Post# 1516325035

19-Jan-2018 7:23 am


Non-apology apology. বলে একটা কথা আছে ইংরেজিতে।

কাকরাইলের মুকিম আব্দুল্লাহ মনসুর সাহেব।

১। উনার বয়স আমার সমান। জন্ম ১৯৬৯ সালে।

২। উনি রাইবেন্ড ইজতমায় গিয়ে মুরুব্বিদের মসেজ পাঠান।

৩। বই লিখেন "আমির পন্থা সু্ন্নাহ" আল ইমারাত হিয়াস সুন্নাহ।

৪। আলেমরা আপত্তি তুলার পরে, উপরের কাজগুলোর জন্য তৌবা করেন।

৫। উনার লিখিত তৌবা নামা ফেসবুকে আসে। দুটো আলাদা লিখাতে। দুটৌ ভিন্ন কেন এর উপর এক পক্ষ আপত্তি তুলে বলে এগুলো ভুয়া। উনার নামে অপ-প্রচার।

৬। আওয়ার ইসলাম এর পর প্রতিবেদন ছাপায়। বলে উনার তিনটা আলাদা তৌবা নামা পাওয়া গিয়েছে।

৭। ঐ পক্ষ অপত্তি তুলে : তৌবা নামা ভেতরের ব্যপার। তবলিগের ভেতরের জিনিস ছাপিয়ে বাইরে আনছে কেন?

৮। এ পর আব্দুল্লাহ মনসুর সাহেব পত্রিকা অফিসে স্বশরিরে হাজির, "এ তৌবা নামা আমি লিখেছি। বেশি বেশি ছাপিয়ে প্রচার করেন -- প্লিজ।"

৯। কিছু দিন পর খবর : অভিযোগ - আব্দুল্লাহ সাহেবকে মেরে কাকরাইল থেকে বের করে দেয়া হয়েছে।

১০। গতকালের অডিও : উর্দুতে দেওবন্দের আরশাদ মাদানি সাহেবের বিরুদ্ধে উনার ক্ষোভের কথা।

১১। আজকে আবার এই কথাগুলোর জন্য নতুন করে ক্ষমা চেয়ে উনার অডিও।

১২। এর পর ourislam এর সাথে সাক্ষাৎকারে non-apology apology.

19-Jan-2018 7:23 am

Published
19-Jan-2018