Post# 1514785603

1-Jan-2018 11:46 am



Boiling frog বলে একটা উদাহরন আছে। টলারেট করতে করতে মানুষ কখন ডেডলি জিনিষকে স্বাভাবিক করে নেয় সে বুঝতে পারে না।

বাসায় টিভি ঢুকলে প্রথমে শুধু খবর, খেলা আর পিসটিভি থাকে। হিন্দি চ্যনেলগুলো মনে হয় জঘন্য। কিছু দিন পরে হিন্দি-ইংরেজি যা কিছু আছে সবই পরিবারের সবাই বসে দেখে।

অত খারাপ লাগে না। Boiling frog.

মুফতি মুস্তাকুন্নবি ফেসবুকের উপর যা বলেছেন সেগুলো সত্য। সবকিছু সয়ে আসে। চোখে খারাপ লাগে না। টিভির মত।


তাকওয়ার ব্যপারগুলো নিজের জন্য। যখন আমি এত তাকওয়ার উপর ঊঠবো যে যারা এভাবে চলে না তাদের পাপি-জাহান্নামি মনে হতে থাকে তখন বুঝতে হয় আমি ভুল পথে চলে গিয়েছি। পিছটান দেবার সময়।

যেমন তাহাজ্জুদ যে পড়ে, সে যদি যারা না পড়ে ঘুমায় তাদের জাহেল-গাফেল মনে করতে থাকে তবে উলামারা লিখেছেন যারা ঘুমাচ্ছে তাদের থেকে সে নিচে চলে গেলো।

অন্য মু'মিন যাদের এরকম তাকওয়া নেই, তাদের উপর ভালো ধারনা রেখে নিজেকে যতটুকু সম্ভব তাকওয়ার উপর চলতে হয়।


প্রানীর ছবির ব্যপারগুলো কনফিউজিং। স্থির ছবি আর ভিডিওতে কোনো পার্থক্য নেই। একটা জায়েজ হবে অন্যটা কেন না সে প্রশ্ন থেকে যায়।

এর উপর যুক্তি :
"আমি নিজে তুলছি না, অন্যেরটা ব্যবহার করছি।"
"ডিজিটাল ছবি হলে সমস্যা নেই। কাগজ হলে সমস্যা।"

তবে হাশরের মাঠে যুক্তি চলবে না। সব কিছু মিলিয়ে তার স্কোর চলে আসবে। ছবি কি আমার স্কোর বাড়াবে? নাকি কমাবে?

ব্যসিক্যলি জিনিসটা চলে আসে তাকওয়ার উপর।

আল্লাহ তায়ালা আমাদের Boiling frog এর পরিস্থিতিতে পড়ে সবকিছু টলারেবেল করে ফেলা থেকে রক্ষা করুন।

1-Jan-2018 11:46 am

Published
1-Jan-2018