সমস্যা হলো অনেক বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড। তাই অনেক বিষয় নিয়ে লিখি।
কিন্তু যারা ফলো করে তারা কনফিউজড হয়ে যায়।
ইসলাম নিয়ে যে লিখে, সে আমেরিকান পলিটিক্স নিয়ে লিখবে কেন?
বা সাইন্স নিয়ে যে লিখে মাজহাবগত পার্থক্য দিয়ে তার কি?
কেউ হতাশ হয়। কেউ সন্দেহে পড়ে। কেউ ফতোয়া নিয়ে আসে। কেউ ... ...
ব্লগ এই তুলনায় বেশ সুন্দর সমাধান।
১। সাবজেক্ট ভাগ করা আছে। যে যে টপিকে ইন্টারেস্টেড।
২। কেউ মাইন্ড খাবে, সেই চিন্তায় সেল্ফ সেন্সর করতে হয় না।
৩। কমেন্টের উপর পূর্ন নিয়ন্ত্রন।
৪। পুরানো পোষ্ট যে কেউ সার্চ করতে পারে।
৫। দিনে ৫০ টা পোষ্ট দিলেও ফ্লাডেড হয় না।
৬। ফরমেটিং লিখা ছোট, বড়, কোট, হাইলাইট, ছবি, টাইটেল এসব দেয়া যায়।
৭। তর্ক ও ধুমপান মুক্ত পরিবেশ।
এ কারনে এখনো ব্লগে সিফট করা চালিয়ে যাচ্ছি ফেসবুক থেকে।
- Comments:
- https://sanjir.com/