চার বছর আগে যে সকল আইডিকে জ্বালাময়ী তর্ক করতে দেখতাম, তারা এখন রয়ে সয়ে কথা বলেন। আদব-আখলাক-ব্যলেন্স বিষয়ে পোষ্ট দেন।
এটা ভালো।
১
কিন্তু তাদের পরে এখন নতুন যে জেনারেশন আসছে তারা কিন্তু কড়া করে তর্ক করতে পছন্দ করে। এই নতুন জেনারেশনের চোখে যারা এই ভাবে তর্ক করে না তারা "দ্বীন রক্ষার জন্য সোচ্চার না। গা বাচিয়ে চলে।"
২
জেনারেশন প্রতি পাচ বছর পর পর সাইকেল খেয়ে চলে। সাধারনতঃ ভার্সিটির ফার্সট ইয়ারে একজন তর্কের লেভেলে থাকে। পাশ করে যাবার পর চাকরি-ব্যবসায় ঢুকার পর, সেকেন্ড লেভেল, সন্ধি। বিয়ের পর থার্ড লেভেল, কমপ্রোমাইজ। এর পর ...
৩
এটাই নিয়ম যে ফার্সট ইয়ারে আমি আমার পূর্ববর্তিদের গালি দেবো। তাদের মুনাফেক মনে করবো। তাদের ব্যর্থতা, নিস্তব্দতার জন্য কাপুরুষ বলবো।
এবং এর ২০ বছর পর আমি ঐ অবস্থানে থাকবো যাদেরকে আমি ২০ বছর আগে গালি দিয়ে এসেছি।
এক্সপশেন কম।
৪
ইন্টারমিডিয়েটের পর এখন ৩০ বছর। পাচ বছরে এক জেনারেশন দেখলে, এরকম সাইকেল কয়বার দেখলাম?
Explains: তাদের এগুলো দেখে আমি রাগ করি না কেন। বরং হাসি।