দ্বিমত নিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারাটা একটা বড় গুন। ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে খুটি নাটি সব বিষয়ে একমত হয়ে, মিলিটারি স্টাইলে প্রতিটা স্টেপ এক ছন্দে ফেলতে হবে তা না।
বরং খারাপ হলো কোনো মতের উপর নিজেদের দলকে আলাদা করে বাকিদের বিরোধিতা করে অন্যদের কাফের ফাজের মুনাফেক বলে আলাদা হয়ে যাওয়া। এটা উম্মতের বিভক্তি, ফিতনার আরম্ভ।
দ্বিমত রেখে বাকি ঐক্যমতের উপর একসাথে চলা যায়।