০ বছর পর আমি ঐ অবস্থানে থাকবো যাদেরকে আমি ২০ বছর আগে গালি দিয়ে এসেছি।

এক্সপশেন কম।


ইন্টারমিডিয়েটের পর এখন ৩০ বছর। পাচ বছরে এক জেনারেশন দেখলে, এরকম সাইকেল কয়বার দেখলাম?

Explains: তাদের এগুলো দেখে আমি রাগ করি না কেন। বরং হাসি।

24-Jan-2018 11:11 am

24-Jan-2018 3:45 pm



কুমিল্লায় মাতৃভান্ডার নামে একটা মিষ্টির দোকান আছে। এত বিখ্যাত যে অন্য দোকানও নাম মাতৃভান্ডার দিয়ে রাখে, সেল বাড়ে তাতে।

অরিজিনাল কুমিল্লাইয়ারা মাতৃভান্ডারের দোকান চেনে। বাকিরা নাম শুনে এসে এই সব নকল দোকান থেকে কেনে। ধারনা করে এগুলো তাদের শাখা। একদিন গুনে দেখি মেইন রোডে ৩২ টা মিষ্টির দোকান সবগুলোর নাম মাতৃভান্ডার।

একদিন মিষ্টি কিনতে হবে। আমি খুজছিলাম এমন দোকান যার নাম মাতৃভান্ডার ছাড়া অন্য কিছু।


একটা অরিজিন্যল জিনিস বেশি ভালো হলে ফেইক শত শত দাড়িয়ে যায় ঐ পপুলারিটিকে মনিটাইজ করার জন্য। চেনার উপায় নেই। আপনি যে নিদর্শন দিয়ে সেপরেট করতে চাবেন, ফেইকরা সেটা ইমপ্লিমেন্ট করবে। এটা তাদের ব্যবসা। "আসল মাতৃভান্ডার" "আদি মাতৃভান্ডা" এগুলো নিশ্চই অরিজিনাল? ঠিক? না ভুল।


আচ্ছা পীরবাদ এত জনপ্রীয় কেন? আসল পীর বলে আদীতে কেউ নিশ্চই ছিলেন! যারা এই সব কেরামতি দেখাতে পারতেন। বা যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি ছিলেন।

মাতৃভান্ডারের মত তাদের চারদিকে এর পর শত পীর দাড়িয়ে গিয়েছে একে মনিটাইজ করার জন্য।

এখন বুঝার উপায় নেই কে ফেইক কে আসল।


রাসুলুল্লাহ ﷺ এর পর মুসাইলামার কথা জানি। কিন্তু আরো অনেক ফেইক নবি দাবিদার বেরিয়েছে। ঐ সময় থেকেই। মাহদি কত তার হিসেব নেই।

গোলাম আহমেদের ভক্তের সাথে আপনি ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে তর্ক করতে যান। হারবেন। তারা আপনার যুক্তিগুলো জানে, এবং সেভাবে নিজেদের সেট করে নিয়েছে যেন না হারে।

"কিন্তু খতমে নবুওত তো সিল মারা। এর পর আর কথার সুযোগ নেই।"

ঠিক। তারা জানে। এবং সেভাবেই তাদের যুক্তি সাজিয়ে রেখেছে। শুনতে চান?


এজন্য "কাদিয়ানি টেষ্ট" বলে আমি একটা টার্ম ব্যবহার করি। মনে করেন হক-নাহকের জন্য আপনি খুব সলিড একটা কন্ডিশন ধরে নিয়েছেন, "এই ভাবে হক খুজো, এটাই হকের ডেফিনিশন।" এর পর সেই যুক্তিটা কাদিয়ানিদের উপর প্রয়োগ করেন। দেখেন ঐ যুক্তিতে তারা হক নাকি না-হক।

ঠান্ডা মাথার কেউ আসলে আমি তাকে প্রমান করে দেখিয়ে দিতে পারবো তার যুক্তি কাদিয়ানিদের উপর ফেইল করবে। তবে প্রেকটিক্যলি আমি এটা করবো না, কারন তার আগেই বিপক্ষ আমাকে কাদিয়ানি ট্যগ দিয়ে গালা গালি করে চলে যাবে।

মানুষকে কনফিউজড করার মাঝে আনন্দ নেই। বিশেষ করে সহজ সরল মানুষদের।


সামনে ফিতনার সময়। বাসায় বসে থাকতে হবে। এবং ইবাদতে লেগে থাকতে হবে। এজন্য তাসাউফ পন্থিদের থেকে কিছু শিক্ষা নেয়া যায়। যেহেতু তাদের মূল কাজ হলো ইবাদত।

কিন্তু একজন হক-পীরের চারদিকে যদি শত মিথ্যা থাকে, তবে হক চিনবো কিভাবে?


পীর আউলিয়ার দেশ সিলেটে এসেছি। শুনলাম পানসি রেস্টুরেন্ট খুব ভালো। এর নিদর্শন আরম্ভ হলো হাইওয়েতে। সব রেস্টুরেন্টের নামই পানসি। আমাদের মাতৃভান্ডারের মত।

কিন্তু এবার আমি ডিটারমাইন্ড অরিজিন্যাল পানসি খুজে বের করবো। গুগুল তো আর মিথ্যা বলে না। সার্চ দিয়ে বের করে ট্রাক করে গেলাম। মনে হয় এটাই পানসি, আবার ওটাই পানসি। কাছা কাছি যাবার পরও দেখি পানসি চাইনিজ, এটা কি?

মূল হোটেল রাস্তা থেকে ভেতরের দিকে। ট্রাকার ব্যবহার না করলে আমি কোনো ভাবে খূজে পেতাম না। ফেইকগুলোকে মনে করতাম আসল।


খেলাম। ওয়েল আমাদের তালতলা-চৌধুরিপাড়ার ফুড কোর্টের থেকে ভালো না। তবে কে জানে এই এলাকার জন্য ভালো। বা আমি বিরিয়ানি খেয়েছি, এটা জনপ্রীয় ভাত-ভর্তার জন্য।


আচ্ছা। পানসির মত আমি যদি কোনো পীরকে বের করতে পারিও, এর পর কি আমার মনে হতে পারে, এটা আমার অনিয়ন্ত্রিত একা একা ইবাদতের থেকে বেশি কোনো ভালো না?

    Comments:
  • FAQ:
    নিচের বিষয়গুলো কভার করা হয় নি:
    "পীর বলে কিছু নেই"
    "কেরামতি দিয়ে পীর প্রমান হয় না। ..."
    "ওলি বলতে আলাদা কেউ নেই। সব ঈমাদারই ওলি..."
    এবং এরকম হাজারো কথা।
  • ^ yes.

24-Jan-2018 3:45 pm

25-Jan-2018 12:52 pm


"আপনার আইডিতে ফলো অপশন নেই।"

ফলো অপশন আছে। আপনার কেন আসছে না সেটা প্রশ্ন।

"আপনি আমার কমেন্ট স্পেম হিসাবে রিপোর্ট করেছেন..."

কোনো কমেন্টকেই স্পেম হিসাবে রিপোর্ট করার উপায় স্টেটাস দাতার নেই। কে স্পেম করে এটা ফেসবুক নিজে নিজে বাহির করে বিভিন্ন পোষ্টে কমেন্টারের অতীত কমেন্টস দেখে।

নতুন কোনো আইডি খুলে অপরিচিত স্টেটাসে যদি বোল্ড আর বিতর্কিত কমেন্ট করতে থাকেন তবে এটা ঘটার সম্ভাবনা বেশি। আপনি হয়তো মনে করবেন পোষ্টার রিপোর্ট করে এই কাজ করছে। না, সে করছে না। এরকম কোনো মেনু নেই।

    Comments:
  • I support the cop here.
  • ^ আমার ব্রাউজারে হাইড কমেন্ট অপশনটা ফেসবুকের লাষ্ট আপডেটের পর আর আসে না। ফেসবুক তুলে দিয়েছে। মোবাইলে কি জানি না। শুধু ডিলিট।

25-Jan-2018 12:52 pm

25-Jan-2018 3:01 pm


টলারেন্স:


এক সময়ে দেশে দ্বোয়ালিন আর জোয়ালিন পন্থিদের মাঝে রায়ট লাগতো। সেই জেনারেশনটা আমি দেখি নি, কিন্তু তার ফলআউট দেখেছি, শেষ অংশটা।

এখন হয়তো এটাকে বলা হবে এক্সট্রিম ইনটলারেন্স। হয়তো এর একটা ঠিক, কিন্তু এর উপর রায়ট লাগনোটা বেঠিক।


ছোট বেলায় আমি একটা মিক্সড সোসাইটিতে বড় হয়েছি। অন্য ধর্মিদের সাথে ফ্রেন্ডশিপের সময় বড়দের বলতে শুনতাম : ভাই মুসলিমই বলেন, হিন্দুই বলেন খৃষ্টানই বলেন, আমরা সবাই কিন্তু ঐ এক স্রষ্টাকে মানি। ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন ভাবে। অন্য পক্ষ জবাব দিতো হ্যা, ঠিক বলেছেন।

এটা হয়তো এক্সট্রিম টলারেন্স। যেটা বেঠিক।


আচ্ছা, দুই এক্সট্রিমের মাঝে ব্যলেন্সটা কোথায়? কোন জায়গায় দাগ টানবো যে এটা আমরা টলারেট করবো এর বাইরে না?

উত্তর : "দ্বীন যখন বিকৃত হয়..."
যোয়ালিন পড়াটাকে দ্বিনের বিকৃতি হিসাবে প্রেজেন্ট করা যায়।

"বিন্দু মাত্র বিকৃতি আমরা সহ্য করবো না..."
চরমোনাই আর আহলে হাদিসের মাঝে রায়ট চলতে থাকবে।
যতক্ষন না বাংলার বুকে শুধু একটা দল থাকে।

"আহলে সুন্নাহর বাইরে গেলে..."
কাদের আহলে সুন্নাহর ডেফিনিশ আপনি গ্রহন করেন?
বেরলভিদের মতে তারা "সুন্নি জামাত।"
আর সালাফিদের মতে দেওবন্দিরা আহলে সুন্নাহর বাইরে। islamqa ফতোয়া আছে।

"অন্য ব্যপারে ছাড় দেয়া যায়, কিন্তু আকিদার ব্যপার হলে..."
আমরা আশারি বনাম আথারি তর্কের দিকে যাচ্ছি।

"ভাই এত কিছু বুঝি না, কোরআনে যা আছে আমরা যদি শুধু এতটুকু....."
আপনি কি মনে করেছেন আশারি বনাম আথারি তর্কে শুধু এক পক্ষের সমর্থনে আয়াত কোরআন শরিফে আছে?


এখন সত্য হলো দ্বিনের বিকৃতির মাঝে চুপ থাকাটা বেঠিক। বিকৃতি বাড়বে।

আবার সোচ্চার হয়ে বহু জনকে ফিতনায় পড়ে যেতে দেখেছি। যখন তর্কের পয়েন্টটা এত গুরুত্বপূর্ন হয়ে যায় যে সেটা না মানলে বিরোধি পক্ষকে মুসলিমই কাউন্ট করা হয় না। তার নামাজ রোজা কিছুর কোনো দাম নেই। সে কাফের তাই মুসলিমদের সম্মান, রক্ত, নিরাপত্তার হুকুম গুলো তার উপর বর্তায় না।

সময় বলে দেয় কোনটা ঠিক। কিন্তু আমরা তো ভবিষ্যতে বাস করছি না, করছি বর্তমানে। ভবিষ্যতে জানলেও আমি বর্তমানে ফিরে এসে আমার কাজগুলোকে ঠিক করতে পারবো না।


এখানে সমাধান দেয়া হয় নি। শুধু সমস্যাটা হাইলাইট করা হয়েছে।

25-Jan-2018 3:01 pm

25-Jan-2018 9:57 pm


কোনো পীরের মুরিদ হলাম না। তাসাউফ থেকে শিক্ষনীয় কিছু আছে?


প্রথম কথা হলো ইমাম গাজ্জালির বইয়ে কোনো পীরের মুরিদ হবার কথা নেই। মানে আমি পাই নি। মুরিদ হতে হবে এমন কথা নেই। মুরিদ হবার সুবিধাগুলোর বর্ননা নেই। ইনডাইরেক্টলি মুরদি হবার কোনো হিন্টস দেয়া হয় নি। এবং এটাকে কোনো অপশন হিসাবেও প্রেজেন্ট করা হয় নি। পড়লে পীর মুরিদি বলে যে কিছু আছে সেটা বুঝার উপায় নেই।


কিন্তু বইয়ের মুখপত্রে আছে, উনার সংক্ষিপ্ত জীবনীতে লিখা আছে পীরের কথা। উনি কোন পীরের কাছে কতদিন বায়াত ছিলেন সেই বর্ননা।

কিন্তু উনার জীবনী উনার নিজের লিখা না। এবং বইয়ের মুখপত্রও উনার নিজের লিখা না। থার্ড পার্টি কারো লিখা।


তবে এটা একটু অবাক করা উনি নিজে এত বছর পীরের মুরিদ হয়ে থাকলে তার প্রয়োজনীয়তার কথা উনি লিখলেন না কেন?

হতে পারে এই জীবনীগুলো একটু এক্সাগ্রেটেড। এগুলোর লিখকরা যেভাবে প্রেজেন্ট করেছেন, উনি নিজে সেভাবে এগুলো দেখেন না।


কিন্তু পরববর্তি যুগের বড় বড় ওলি আউলিয়াদের লিখায় এটা অনেকটা প্রথম রিকোয়ারমেন্ট হিসাবে হাইলাইট করা হয়েছে। ৪০ থেকে ৬০% পীরকে ঘিরে, বাকিটা নিজের পরিশ্রম।

ইমাম গাজ্জালির বইয়ের মতে পুরোটাই নিজের পরিশ্রম।

25-Jan-2018 9:57 pm

26-Jan-2018 6:51 pm


৮০র দিকে, বিজ্ঞান আর ইসলাম সব জায়গায় ঠিক পুরো পুরি মিল করানো যাচ্ছিলো না।


দুটো দল দাড়িয়ে যায়।
এক পক্ষ যেখানে মিলেনা, সেখানে বিজ্ঞানকে বদলানো আরম্ভ করে।
"পৃথিবী সমতল এবং বিজ্ঞানিদের কথা ভুল।"

অন্য পক্ষ ইসলামকে বদলানো আরম্ভ করে। "বিবর্তনবাদ ইসলাম সমর্থিত। এই এই আয়াত এর দলিল"। আয়াতগুলো আমি কোট করলাম না। সরলমনা জনগন কনফিউজড হবে।


এখন, ক্লেশ অফ দা সিভিলাইজেশনস চলছে। এখানেও দুটো স্ট্রেটেজি।

কেউ সিভিলাইজেশনকে বাকাতে চাচ্ছে, ইসলামকে ঠিক রেখে।
কেউ যতটুকু পারে ইসলামকে বাকাতে চাচ্ছে সিভিল সোসাইটির সাথে মিলাতে চেয়ে।


পৃথিবীকে যারা সমতল বলতো। বিজ্ঞানিদের কথা অবিশ্বাস করে। তারা কেউ এই বিশ্বাসের কারনে হাশরের মাঠে আটকিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি না।

তবে যারা বিবর্তনবাদকে সঠিক প্রামানের জন্য আদম-হাওয়া, জান্নাত-জাহান্নাম, শয়তানের ধোকা, দুনিয়াতে নিক্ষেপ সব মেটাফরিক বলে ব্যখ্যা করতো, তাদের ব্যপারে আমি এ কথা বলতে পারি না।

[ সহজ করে লিখবো ডিসিশন নিয়েছিলাম। কিন্তু সহজ করতে গিয়ে দেখি স্টেটাস লম্বা হয়ে যায়। সংক্ষেপে রাখতে হলো। মুল পয়েন্টগুলো হাইলাইট করে। ব্যখ্যা না দিয়ে। পরে সময় পেলে ইনশাল্লাহ আরো সহজ করার চেষ্টা করবো ]

26-Jan-2018 6:51 pm

27-Jan-2018 7:35 am



৩০ বছর আগে। সুরা ত্বাহা শিখছিলাম। "ওয়া মা আ'জালাকা আন কাউমিকা...?" আয়াতে আসলাম। কি তোমাকে তোমার কওম ছেড়ে আসতে...
ভাবছিলাম, আল্লাহ তায়ালা কি এ জন্য রাগ করেছেন?... মুহুর্তের ভাবনা সেখানেই শেষ। সামনে এগিয়ে গেলাম।


কিছু দিন পর।

তবলিগের এক মুরুব্বি বলছিলেন "মুসা আ: উনার কওমকে ছেড়ে আসার কারনে ..." সা'দ সাহেব যে বয়ানটা করেন সেটা। বয়ানটা নতুন না। ৩০ বছর আগেও শুনেছিলাম।

ভাবলাম: কি জানি। আমি তো আর সব জানি না।


"নবিগন গুনাহ করেন না। বলতে হবে আদম আ: যে ফল খেয়েছিলেন সেটা ভুল করে খেয়েছিলেন।" বহুবার অনেক মুরুব্বির কাছ থেকে শুনেছি। মাওলানা যুবায়ের সাহেবের বয়ানেও। তাই এব্যপার সাবধান থাকার চেষ্টা করি।

"আর সাহাবা কিরামগন ভুল করেন না", মাওলানা মওদুদির সাথে দেওবন্দি উলামাদের দন্ধ থেকে এটা শিখেছি। তবে নবি ছাড়া আর কেউ মাসুম না। তাই - "গুনাহ করেন না", কথাটা শুধু নবিদের জন্য প্রযোজ্য। অন্যদের ক্ষেত্রে না।


অন্তরে বসিয়ে দিয়েছিলাম, নবিদের ক্ষেত্রে বলতে হবে "ভুল করে"। সাহাবাদের ক্ষেত্রে বলতে হবে "ভুল না"।

আমার কথায় যেন ভুল না হয়। নচেৎ কুফরি ফতোয়া খেতে হবে। কারন এগুলো আকিদার অংশ।


তফসির ছাড়া শুধু কোরআন পড়ে আকিদার এই অংশগুলো জানার উপায় নেই। আমি যেমন করি। পথভ্রষ্ট হবার সম্ভাবনা আছে। এবং "উস্তাদ ছাড়া নিজে নিজে কোরআনের তরজমা-তফসির পড়া উচিৎ না, করলে পথভ্রষ্ট হবার সম্ভাবনা আছে" -- এটাও ঐ যুগে অনেকবার অনেকে আমাকে বলেছিলো।


সময় বদলায়।

নবিদের ক্ষেত্রে বলতে হবে ভুল, এটা সম্ভবত এখন আর খাটে না। শায়েখ মুজাফফর বিন মহসিনের ভাইরাল ভিডিওর পর। সুক্ষ্ম পার্থক্য আছে।

নিজে নিজে কোরআনের তরজমা পড়লে পথভ্রষ্ট হবে, সেটাও বদলিয়েছে। সাদ সাহেব এই কাজ করতেই এখন উৎসাহিত করছেন।


আকিদার সুক্ষ্ম বিষয়গুলো নিয়ে আমি নিজ মত দেই না। উলামাদের উপর ছেড়ে দেই। বুঝারও দরকার নেই। আমার কাজ হলো এমন কিছু না বলা যে কারো কুফরি ফতোয়া খেতে হয়।

আকিদার এ রাস্তাটা সরল না, জায়গায় জায়গায় ট্রেপ-ফাদ আছে। খুব সাবধানে আকা বাকা করে চলতে হয় ফাদ এড়িয়ে।


সব সময় যে এটা করতে পারি তাও না। আটকিয়ে গিয়েছিলাম আশারি-আথারি তর্কে এসে। এর আগে সব পক্ষের সব কথা মেনে নিয়েও সাবধানে চলা যেতো, এই জায়গায় আর যায় না।

হয় কোরআনের এক অংশ লিটারেলি বিশ্বাস করে অন্য অংশ বলতে হবে মেটাফরিক। বা অন্য অংশ লিটারেল ধরে অপর অংশ মেটাফরিক।


কঠিন সমস্যা। এক দিকে ৯০% আলেম। অন্য দিকে ১০%। এবং ১০% এর মতে ৯০% কাফের।

চুপ থাকার উপায় নেই। "কেউ যদি বললো আমি জানি না আল্লাহ আসমানে আছেন নাকি জমিনে, তবে সেও কাফের।"

কমেন্টাররা কমেন্ট করে, "আপনি চুপ থাকছেন দেখলাম। কিন্তু অন্তরে অন্তরে আপনি যদি ঐ পক্ষেরটা বিশ্বাস করেন তবে আমার দৃষ্টিতে আপনি কাফের।" মিড্যল গ্রাউন্ড বলে কিছু নেই।

এক বিদেশি ভাইয়ের পোষ্ট "আমি ঐসব দেশগুলোতে গিয়েছিলাম। রাস্তায় নেমে কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, বলেন তো আল্লাহ কোথায়? তারা সবাই জবাব দিয়েছে <...এই...>। ঐ সব দেশের সবাই কাফের! কোনো মসুলিম থাকে না।"

তাই "এ ব্যপারে চিন্তা করি না" বলেও বাচার উপায় নেই। তারা জিজ্ঞাসা করবে। আপনাকে সঠিক উত্তর দিতে হবে।

১০
"ভাই আমি এগুলো বুঝি না। উলামারা যা বলেন তাই মানি ..." এই কথা বলেও মাফ পাবেন না!

"আকিদার বিষয়গুলো উলামাদের উপর ছেড়ে দিলে হবে না। নিজে জেনে বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে উলামারা বলেছেন আল্লাহ আছে তাই আমি আল্লাহকে বিশ্বাস করি, তবে কি তার ঈমান থাকবে?" একজন আলেমের স্টেটাস।

ভাবলাম, যদি উলামাদের উপর নির্ভর না করে, নিজে কোরআন পড়ে আমি বলি "আমি এই এই বিশ্বাস করি কারন কোরআনে আছে এই" তাহলেও আমার "ঈমান নেই" ফতোয়া আসতে সময় আরো কম লাগবে।

সুক্ষ্ম বিষয় যেহেতু।

to be cont...

27-Jan-2018 7:35 am

27-Jan-2018 3:37 pm


মুফতি কাজী ইব্রাহীম সাহেবের স্বপ্ন। যারা মিস করেছেন।

video:/img/photos_and_videos/videos/46389204_374552800247924_2454377100644506343_n_10155239556713176.mp4

27-Jan-2018 3:37 pm

27-Jan-2018 9:19 pm


নিজের আকল খাটিয়ে কে জবাব দেয় আর কে কিতাব থেকে -- তার একটা টেষ্ট আমি করি এভাবে : "এক টাকার জিনিস এক কোটি টাকায় বিক্রি করলে কি জায়েজ হবে?"

অধিকাংশের আকল জবাব দেয়, "না। লাভের একটা লিমিট তো আছে।"

কিতাব বলে, "জায়েজ। লাভের কোনো লিমিট শরিয়া বেধে দেয় নি।"

http://ahlehaqmedia.com/7262/

http://ahlehaqmedia.com/7262/

    Comments:
  • * শুধু হানাফির জন্য। সালাফিতে ভিন্ন। মানে আগে ভিন্ন ছিলো। এখন পরিবর্তিত হয়েছে কিনা জানি না।

27-Jan-2018 9:19 pm

27-Jan-2018 11:37 pm


It's said that, flat earth society বিশ্বাস করবে দুনিয়া সমতল, যত প্রমানই দেন না কেন।
আমাদের কন্সপাইরেসি থিউরিস্টদের পরবর্তি যুক্তি কি হবে ফ্রান্স?

video:/img/photos_and_videos/videos/53476897_268158974859663_5066570663059678621_n_10155240522143176.mp4

27-Jan-2018 11:37 pm

28-Jan-2018 11:21 am


আজকের খবর:

"লিখন হঠাৎ ১৫০ সিসি মোটরবাইক ক্রয় করে। আমি লিখনকে জিজ্ঞাসা করলে সে প্রথমে বলতে চায় না। পরে বলে, সে ফেসবুক হ্যাক করে। ফেসবুক ফেরত দেয়ার কথা বলে টাকা চাইলে বিকাশে টাকা পাওয়া যায়। হ্যাক করে প্রায় ছয় থেকে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছে।"

হ্যাক করার পর তার কাজ ছিল ওই আইডি থেকে বিভিন্নজনকে মেসেজ পাঠানো। ঐ আইডি যার তার পক্ষ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের কাছে টাকা চাওয়া। তানিয়া নামের এক নারীর আইডি হ্যাক করে প্রায় ৬০ জনের কাছে টাকা খুঁজেছিলো চক্রটি। এর মধ্যে কমপক্ষে ৩০ জন বিভিন্ন অঙ্কের টাকা পাঠায় বিকাশে।

28-Jan-2018 11:21 am

28-Jan-2018 12:40 pm


সিলেট ঘুরে এলাম। এর আগেও অনেক বার গিয়েছি কিন্তু শহর দেখা হয় নি। শুধু টুরিষ্ট স্পট গুলোতে চক্কর দিয়ে বাসায়।


শহরটা পরিষ্কার। অন্য সব জেলা শহরের মত রাস্তাগুলো সরু। KFC, PizzaHut আছে। ৩৬০ আউলিয়ার এর বা ওর মাজার কিছু পর পর।

শাহজালালের মাজার এলাকা যেহেতু তাই মূলতঃ বেরলভীরা থাকবে, ঠিক? না ভুল। শাহজালাল মাজার সংলগ্ন মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা। এবং এলাকার টপ মাদ্রাসা।


একজনের কমেন্ট : "হেভি পার্সোনালিটি নিয়ে, মাথা উচু করে কেউ সিলেটি ভাষা বললে অত খারাপ লাগে না।"


ফেসবুক থেকে এলাকার একজনের সাথে পরিচয়। এ ছেলে জীবন এবং আখিরাতে অনেক উন্নতি করতে পারবে ইনশাল্লাহ।

দোয়া রইলো। Muhammad Shadman Sakib

28-Jan-2018 12:40 pm

28-Jan-2018 12:46 pm


খবর:

গোড়ান এলাকার সর্বত্রই ছিল জিসানের বিচরণ। ভালো বাইক চালাতে পারতো জিসান। যে কারো বাইক পেলেই আর কথা নেই। ঘুরে বেড়াতো আশপাশের এলাকাতে। পড়ালেখায়ও ছিল বেশ ভালো। এবছর স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে উঠেছে। উত্তর গোড়ান এলাকায় তার বাবার একটি রিকশার গ্যারেজ আছে। সুযোগ পেলেই সেখানে ঢুঁ মারতো। আর গত শুক্রবার বিকালে সেই গ্যারেজে ঢুঁ মারাই তার কাল হয়ে দাঁড়িয়েছে। গ্যারেজের কয়েকজন রিকশাচালক টাকার লোভেই তাকে অপহরণ করে। পরে ওইদিনই সুবিধাজনক স্থানে নিয়ে তাকে হত্যা করে। পরে তাকে বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকার একটি ঝিলে পুঁতে রাখে। সোমবার সেই ঝিলে জিসানের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বাড্ডা থানার পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জিসান অপহরণের পরদিন তার বাবা মোফাজ্জেল হোসেন খিলগাঁও থানায় একটি নিখোঁজের জিডি করেন। সেই জিডির সূত্রধরে তদন্ত চালায় খিলগাঁও থানা পুলিশ। কিন্তু তারা জিসানকে উদ্ধার করতে পারেনি। এমনকি বাড্ডার পুলিশ সোমবার তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠালেও জানতে পারেনি খিলগাঁও পুলিশ। উদ্ধারের একদিন পরে মঙ্গলবার খবর পেয়ে খিলগাঁও পুলিশ ঢামেক মর্গে গিয়ে জিসানের বাবার দেয়া বর্ণনা অনুযায়ী লাশ শনাক্ত করে। জিসান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) চারজনকে আটক করেছে। তারা হলেন, জিসানের বাবার গ্যারেজের ম্যানেজার কাওসার, একই গ্যারেজের রিকশাচালক শাহীন ও তার ভাই মাসুদ এবং শরিফুল। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সূত্র জানায়, আসামিরা জিসানকে পানিতে চুবিয়ে হত্যা করে ইট দিয়ে ঝিলের মধ্যে পুঁতে রাখে।

জিসানের বড় বোন, তাসমিয়া সৃষ্টি মানবজমিনকে বলেন, আমরা দুই ভাই ও দুই বোনের মধ্যে জিসান তৃতীয়। সে সবার আদরের ছিল। ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলে সপ্তম শ্রেণিতে উঠেছিল। কিন্তু ওরিয়েন্টেশন ছাড়া আর কোনো ক্লাসও করতে পারেনি। শুক্রবার সে গোসল করে নামাজ পড়তে যায়। সেখান থেকে বাবার সঙ্গে এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে গ্যারেজে যায়। তারপর আবার বাসার সামনে আসে। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার রাত ৪টা ৮ মিনিটে জিসানের মোবাইল ফোন থেকে বাবার মোবাইলে “আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, কোনো ধরনের চালাকি বা পুলিশ- পাবলিক জানালে ভালো হবে না” এ ধরনের একটি এসএমএস আসে। রাত ৪টা ৩২ মিনিটে আরেকটি মেসেজ আসে “আমাদের চাহিদা অনুযায়ী অর্থ দিলে আপনার ছেলেকে ছাড়া হবে। সময় ২ দিন। চাহিদা ১৫ লাখ। চালাকি করলে ছেলে হারাবেন”। পরের দিন সকালে অপহরণকারীরা আবারো এসএমএস পাঠায় “যদি জিসানকে চাও সোমবার বেলা ১২টায় ১৫ লাখ টাকা নিয়া কুমিল্লা স্টেশন রোডে আসবা। জিসান এখন চিটাগাং। পুলিশকে জানালে ভালো হবে না”। তাসমিয়া বলেন, ২১ তারিখ রাত ৮টা ৪৩ মিনিটে আরেকটি এসএমএস দেয় “একদিনে ৩ লাখ, ৪দিন সময় নাও, সাবধান চালাক হইও না তাহলে ছেলের মুখ দেখা লাগবো না। ফেসবুকে ছবি দিবা, ছবি পাঠাই, সময় নষ্ট করবেন না। আপনি লোক লাগালে খরচ হবে” এরকম আরো অনেক এসএমএস ও মোবাইলে ফোনে কথা বলে হুমকি ধামকি দিতে থাকে। এমনকি জিসানের মরদেহ যখন মর্গে তখনও তারা ফোন দিয়ে আমার কাছে মুক্তিপণের টাকা চেয়েছে। আমি ফোনে তাদেরকে বললাম টাকা রেডি আছে আপনারা যা চান তাই দেব। শুধু একবার আমরা জিসানের সঙ্গে কথা বলবো। কিন্তু তারা রাজি হয়নি। তারা বলে, এক জায়গায় টাকা রাখবেন আর দূর থেকে আমরা জিসানকে দেখিয়ে দেব। তাসমিয়া বলেন, আমি অনেক আকুতি মিনতি করেছি জিসানের সঙ্গে কথা বলার জন্য কিন্তু তারা রাজি হয়নি। আমি বলেছি, আপনারা আমার ভাইয়ের সঙ্গে মিশেছেন। ও অনেক ভালো। বয়সও বেশি না। তাকে আপনারা মারবেন না। কোনো কষ্ট দেবেন না। তখন তারা বলে এতদিন মারিনি। তাকে কোনো কষ্ট দেইনি। কিন্তু এখন কষ্ট দিতে হবে। এর পরেই জানতে পারি অজ্ঞাত একটি মরদেহ ঢামেক মর্গে আছে। গিয়ে দেখি ওই মরদেহই আমাদের জিসানের। তিনি আরো বলেন, র‌্যাব যাদেরকে আটক করেছে তাদের একজনের কণ্ঠের সঙ্গে আমাকে ফোন দিয়ে যে কথা বলেছে তার কণ্ঠ হুবহু মিলে গেছে। প্রকৃত আসামিদেরই গ্রেপ্তার করা হয়েছে।

জিসানের বাবা মোফাজ্জল হোসেন মানবজমিনকে বলেন, ওইদিন সে আমার কাছ থেকে ১০০ টাকা নিয়ে যায়। পরে গ্যারেজের আশপাশেই ঘুরাঘুরি করে। কিন্তু সন্ধ্যা হলে তার আর কোনো খোঁজ মিলেনি। একবার তার মোবাইলে ফোন দিলে সে বলে গ্যারেজের সামনেই আছে। কিন্তু আমার ভাতিজা হাফিজকে দিয়ে খোঁজ নিলে তাকে পাওয়া যায়নি। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মোবাইলে কল আর এসএমএস-এ জানতে পারি সে অপহরণ হয়েছে। মোফাজ্জল হোসেন বলেন, মূলত তারা আমার কাছ থেকে টাকা নেয়ার জন্য এমনটাই করেছে। কারণ যারা জিসানকে অপহরণ করেছে তারা সবাই আমার কাছাকাছি থাকতো। শাহীন নামের এক ছেলে জিসানের সমবয়সী। তার সঙ্গে আমার ছেলে চলাফেরা করতো। তবে শাহীনের পেছনে আরো অনেকে আছে।

নিহত জিসানের চাচাত ভাই ও গ্যারেজের ব্যবস্থাপক হাফিজ মানবজমিনকে বলেন, ওইদিন বিকালে জিসান রিকশাচালক শাহীনের সঙ্গে ঘুরছিল। আমি তখন তাকে বলেছি দুষ্টুমি না করার জন্য। কিন্তু সে খুব চঞ্চল প্রকৃতির ছেলে। তখন জিসানের মোবাইলে একটা ফোন আসলে রিসিভ করে শাহীন। আবার সে চাচার কাছ থেকে টাকা নিয়ে কয়েকজন রিকশাচালককে খাইয়ে দেয়। এর কিছুক্ষণ পর চাচার ফোন পেয়ে আমি জানতে পারি জিসানকে পাওয়া যাচ্ছে না। তখন আমি শাহীনকে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার কিছুক্ষণ পর শাহীন এসে বলে জিসান বাসায় চলে গেছে। হাফিজ বলেন, আমি তখনই শাহীন, মাসুদ ও শরিফুলের কথা ও চলাফেরা দেখে বুঝতে পারি তারাই এই কাজ করেছে। কারণ তারা চাচার অনেক বিষয়ে জানতো। জিসান নিখোঁজের দুদিন আগে চাচা ১৫ লাখ টাকা ব্যাংক থেকে তোলার কথা বলছিলেন। সেই কথাগুলো শাহীন, মাসুদ, শরীফুল শুনেছে। এই টাকার লোভেই তারা জিসানকে অপহরণ করেছে। এদিকে জিসান হত্যাকাণ্ডের খবরে উত্তর গোড়ান এলাকায় শোকের ছায়া নেমেছে। সর্বস্তরের প্রতিবেশীরা জিসানকে শেষবারের মতো দেখার জন্য তার বাসা-কবর স্থানে ভিড় জমায়। সবারই একই কথা। হত্যাকারীরা জিসানের মতো ভালো ছেলেকে কিভাবে হত্যা করলো। জিসান নাই তাই কয়েকদিন ধরে এলাকাটা ঠাণ্ডা হয়ে আছে। কারণ পুরো এলাকাটা সে হই-হুল্লোড়ে মাতিয়ে রাখতো।

28-Jan-2018 12:46 pm

28-Jan-2018 3:56 pm


"শায়েখ কারদাওই এর বিরুদ্ধে অভিযোগ কি?"
"সাদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ সমূহ"
"মডারেট থেকে মডার্নিষ্ট"
"বয়লিং ফ্রগ - অন্য প্রান্ত থেকে।"
"আকিদা : কিভাবে নিরাপদে চলবেন"

বিভিন্ন টাইটালস। পরে সময় পেলে লিখতে হবে।

28-Jan-2018 3:56 pm

28-Jan-2018 4:22 pm



ফেসবুকে পরিচিত কেউ হটাৎ খুব জরুরী, ইমার্জেন্সি, পুলিশে, বা কোর্টে বা এক্সিডেন্টে আটকে আছে খুব দ্রুত ২০ হাজার টাকা লাগবে। বাসায় ফিরে দিয়ে দেবে। "১০ হাজার টাকা বিকাশ করতে পারবে?" -- এরকম মেসেজ দিলে বেশির ভাগ সম্ভবনা তার আইডি হ্যক হয়েছে। ঐ প্রান্তে সে না, বরং হ্যকার। নিজের বিকাশ নম্বর দিয়ে টাকা চাচ্ছে।

নিশ্চিৎ হবার জন্য তাকে মোবাইলে কল করেন।

যদি মোবাইল নম্বর না থাকে। বা বলে "এখন কল করো না, ঝামেলায় আছি" এবং তাকে টাকা দিয়ে সাহায্য করার জন্য আপনি মরিয়া হয়ে যান, তবে তাকে এমন কিছু প্রশ্ন করুন যেটা সে নিজে হলে উত্তর দিতে পারবে। অন্য কেউ পারবে না।

যেমন জিজ্ঞাসা করলেন : "তোমার ছেলে নিশান, নটরডেমে পড়ে না?"

সে হয়তো বিয়েই করে নি। বা ছেলে নেই। বা থাকলেও স্কুলে পড়ে।

যদি সে বলে "হ্যা।" তবে একাউন্ট হ্যকড।


অপহরন এখন ব্যবসা। প্রতিদিন পত্রিকা খুললেই একের পর একের খবর তাকে অপহরন করে টাকা চাচ্ছে।

যদি র‍্যাব পুলিশ, সিআইডি বা সরকারী সংস্থা হয় তবে টাকা দেবেন না। টর্চার বাড়বে আরো টাকার জন্য।

বাসায় পুলিশ দালাল পাঠাবে। দালালরা সুন্দর কথা বলে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে। "স্যার এই টাকাটা দিয়ে দেন, আমি পুলিশকে মন্যনেজ করবো, ইনশাল্লাহ কিছু হবে না।" এরা আসলে কাঠ দিয়ে পিটিয়ে তাদের মাথা ভেঙ্গে দেবেন।

এর পর নিজের উপর টর্চার যেটা হবে, ধরে নিবেন এটা আমার পাপের শাস্তি।

আর যদি চোর-ডাকাত টাইপের অপহরনকারীরা ধরে মুক্তিপনের জন্য, তবে বলেন "ফোনটা ছেলেকে দেন, আমি ছেলের সাথে কথা বলবো। যদি না দিস তবে ধরে নিবো মাইরা ফালাইছস। কোনো টাকা পাবি না।"

যদি কথা বলতে না দেয়, তবে অলরেডি মেরে ফেলেছে। টাকা দিলে টাকাটাও লস।

আর যদি ফোনে সে শুধু "বাবা বাবা" বলে কান্না করতে থাকে তবুও বুঝবেন মেরে ফেলেছে। অন্য কেউ অভিনয় করে কান্না করছে আপনাকে টাকা দেবার জন্য কনভিন্স করতে।

দ্রুত পুলিশের কাছে যান ইন এনি কেইস।


এই আযাব বাংগালিদের উপর আসছে বাংগালিদের বদ আমলের কারনে। আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। অন্য কারো দোষে আমাদের উপর এই আযাব না। মুফতি মুস্তাকুন্নবির ওয়াজ দ্রষ্টব্য। উনি মুক্তি পেয়ে এসে "তাগুতের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তিতা" দেন নি। শুধু "নিজের গুনাহর কারনে" কথাটা বার বার বলেছেন, বুঝিয়েছে।

এর অর্থ কি তারা জালেম না? তারা জালেম কিন্তু এই জালেমদের আল্লাহ তায়ালা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন আমাদের গুনাহর জন্য।

তাই গুনাহ থেকে বেচে থাকি। মুসলিমদের সাথে তর্ক থেকে বেচে থাকি। আর হিফাজতের দোয়াগুলো কিতাব থেকে বের করে জেনে রেগুলার পড়তে থাকি।

আল্লাহ তায়ালা আমাদের দ্বিনের উপর রাখুন।
জালেমের জুলুম থেকে বাচান।

28-Jan-2018 4:22 pm

28-Jan-2018 7:55 pm


"বিয়ের দাবিতে ছেলের বাসায় মেয়ের অবস্থান ও অনশন" -- এটা একটা কমন নিউজ টাইটেল গত অনেক বছর ধরে। যারা পত্রিকা পড়েন জানেন। প্রতি সপ্তাহে দু-একটা করে ঘটে। যারা আমরিকায় থাকেন বলে এই রকম খবর পড়েন নি, তারা "বিয়ের দাবিতে" দিয়ে সার্চ দিন। বা এখানে ক্লিক করে কয়েক হাজার কাহিনি পড়তে পারবেন।

https://www.google.com/search?q=বিয়ের+দাবিতে

ফরমুলা একই: মেয়ে বিষের বোতল নিয়ে ছেলের বাসার উঠানে উঠবে। বলবে আমাকে বিয়ে করতে হবে, "নয়তো আমি এইহানেই মরমু!!!"

ছেলের পলানোর কোনো সুযোগ নেই। যদি মেয়েকে বাসা থেকে জোর করে বের করার চেষ্টা করে, তবে ছেলের পরিবার নারী নির্যাতনের মামলায় আটকাবে। যদি মেয়ে আত্মহত্যা করে তবে আত্মহত্যায় প্ররোচনা দেবার জন্য মামলায় জড়াবে।

আর সাংবাদিক মারফতে যদি থানায় খবর যায় তবে থানার ওসি ডিসি এসে খবরের ক্রেডিট নেবার জন্য ছেলের পরিবারকে বাধ্য করবে বিয়ে করতে। রাজি না হলে বাপকে ধরে থানায় নিয়ে যাবে। শেষে খবর, "পাত্র পাত্রীর মাঝে আমি মিলন করিয়ে দিয়েছি, কি জয়!"

মেয়ের জন্য এটা win-win সিচুয়েশন। হারানোর কিছু নেই। পছন্দের ছেলে খুজে বের কর আর বিষের বোতল নিয়ে হাজির হয়ে যাও। এর পর ছেলের পলানোর সুযোগ নেই।

ছেলের জন্য lose-lose. সে যাই করুক, জীবনে সে পরাজিত।

ছবিতে একটা বিয়ের দাবিতে ছেলের বাসায় মেয়ে হাজির। এরকম নিউজ হাজার বার পড়া। তবে এবার আত্মহত্যা করেছে ছেলেটা।

যদি মেয়েটা আত্মহত্যা করতো তবে ছেলের পরিবারের ১০ জনকে পুলিশ গ্রেফতার করে আত্মহ্যার প্ররোচনার জন্য জেল দিতো।

এখন কি আত্মহত্যার প্ররোচনার জন্য মেয়ের জেল হবে না?

    Comments:
  • হরপ্রসাদকে আর কয়জন চিনে? রবীন্দ্রনাথকে সবাই চিনে।

28-Jan-2018 7:55 pm

28-Jan-2018 9:38 pm


আশারি - আথারি।
নূর - বাশার।
সাহাবিদের সমালোচনা।
নবিরা মাসুম।
আলা - বারাআ।
ওহদাতাল উজুদ
গনতন্ত্র
মুরজিয়া
কুফর বিল ত্বাগুত।

28-Jan-2018 9:38 pm

28-Jan-2018 10:22 pm


মাজহাবগত পার্থক্য নামে একটা সিরিজ পোষ্ট করেছিলাম গতবছর। প্রায় ২০-২৫ টা পোষ্ট।


সেখানে হানাফি - সালাফিদের মাঝে মাজহাব গত পার্থক্যগুলো শুধু কোট করেছি। কোনটা ঠিক সেই তর্কে না গিয়ে। এবং যেখানে পার্থক্য নেই সেখানে দ্বিন শেখানোর নিয়তে অন্য কিছু বর্ননা না করে।


এর আগে কিছু একটা মাসলা নিয়ে পোষ্ট দিলেই এই পক্ষ বা ঐ পক্ষ ঝাপিয়ে পড়তো "এটা ঠিক না, ঐটা ঠিক, এই যে দলিল" কমেন্ট দিয়ে। ঐ সিরিজ পোষ্ট করার পরে এখন আর এই ধরনের তর্ক জমে না। যার যার মাজহাবে পার্থক্য আছে ধরে নিয়ে আমল করে। "এইটাই ইসলাম" "ওটাই ঠিক" এধরনের তর্ক না তুলে।


তবে এখন তর্ক না তোলার কারন আমার পোষ্ট না।
বরং,
সবাই হয়তো তর্ক করতে করতে ইতিমধ্যে কাহিল হয়ে গিয়েছে।
বা প্রত্যেকে অপর পক্ষের দলিল জেনে নিয়েছে।
বা সবাই grown up হয়ে গিয়েছে।
বা সবাই: ঐ সব নির্বোধদের আর তর্ক করে বুঝানো যাবে না -- বুঝতে পেরেছে।
বা, কে জানে সবাইকে ব্লক করে রেখেছি দেখে আমার ফিডে আসে না। অন্য জায়গায় হয়তো ঠিকই চলছে।

Whatever. অনেক কারন থাকতে পারে। আর ঝড়ে বক মরার পর পীর কেরামতি নিতে চাইলে আমি দাবি করতে পারি আমার পোষ্টের কারনে এরকম হয়েছে। :V


এখানে যে বিতর্ক ছিলো না তা না। আকিদার পয়েন্টগুলো নিয়ে তর্ক ছড়িয়ে পড়ছিলো। আর হানাফি নিয়মের ব্যপারে সালাফি ভাইরা এসে আপত্তি জানাতো "এটা হানাফি মত না। সালাফিদের মতটাই হানাফি মত। এই যে আমাদের এই শায়েখ বলেছেন চার মাজহাবেই এই মত!"

ভাইরে, হানাফি মত আমি হানাফি আলেম থেকে নেবো। সালাফি মত নেবো সালাফি আলেমদের থেকে। মূলধারার হানাফি বা সালাফি আলেমদের মত যদি আমি যা বলেছি তার উল্টো হয় তবে জানাবেন।


এখন চিন্তা করছি আকিদার উপর আরেকটা সিরিজ লিখবো ইনশাল্লাহ। টাইটেল "আকিদা - কিভাবে নিরাপদে চলবেন"। মাজহাবগত পার্থক্যে বিভিন্ন একটিভিস্টদের গনদাবি ছিলো অনেক মতের মাঝে কোনটা ঠিক সেটাও যেন বলে দেই। আমি সযত্নে সেটা এড়িয়ে চলেছি। পার্থক্যটা হাইলাইট করা উদ্দ্যশ্য ছিলো, সঠিকটা বের করা না।


এখানেও সঠিক আকিদা বের করা আমার উদ্দ্যেশ্য না। বরং সকল আকিদা হাইলাইট করে, আপনি কিভাবে, কতটুকু নিরাপদে এর মাঝ দিয়ে চলতে পারবেন সেটা আলোচনা করবো।


পা ফসকালে আপনার ঘাড়ও মটকাবে।
আল্লাহ তায়ালা যেন আমাকে হিফাজত করেন আপনাকেও।
আর এতে ভালো কিছু না থাকলে এ থেকে আমাকে বিরত রাখেন।

#HabibAqida

28-Jan-2018 10:22 pm

29-Jan-2018 4:53 am


অনেকে বলে "আমি আমেরিকায় গিয়ে বরং আরো দ্বিনদার হয়েছি। বাংলাদেশে নামাজই পড়তাম না এখন আমেরিকায় হিজাব মসজিদ সব করি।"

Down sides? সন্তানরা মুসলিম থাকে না। তারা থাকলেও তাদের নাতিরা থাকে না।

তবে এর রেট কত? এখন সার্ভে করে এর একটা স্টেটিসটিকস বেরিয়েছে।

১০০ জন সন্তান যাদের মুসলিম বাবা-মা রা বড় করেছে তার মাঝে ২৩ জন আর মুসলিম থাকে না। ২৩ জনের মাঝে ১৩ জন হয় নাস্তিক। আর ৫ জন খৃষ্টিয়ান।

ইরানিদের মাঝে ধর্মত্যগের হার সবচেয়ে বেশি। ১০০ জনে ৪৫ জন নিজেকে আর মুসলিম হিসাবে পরিচয় দেয় না। ইরানিদের শিয়া ধরে বাদ দিলে ধর্মত্যাগের পার্সেন্ট দাড়ায় ১০০ জনে ২০ জন।

উল্লেখ্য আমেরিকায় অন্য ধর্ম থেকে মুসলিম হবার রেট আর মুসলিমদের ধর্মত্যাগের রেট প্রায় কাছা কাছি বলে মুসলিমদের সংখ্যা খুব বেশি হারে বাড়ছে না। জরিপে প্রকাশ।

লিংক কমেন্টে।

29-Jan-2018 4:53 am

29-Jan-2018 4:04 pm


Ibuprofen এর সাইড ইফেক্ট ঐ রকমই যেরকম স্টেরইড ইংজেকশন নেবার পর বডি বিল্ডারদের সাইড ইফেক্ট হতো বলে ৯০ এ দিকে খবরে আসতো। Better avoid. Steroidal pain killer এগুলোকে এমনি বলে না।

সাবজেক্টদের ডোজ কত ছিলো সেটা খুজছিলাম।

One group of subjects received ibuprofen, 2 × 600 mg/d, (Ibumetin; Nycomed Denmark Aps) for a period of 6 wk.

এত তো আর আমরা খাই না। ব্যথা উঠলে হয় তো একটা বা তিন চারটা খাওয়া হয় দুই-তিন দিনে।

তাহলে সেইফ, ঠিক? কে জানে।

এত কিছু বুঝার দরকার কি ভাই! Ignorance is bliss.

29-Jan-2018 4:04 pm

29-Jan-2018 7:41 pm


ধারনা করেছিলাম "মর্ডানিষ্ট" টার্মটা আমি শুধু একা ব্যবহার করি। এখন দেখলাম না, বাংগালি ছাড়া বাকি দুনিয়ার সবাই এই শব্দটাই ব্যবহার করে।

To, পোলাপাইনস, গালি দিতে হলে মর্ডানিষ্ট বলে গালি দিতে হবে। "মডারেট" দের না। কারন আমি মডারেট।

দুটোর দুই অর্থ। Clear?

29-Jan-2018 7:41 pm

29-Jan-2018 8:11 pm


তুরস্কের ২০০০ ছাত্র যারা এ বছর হাফেজি শেষ করেছে, তাদেরকে সরকার ফ্রি উমরাহ করাচ্ছে।
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

29-Jan-2018 8:11 pm

29-Jan-2018 9:12 pm


৪৭ সালে দেশ ভাগের সময় মাদ্রাজে মুসলিম লীগের পক্ষে উলামাদের বিশাল জনসমাবেশ অনুষ্টিত হল।

এক মাওলানা বক্তৃতা উঠেই বলতে শুরু করলেন, "ইহুদীদের দালাল মাওলানা হুসাইন আহমদ মাদানীকে প্রত্যাখ্যান করুন, মাদ্রাজ থেকে কংগেসের এই পা চাটা গোলামকে অবাঞ্চিত ঘোষনা করা হোক, মহাত্মা গান্ধির দরবারি কুত্তার ইসলামি হুকুমত প্রতিষ্টার বিরোদ্ধে দৌড়ঝাঁপ আর সহ্য করা হবে না, প্রথম থেকেই এই মুনাফেক মাদানী পাকিস্তানে আলাদা ইসলামি খেলাফত প্রতিষ্টার বিরোদ্ধে ষড়যন্ত্র করে আসছেন"।

বক্তা এতটুকো বলার পরেই, সভার সভাপতি থানভী রহ এর অন্যতম খলিফা মাওলানা নুরুল হক মাদ্রাজি দাড়িয়ে তার মাইক কেড়ে নিলেন এবং কড়া ভাষায় এর তীব্র পতিবাদ করলেন। ইসলামি রাষ্ট প্রতিষ্টার আন্দোলনে উম্মাদ তরুন আলেমরা তখন নুরুল হক মাদ্রাজির উপর ক্ষেপে গিয়ে স্লোগান দিতে থাকে দালাল দালাল।

"কাফের মাদানীর দালালরা হুশিয়ার সাবধান। খেলাফত প্রতিষ্টার ষড়যন্ত্র সহ্য করা হবে না। লড়কে লঙ্গে পাকিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ। পাকিস্তানের সংবিধান, আল কুরআন আল কুরাআন। ইহুদীর দালালরা হুশিয়ার সাবধান।"

তারপরঃ নুরুল হক মাদ্রাজি মাইকে ঘোষনা দিলেন, "যে রাজনীতিতে আওলাদে রাসুল হযরত হুসাইন আহমদ মাদানীর বিরোদ্ধে কথা বলতে হয়, আমি সেই রাজনীতি থেকে ইস্তেফা দিলাম।"তিনি মনের দুঃখ ও ক্ষোভ নিয়ে থানভী ছাহেবের দরবারে রওয়ানা হলেন।

গভীর রাত।

থানভীর খানকার বারান্দায় এসে বসলেন। এসময় বাহিরে বেরিয়ে এলেন হযরত থানভী রহ খাছ খাদেম সুলায়মান। সুলায়মান নুরুল হক মাদ্রাজির হাল খুরসি নিলেন। নিজের রুমে নিয়ে গেলেন। মাওলানা নুরুল হক তাকে মাদ্রাজের সভায় মাদানীকে গালাগালি ও কটুক্তির কথা বললেন।

শুনে খাদেম সুলেমান বললতে লাগল, "ওহ তো বিহি মোনাফেক হু, মাদানীতো কংগেসি কা দালাল হু। সে হিন্দুদের পা চাটা গোলাম" ইহুদীকি চর হ। বাতিল কি কুত্তা হু, দ্বীন কী দুশমন হু। নবী সাহাবী কি ত্বরিকা ছে হট গায়ি ইত্যাদি ইত্যাদি। সাথে বড় বড় আলেমদের দলিল ভিত্তিক কিছু ফতোয়া দেখাল। যাতে বলা হয়েছে কি কি শরিয়ত বিরোধী কথার কারনে তার উপর কুফরি ফতোয়া দেয়া হয়েছে।

মাওলানা নুরুল হক মাদ্রাজি যে কষ্টের আগুন বুকে নিয়ে এসেছিলেন, খাদেম সুলায়মানের মাদানীকে গালি দেয়াতে তা আরো বেড়ে গেল। তিনি বললেন,
: ভাই মাদানী কী অনেক বড় আলেম নন?
সুলায়মান উত্তর দিল,
: এলেম তো শয়তানেরও ছিল?
মাদ্রাজি বললেন,
: তিনি কি দেওবন্দের বড়। আলেম নন? তিনি কি শায়খুল হিন্দের খলিফা নন? তিনি কি একজন বুর্যুগ নন?
সুলায়মান উত্তর দিল,
: এক যামানাতে শয়তানও বহুত বড় বুর্যুগ ছিল? হযরত, আপনি তার পক্ষে কথা বললে, আপনাকেও বাতিল বলবেন সকল আহলে হক উলামায়ে কেরাম। দালালের পক্ষে কথা বলবেন না হযরত। পাকিস্তানে খেলাফত প্রতিষ্টা নিয়ে হক বাতিলের লড়াই চলছে।

(সংগৃহীত, শুধু রেলিভেন্ট অংশ কোট করা হয়েছে। পুরোটা না।)

29-Jan-2018 9:12 pm

29-Jan-2018 9:56 pm


ফিতনা:


ফিতনার ডাল পালা গজাবে। গজাচ্ছে।
মধ্যপ্রাচ্যের পর ছড়াচ্ছে এই উপমহাদেশে।

নিরাশ হবার কিছু নেই।
ফিতনা আসে, ফিতনা যায়।

এটাও চলে যাবে, তবে সময় লাগবে।
অনেক সময়। দিন গুনছি।


পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনে নতুন ঢেউ আসছে।
তাই প্রশ্ন এখন করনীয় কি?

চুপ করে থাকো, কোনো মত দিও না, কোনো পক্ষ নিও না।
দুনিয়াদারিতে ব্যস্ত হও, বাসায় নিজেকে আবদ্ধ রাখো।
ফিতনার দিকে তাকিয়ো না, এটা সমাধানের চেষ্টা করো না।


ফেসবুক?

দেওবন্দি উলামারা ফেসবুকের বিরুদ্ধে, ছবির বিরুদ্ধে।
কখনো তাদের মতকে সম্মান করেছি। কখনো করি নি।
উনারা এসেছেন ১৩ সালের ঘটনার পরে।
পরিস্থিতির কারনে।
যখন ইন্টারনেট ছিলো নাস্তিকদের দখলে।

হয়তো উনাদের আগের কথাই ঠিক।
হয়তো মুফতি মুস্তকুন্নবির মত উচ্চ তাকওয়ার বুজুর্গরা এর বিরুদ্ধে যে কথা বলেন সেটাই ঠিক।

হয়তো আমার বিরোধিতা বেঠিক।
হয়তো আমি সময় মত বুঝবো।
কিন্তু তখন তৌবার সাথে শাস্তিটাও মাথায় নিতে হবে।

29-Jan-2018 9:56 pm

30-Jan-2018 11:14 am


...
কেউ কেউ প্রত্যেক শুক্রবার নিয়মিত নখ কাটে। তবে শুধু জুমার দিন নখ কাটতে হবে শরীয়ত তা নির্ধারণ করে দেয়নি। কারোর নখ তাড়াতাড়ি বড় হতে পারে এবং তাকে সপ্তাহে দু’ বারও কাটতে হতে পারে। মুসান্নাফ ইবনে আবী শায়বায় একটি ঘটনা আছে যে, জনৈক বুযুর্গ বৃহস্পতিবার নখ কাটছিলেন। কেউ তাকে বলল, আগামীকাল জুমার দিন। সেদিন কাটলেই পারতেন। তিনি বললেন, নেক কাজে দেরি করা উচিত নয়।

কারো মনে হতে পারে যে, কোনো কোনো হাদীসে তো চল্লিশ দিনের কথা বলা আছে। অথচ ঐ হাদীসেই স্পষ্ট বলা হয়েছে যে, চল্লিশ দিন যেন অতিক্রম না করে। উদ্দেশ্য হল, যে ব্যক্তি ফিতরাতের চাহিদা অনুযায়ী আমল করে না এবং নখ ও মোচ এমনভাবে বড় করতে থাকে, যেন সে জংলী হতে চলেছে সেক্ষেত্রে শরীয়তের আইনী বিধান হল, চল্লিশ দিন অতিক্রম করতে পারবে না।

নিয়মিত নখ কাটা ইসলামের অন্যতম বিধান ও সুন্নাত। নখ কাটার জন্য কোন নির্ধারিত নিয়ম বা দিবস রাসুল (সাঃ) শিক্ষা দেননি। বিভিন্ন বই এ নখ কাটার বিভিন্ন নিয়ম, উল্টোভাবে নখ কাটা, অমুক নখ থেকে শুরু করা ও অমুক নখে শেষ করা, অমুক দিনে নিখ কাটা বা না কাটা ইত্যাদির ফযীলত বা ফলাফল বর্ণনা করা হয়েছে। এগুলি সবই পরবর্তী যুগের প্রবর্তিত নিয়ম। মুহাদ্দিস গণ একমত যে, এ বিষয়ে যা কিছু প্রচলিত আছে সবই বাতিল, বানোয়াট ও মিথ্যা।

নখ কাটার জন্য এ সকল নিয়ম পালন করাও সুন্নাত বিরোধী কাজ। রাসুল (সাঃ) নখ কাটতে নির্দেশ দিয়েছেন। কোন বিশেষ নিয়ম বা দিন শিক্ষা দেননি। কাজেই যে কোন ভাবে যে কোন দিন নখ কাটলেই এই নির্দেশ পালিত হবে। কোন বিশেষ দিনে বা কোন বিশেষ পদ্ধতিতে নখ কাটার কোন ফযীলত কল্পনা করার অর্থ রাসুলুল্লাহ (সাঃ) এর শিক্ষাকে অপূর্ণ মনে করা এবং তাঁর শিক্ষাকে পূর্ণতা দানের দুঃসাহস দেখানো। আল্লাহ যেন আমাদের সহীহ সুন্নাতের মধ্যে জীবন যাপনের তওফীক প্রদান করেন।

(লিংক কমেনটে)

30-Jan-2018 11:14 am

30-Jan-2018 1:01 pm


ফিতনার সময় ফিতনা থেকে নিজেকে দূরে রাখার জন্য দুনিয়াদারিতে ব্যস্ত থাকা।

Quote:
...
সাবধান! যখন এটা ঘটতে থাকবে তখন ছাগল ও মেষের অধিকারী যেন তার নিজের ছাগল এবং মেষের নিকটেই থাকে। আর যার জমি আছে সে যেন তার জমির সাথে সংশ্লিষ্ট থাকে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! যার উট, মেষ, ছাগল বা জমি নাই তার কি অবস্থা হবে?
...

(বোখারী ও মুসলিম শরীফ)

শুধু রেলিভেন্ট অংশটা এখানে কোট করা হয়েছে পূর্ন জানতে হলে নেটে সার্চ দিন।

    Comments:
  • ^ স্টেটাস যদি কোথাও কিছু বদলাতে হয় তবে জানাবেন কোথায় বদলাতে হবে। লিখা এর থেকে লম্বা করার উপায় নেই।
  • বলুন তাহলে কোন শব্দটা বদলিয়া কোন শব্দ বসাতে হবে? আমি বসিয়ে দিচ্ছি।

30-Jan-2018 1:01 pm

30-Jan-2018 2:04 pm


ফিতনার সময় নিজেকে ইবাদতে ব্যস্ত রাখা:

الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَىَّ
ফিতনার সময় ইবাদত করা, হিজরত করে আমার কাছে আসার সমতুল্য।

(সহীহ মুসলিম)

FAQ:
"এখানে হারজের কথা বলা হয়েছে, ফিতনার কথা না।"
"কোনটা ফিতনা কোনটা ফিতনা না সেটা না জেনে এই সব স্টেটাস দেবেন না।"
"অন্য হাদিসে ফিতনার সময় ভিন্ন জিনিস করার কথা বলা আছে, সেগুলো বলছেন না কেন?"
"আপনার এই হাদিসের সাথে অন্য হাদিস মিলে না।"
"এই হাদিসের ব্যখ্যা আমি ভিন্ন ভাবে করি।"
"ইবাদত বলতে শুধু নামাজ রোজা বুঝায় না। এই পিডিএফ পড়ে দেখেন।"
"আপনার ওয়ার্ড চয়েস আমি পছন্দ করছি না। মানুষ বিভ্রান্ত হবে।"
"হাদিস ঠিক। কিন্তু আপনার উদ্যেশ্য খারাপ।"
"এখানে উম্মাহকে খাসিকরনের সুক্ষ্ম ষড়যন্ত্র আমি দেখতে পারছি।"
"সুক্ষ্ম না, বরং এটা স্থুল ষড়যন্ত্র"

এবং এধরনের হাজারো nit-pick.
Sorry, একটু বোল্ড হতে হলো। :-)

30-Jan-2018 2:04 pm

30-Jan-2018 2:48 pm


ফিতনার সময় নিজেকে ইবাদতে ব্যস্ত রাখা:

ফিতনার সময় ইবাদত করা, হিজরত করে আমার কাছে আসার সমতুল্য।

الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَىَّ

(সহীহ মুসলিম)

ইবাদতের সংগা, আমার অনুবাদ, ফিতনার সংগা বা আমার উপস্থাপনা বা উদ্দ্যেশ্য নিয়ে আপত্তি থাকতে পারে। এটা understandable.

কিন্তু সেই তর্ক নিচের কমেন্টে না জমালে খুশি হবো। কারন তর্কে তর্ক বাড়বে।

ব্যখ্যাতেও তর্ক বাড়বে।

30-Jan-2018 2:48 pm

30-Jan-2018 7:30 pm


অন টেষ্ট পোষ্ট, কারন দুর্ভাগ্যজনক ভাবে আমাকে আবার ফ্রেন্ডলিষ্ট পরিষ্কার করতে হচ্ছে।

এখানে কারো বিরুদ্ধে আমার ক্ষোভ নেই। কিন্তু আপনাদের উচিৎ যার যার শায়েখ এবং বড়-ভাই এর কথায় সন্তুষ্ট থাকা এবং উনাদের কথাই শুধু শুনা। আপনাদের বিশ্বাসের ব্যপারে আমার পোষ্টে সমর্থন না খুজে।

কারন কে কি বিশ্বাস করলো না করলো তাতে আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না। আমি নিজে ঠিক পথে আছি কিনা এতে আমার যায় আসে।

উল্লেখ্য আমার এখানে কোনো "সুন্নি জামাতের" লোক কিছু খুজতে আসে না। এবং বেরলভি বিরোধি পোষ্টের পর আমার সাথে তর্ক জুড়ায় না। তারা তাদের বিশ্বাস নিয়ে খুশি আছে। আমার সমর্থনের কোনো দরকার তাদের নেই।

আবার বলছি এটা অন টেষ্ট ভিডিও। যার রিএকশনের উপর কিছু ব্লক চালাতে হবে। দুঃখিত।

https://www.youtube.com/watch?v=uji7ma_mhn0

30-Jan-2018 7:30 pm

30-Jan-2018 11:06 pm


কিছু দিন আগ পর্যন্তও আমার কাছে যে সকল প্রশ্ন নিয়ে মানুষ আসতো সেগুলো শুনে বুঝতাম শায়েখ ইমরান নজর হোসেনের কথা শুনে উনি এই প্রশ্ন করছেন।

এর পর অন্যরা এমন কিছু থিউরি নিয়ে আসছিলো যেগুলো আগে শুনি নি। আজকে ইউটুব ঘাটতে গিয়ে বের করলাম এগুলো মুফতি কাজ্বী ইব্রাহীম সাহেবের কথা।

যাই হোক কাজী ইব্রাহীম সাহবে বেশ ঠান্ডা মানুষ। এবং একারনে উনার থিউরি নিয়ে যারা আসে তারাও বেশ ঠান্ডা গলায় বলে। নজর হোসেনের ভক্তদের সাথে এটা একটা বড় পার্থক্য যেটা আমার চোখে পড়লো।

উনার কথাগুলো নিয়ে আলোচনার ইচ্ছে আছে।

কিন্তু/

১। এই আইডি কি এই সব আলোচনার জন্য নিরাপদ?
আন্ডারগ্রাইন্ড কোনো গ্রুপ করার ইচ্ছে নেই।

২। কাজী ইব্রাহীম সাহেবেরও কি শায়েখ নজর হোসেনের মত ভক্ত তৈরি হয়ে গিয়েছে যারা উনার কথার কেউ সামান্য চুন থেকে পান খসালেই তার উপর হামলে পড়বে?

৩। হেকমতের সাথে আমি আলোচনা করতে পারি যেখানে যার বুঝার দরকার নেই সে বুঝবে না বা ভুল বুঝবে। সমস্যা হয় যখন এরা অনবরত কমেন্ট করতে থাকে, "বুঝলাম না" "ব্যখ্যা করেন" "দলিল দেন" "কি কয়" "হা হা" এ ধরনের। এদেরকে নিয়ে কি করা যায় সেটা প্রশ্ন।

৪। সবার সব কিছু জানার দরকার নেই। কিন্তু যে যেই আলোচনা দরকার মনে করে না, সে হামলে পড়ে "এগুলো বলবেন না" "পেটের ভেতর রাখুন" "এগুলো না বলে বরং ওগুলো বলুন" যেন আমি উনার মুরিদ, উনি অনুমোদন দেবেন এবং আমি পীরের অনুমোদন নিয়ে স্টেটাস দেবো।

এদের ব্যপারেও একটা স্ট্রেটেজি দরকার। আমার সহজ স্ট্রেটেজি ছিলো ব্লক। কিন্তু এতেও ভিন্ন রকম কিছু সমস্যা হয়।

চিন্তা করছি।

    Comments:
  • FAQ: "চুন থেকে পান না, বরং পান থেকে চুন হপে।"

30-Jan-2018 11:06 pm

31-Jan-2018 12:37 am


শেষে ডিসিশন নিলাম এখানেই পোষ্ট দেবো ইনশাল্লাহ।

তবে সব কিছু সবার দরকার নেই। মানে আপনার দরকার নেই। অন্য কারো দরকার থাকতে পারে। তাই সরে দাড়ান।

নিচে একটা পুরানো FAQ। কার কার এই সব আলোচনা এভয়েড করতে হবে তার লিষ্ট। মিলিযে নিন।

শেষে আমাকে আপনার মতের উপর আনার চেষ্টা করে লাভ নেই। লাইনে অন্ততঃ আরো সাতটা মত আছে যেগুলোর উপর আমাকে আনার চেষ্টা চলছে। আপনার মত খুব সম্ভবতঃ এই সাতটার কোনো একটার পূনরাবৃত্তি। মানে আমি আপনার যুক্তি এর আগে শত শত বার শুনে এসেছি। বা একদম নতুন কিছু হলে অষ্টম মত হিসাবে লাইনের শেষে এড করে নিতে রাজি আছি। মানে আপনার আগে আরো সাতটা মত অপেক্ষা করছে আমার কনসিডারেশনের জন্য।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

31-Jan-2018 12:37 am

31-Jan-2018 7:50 am


ফেসবুকে একটা হাইলি ইন্টিলেকচুয়াল গ্রুপ আছে যাদের সারাদিনের কাজ হলো দলে দলে মুসলিমদের কাফের প্রমান করা। প্রতি দিন তারা পোষ্ট দিচ্ছে। এবং প্রতিটা পোষ্টে তারা কিছু না কিছু দলকে কাফের প্রমান করে ছাড়ছে।

দিনের শেষে যখন তারা ছাড়া আর কেউ মুসলিম থাকে না তখন তারা নিজেদের গুরাবাহ হিসাবে দেখে স্বান্তনা খুজে।

এবং যারা ঐ দলের ঘোষনাগুলোর সাথে একমত পোষন করে না, তাদেরকে তারা মুরজিয়া ঘোষনা দিয়ে বলে "যারা অমুক তমুককে কাফের বলবে না, তারাও কাফের।"

আগেকার দিনের পীররা যেভাবে তাদের মতবাদ প্রচার করতো, "যারা আমার এই তাবিজে বিশ্বাস করবে না সে কাফের, আর ঐ কাফেরদের যারা কাফের বলবে না তারাও কাফের।"

তাদের সাথে আগের যুগের খারেজিদের মিল হলো, খারেজিরাও মুসলিমদের দোষ দেখিয়ে তাদেরকে কাফের ঘোষনা করতো। যদি প্রশ্ন তোলা হতো কবিরা গুনাহ করছে, কাফের বলছেন কেন? তাদের উত্তর ছিলো কেউ কবিরা গুনাহ করলেই কাফের। এর পর কোরআন থেকে দলিল পেশ।

বর্তমান যুগের এরা বলে আমরা খাওয়ারিজ না কারন আমরা কবিরা গুনাহ করলে কাফের বলি না। অলটারনেট হিসাবে ঐ গুনাহগুলোকে তারা এখন বানিয়ে নিয়েছে আকিদার অংশ। "তাই মুসলিমরা আগের মতই কাফের।" কিন্তু আমরা খাওয়ারিজ না। সাথে কোরআন থেকে দলিল পেশ।

তারা আমাকে দেখে বলে "জ্ঞান পাপী, সে কি করে এই বিষয় অস্বিকার করে?"

আর আমি তাদের দেখে বলি "এত সংখ্যক জ্ঞানী লোক কি করে সারা দিনের জ্ঞান সাধনা উৎসর্গ করছে শুধুমাত্র একের পর এক মুসলিমদের কাফের প্রমানের পেছনে?"

ক্লিয়ার কাট কথা বলতে হলো আমার অবস্থান ব্যখ্যা করতে। তাদের কাউকে কিছু বুঝানো আমার উদ্যেশ্য না। আশে পাশে তাদের কাউকে পেলে আমি তাদের ব্লক করে দেই, তাদের কাউকে কিছু বুঝানোর চেষ্টা না করেই।

31-Jan-2018 7:50 am

31-Jan-2018 3:18 pm


আজকের,

Joke:
PhD করে সবাই গোপনে প্লাম্বারের চাকরি করছে তিন গুন বেতনে, PhD হোল্ডারদের ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি, আর প্লাম্বারদের ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম, তাই।

Comment:
মাস্টার্স পাশ করে মেয়ে স্কুলে পড়ায় ৬ ঘন্টা কাজ = ৪ হাজার টাকা বেতন
মেয়ের বাসার কাজের লোক ৬ ঘন্টা কাজ = ৮ হাজার টাকা বেতন।

Status:
গার্মেন্টস ফেক্টরিতে একজন জাপানি-বাংলা দোভাষি লাগবে : ৭৫ হাজার টাকা বেতন।

তোমরা যারা বৃটিশ বেনিয়াদের ভাষা শিখে শিখে জীবনটা শেষ করলে।

    Comments:
  • FAQ:
    "বেনিয়া কি?"
    জানি না।
  • ^ put down numeric 1 as in "master of 1" so that people do notice.

31-Jan-2018 3:18 pm

31-Jan-2018 5:10 pm


আজকে সন্ধ্যায় আকাশে যখন পূর্নিমার চাদ দেখা যাবে, তখন থেকেই গ্রহন থাকবে।
গ্রহন কাটা আরম্ভ হবে রাত ৮ টা ১০ থেকে।

31-Jan-2018 5:10 pm

31-Jan-2018 5:17 pm


দেওবন্দের ঘোষনার অনুবাদ:

হজরত মুসা আ. এর ঘটনার ব্যাপারে মাওলানা মুহাম্মদ সাদ এর রুজু ঘোষণার পর বিগত ক‘দিন ধরে দেশ-বিদেশের অনেকেই দারুল উলুম দেওবন্দের অবস্থান জানতে নিয়মিত প্রশ্ন করে করে যাচ্ছেন।

যার প্রেক্ষিতে এ কথা স্পষ্ট করা প্রয়োজন যে, শুধু মুসা আ. ঘটনার ব্যাপারে মাওলানা সাদ-এর রুজুনামা আশ্বস্ত হওয়ার মতো। কিন্তু দারুল উলুম দেওবন্দের [পূর্ব ঘোষিত] অবস্থানে মাওলানার যেই অাদর্শিক গুমরাহির ওপর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, তা থেকে দৃষ্টি সরিয়ে নেয়া সম্ভব নয়।

কারণ, একাধিকবার রুজু করার পর তাৎক্ষণিকভাবে মাওলানা সাদ এমন বয়ান করেন যাতে আগের মতই ইজতিহাদসূলভ ভঙ্গি, ভুল দলিল উপস্থাপন ও দাওয়াত সম্পর্কে তার নিজস্ব চিন্তাধারার ওপর কুরআন-সুন্নাহর ভুল প্রয়োগ দেখা গেছে।

যার কারণে শুধু দারুল উলূম দেওবন্দ সংশ্লিষ্ট উলামায়ে কেরামই নন; অন্যান্য হকপন্থী আলেমগণও মাওলানার সামষ্টিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে চরম অনাস্থা প্রকাশ করেছে।

আমরা মনে করি, আকাবিরদের চিন্তা ও আদর্শ থেকে সামান্য বিচ্যূতিও তীব্র ক্ষতির কারণ। মাওলানাকে অবশ্যই নিজ বয়ানে সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্বসূরীদের পথ এড়িয়ে শরিয়তের ভাষ্য থেকে নিজস্ব (মতমতো) ইজতিহাদের এই ধারাবাহিকতা বন্ধ করতে হবে। কেননা মাওলানার এই মূলচ্যূত ইজতিহাদ দেখে আমাদের মনে হচ্ছে, আল্লাহ না করুন! তিনি এমন একটি দলের সৃষ্টি করছেন। যা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ; বিশেষত আমাদের পুণ্যাত্মা পূর্বসূরীদের মতাদর্শ বিরোধী হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে আকাবির-আসলাফের পথের ওপর অবিচল রাখুন। আমিন।

যারা দারুল উলূম দেওবন্দের কাছে বারবার শরণাপন্ন হচ্ছেন, তাদেরকে পুনরায় বলা হচ্ছে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ মতবিরোধের সঙ্গে দারুল উলূমের কোনো সম্পর্ক নেই।

প্রথম দিন থেকেই আমরা সেই ঘোষণা জানিয়ে আসছি। তারপরও যখনই কারো ভুল চিন্তাধারা ও মতাদর্শ সম্পর্কে দারুল উলূমকে জিজ্ঞেস করা হয়েছে দারুল উলুম সবসময় উম্মাহকে পথ দেখানোর চেষ্টা করেছে। এ কাজকে দারুল উলুম নিজের ধর্মীয় ও শরয়ি দায়িত্ব মনে করে।

ঘোষণায় স্বাক্ষর করেছেন
১. মাওলানা আবুল কাসেম নুমানি
২. মাওলানা আরশাদ মাদানি
৩. মুফতি সাঈদ আহমদ পালনপুরি ১৩ জুমাদাল উলা ১৪৩৯ হিজরি
(collected)

31-Jan-2018 5:17 pm

31-Jan-2018 9:00 pm


আকিদা : নিরাপদে চলা।


৭০ এর দশক। পাঠ্য বইয়ে একটা গল্প।

এক বুজুর্গ। ছাত্রদের পরিক্ষা নেবার জন্য সবাইকে একটা কবুতর দিয়ে বলেন এমন জায়গায় জবাই দিয়ে আনো যেন কেউ না দেখে। শুধু একজন ফিরে বলে “আমি এমন কোনো জায়গা পেলাম না যেখানে আল্লাহ দেখছেন না।”

উনি বললেন তোমার শিক্ষা পূর্ন হয়েছে।


ঐ সময় আল্লাহ সর্বত্র আছেন বিশ্বাস করা ছিলো উচ্চ তাকওয়ার নিদর্শন। আল্লাহ তায়ালা সর্বত্র আছেন মানে মানুষ আল্লাহর ভয়ে গুনাহ করতে ভয় পাবে। কেউ যদি সেই বিশ্বাস না করে শুধু বিশ্বাস করেন আল্লাহ শুধু আকাশের উপর আছেন? তবে সে সাধারন মুসলিম।

আমি মনে মনে প্রশ্ন করতাম : তাহলে টয়লেট বা ময়লা জায়গাগুলোতে উনি নিশ্চই নেই? কচি মনের প্রশ্ন। মুখে বলার সাহস করতাম না।

৪০ বছর পর : সৌদি শায়েখদের কাছে ঐ একই প্রশ্ন শুনেছি।


৮০ এর দশক। টাইম, স্পেইস, ডাইমেনশন এগুলো শিখতে লাগলাম। আল্লাহ তায়ালার ফিজিক্যল এট্রিবিউটস কি?

জানলাম এই ধরনের প্রশ্ন করা নিষেধ। এগুলো নিয়ে চিন্তা করাও নিষেধ। তাফাক্কারু ফি খালকিল্লাহ, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, কিন্তু উনার ফিজিক্যল এট্রিবিউটস নিয়ে চিন্তা করো না। এটা করা নিষেধ।

এটা ভালো মনে হয়েছে। নয়তো হাজারো চিন্তা-উপলব্ধি-প্রশ্ন-ধারনা মনে ভীড় করে জমতে থাকতো। যেগুলোর কোনো নিশ্চিৎ উত্তর নেই।


৯০ এ। কোরআন শরিফের একটা বড় অংশ ইতিমধ্যে শিখে ফেলেছি। সৃষ্টির পরে আল্লাহ তায়ালা আরশে সমাসিন হয়েছেন কথাটা যেমন পেয়েছি। তেমনি দুনিয়াতে এমন তিন জন কোনো কথা আলোচনা করে না যেখানে আল্লাহ তায়ালা চতুর্থ জন হিসাবে উপস্থিত নেই। বা পাচ জন যেখানে উনি ষষ্ঠ জন না একথাও পেয়েছি। দুটোর মাঝে আমার কোনো কন্ট্রাডিকশন লাগে নি। স্বাভাবিক। পড়ে সামনে এগিয়ে গিয়েছি।


দেশে ইন্টারনেট আসে। সবাই ঝাপিয়ে পড়ে নেটে। আমিও। ফেসবুক আসতে আরো ১০ বছর বাকি। কিন্তু আমাদের কথা আদান প্রদানের জন্য অন্য মিডিয়াম আছে। Yahoo mailing list. ইমেইলে চলতো আলোচনা-তর্ক-প্রচার। দুনিয়ার হাজার হাজার মুসলিম এখানে ভিড় করে। কয়েকশত গ্রুপে।

এক ভাই এসে বলে “আল্লাহ সর্বত্র আছেন” এটা ঠিক না। বরং বিশ্বাস করতে হবে উনি শুধু আরশের উপর আছেন।

আরেকজন এর উপর যোগ করে বলেন "শুধু ঠিক না" তা নয়, বরং সর্বত্র বিশ্বাস করা কুফর। এখানে নিউট্রাল অবস্থান নেবার সুযোগ নেই। জানি না বলে কেউ এড়ালে সেও কাফির। ওমর রা: এর উক্তি “যে বললো আমি জানি না আল্লাহ আসমানে আছেন নাকি জমিনে, সে কাফির।”

উল্লেখ্য এই উক্তিটা এখন আবু হানিফা রাহি: এর নামে প্রচার হয়। কিন্তু তখন প্রাচার হচ্ছিলো ওমর রা: এর নামে।

ফিতনা আরম্ভ।

#HabibAqida

31-Jan-2018 9:00 pm