মক্কা শরিফের যে সকল ছবি এখন ফিডে আসছে তাতে মনে হচ্ছে এখন শুধু মাত্র ইহরাম বাধা থাকলে মাতাফে ঢুকতে দেয়া হচ্ছে। এক লিষ্ট দিনের বেলা। আর মহিলাদের ঢুকতে দেয়া হচ্ছে রাত্রে।
নফল তোয়াফকারীরা ঐ সময়ে নেই। অথবা ভিন্ন সময়ে। এটা আমাদের মত পাবলিকদের জন্য খারাপ।
মাতাফে বসা থাকলে চাইলেই আর তোয়াফ করা যাবে না। সঠিক রুট ধরে আসতে হবে। যেটা সম্ভবতঃ আরম্ভ হয়েছে বাহির থেকে। আর তোয়াফের জায়গায় এখন থেকে আর বসার বা নামাজ পড়ার সুযোগ নেই। এটা এক দিক থেকে ভালো।