এক দেশের প্রেসিডেন্ট অন্য দেশের উদ্দ্যশ্যে কিছু বলাতে চাইলে:
৮০ এর দশকে:
১। প্রথমে উপদেষ্টাদের পরামর্শ নিতো।
২। এর পর কুটনৈতিকদের সাথে আলোচনা।
৩। এর পর বক্তব্য দিতো statement writer দের যারা একে politically correct করে ঘষে মেজে প্রকাশ করতো।
যেমন "we are looking for stability in the region" আমরা ঐ এলাকায় স্থিতিঅবস্থা দেখার আশা করছি।"
অর্থ ঐ দেশের বিরোধি দলের বিরোধিতা করছি এবং সরকারকে সমর্থন করছি।
২০১০ এ:
প্রেসিডেন্ট সরাসরি Tweet করেন : "খবরদার! ঐটা করলে কিন্তু বোমা..."