Ibuprofen এর সাইড ইফেক্ট ঐ রকমই যেরকম স্টেরইড ইংজেকশন নেবার পর বডি বিল্ডারদের সাইড ইফেক্ট হতো বলে ৯০ এ দিকে খবরে আসতো। Better avoid. Steroidal pain killer এগুলোকে এমনি বলে না।
সাবজেক্টদের ডোজ কত ছিলো সেটা খুজছিলাম।
One group of subjects received ibuprofen, 2 × 600 mg/d, (Ibumetin; Nycomed Denmark Aps) for a period of 6 wk.
এত তো আর আমরা খাই না। ব্যথা উঠলে হয় তো একটা বা তিন চারটা খাওয়া হয় দুই-তিন দিনে।
তাহলে সেইফ, ঠিক? কে জানে।
এত কিছু বুঝার দরকার কি ভাই! Ignorance is bliss.
- Comments:
- http://www.pnas.org/content/115/4/E715.full
- কেন?