Post# 1516895834

25-Jan-2018 9:57 pm


কোনো পীরের মুরিদ হলাম না। তাসাউফ থেকে শিক্ষনীয় কিছু আছে?


প্রথম কথা হলো ইমাম গাজ্জালির বইয়ে কোনো পীরের মুরিদ হবার কথা নেই। মানে আমি পাই নি। মুরিদ হতে হবে এমন কথা নেই। মুরিদ হবার সুবিধাগুলোর বর্ননা নেই। ইনডাইরেক্টলি মুরদি হবার কোনো হিন্টস দেয়া হয় নি। এবং এটাকে কোনো অপশন হিসাবেও প্রেজেন্ট করা হয় নি। পড়লে পীর মুরিদি বলে যে কিছু আছে সেটা বুঝার উপায় নেই।


কিন্তু বইয়ের মুখপত্রে আছে, উনার সংক্ষিপ্ত জীবনীতে লিখা আছে পীরের কথা। উনি কোন পীরের কাছে কতদিন বায়াত ছিলেন সেই বর্ননা।

কিন্তু উনার জীবনী উনার নিজের লিখা না। এবং বইয়ের মুখপত্রও উনার নিজের লিখা না। থার্ড পার্টি কারো লিখা।


তবে এটা একটু অবাক করা উনি নিজে এত বছর পীরের মুরিদ হয়ে থাকলে তার প্রয়োজনীয়তার কথা উনি লিখলেন না কেন?

হতে পারে এই জীবনীগুলো একটু এক্সাগ্রেটেড। এগুলোর লিখকরা যেভাবে প্রেজেন্ট করেছেন, উনি নিজে সেভাবে এগুলো দেখেন না।


কিন্তু পরববর্তি যুগের বড় বড় ওলি আউলিয়াদের লিখায় এটা অনেকটা প্রথম রিকোয়ারমেন্ট হিসাবে হাইলাইট করা হয়েছে। ৪০ থেকে ৬০% পীরকে ঘিরে, বাকিটা নিজের পরিশ্রম।

ইমাম গাজ্জালির বইয়ের মতে পুরোটাই নিজের পরিশ্রম।

25-Jan-2018 9:57 pm

Published
25-Jan-2018