ব্রাদার রাহুল এখন তরুনদের নতুন সেনসেশন।
১
ইয়ংরা মুরুব্বিদের মুরুব্বিয়ানা অপছন্দ করে। মুরুব্বিদের হুকুম থেকে পরিত্রানের একটা উপায় হলো যদি প্রমান করে দেখাতে পারি তাদের কথা ভুল। আর এই কাজে যেই এগিয়ে আসে তাকে তরুনরা আলিংগন করে নেয়।
সাথে আছে প্রচলিত ধারার বিপরিত চলার একটা বিদ্রোহি চিন্তা। এবং এই চলা দ্বারা নিজেকে অন্যদের থেকে ভালো মনে করা।
"প্রথা বিরোধি" কথা যে বলে, তার দিকেই ইয়ংরা ছুটে আসে। ম্যট্রিক্সের গোমর হয়তো সে ফাস করবে? আরেকজন হিরো?!
২
সত্য হয় নিরস। পুরানো কথা। চাইলেই কনট্রাডিকশন প্রমান করে দেখানো যায়।
প্রথা-বিরোধি যুক্তিগুলো হয় অকাট্য, আকর্ষনিয়। সুগঠিত, যেন একজন সময় নিয়ে সব কিছু মসৃন করে সাজিয়ে রেখেছে। অনেক সময় নিয়ে।
৩
একারনে পেত্রার লেকচার ইয়ংদের টানে। মক্কার থেকে বেশি।
তাদের মাঝে আবেগ আছে। কিন্তু মিথ্যার মুখোমুখি হবার এক্সপেরিয়েন্স নেই।
- Comments:
- علماء صنعوا تاريخ الإسلام في بنغلاديش