Post# 1517241385

29-Jan-2018 9:56 pm


ফিতনা:


ফিতনার ডাল পালা গজাবে। গজাচ্ছে।
মধ্যপ্রাচ্যের পর ছড়াচ্ছে এই উপমহাদেশে।

নিরাশ হবার কিছু নেই।
ফিতনা আসে, ফিতনা যায়।

এটাও চলে যাবে, তবে সময় লাগবে।
অনেক সময়। দিন গুনছি।


পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনে নতুন ঢেউ আসছে।
তাই প্রশ্ন এখন করনীয় কি?

চুপ করে থাকো, কোনো মত দিও না, কোনো পক্ষ নিও না।
দুনিয়াদারিতে ব্যস্ত হও, বাসায় নিজেকে আবদ্ধ রাখো।
ফিতনার দিকে তাকিয়ো না, এটা সমাধানের চেষ্টা করো না।


ফেসবুক?

দেওবন্দি উলামারা ফেসবুকের বিরুদ্ধে, ছবির বিরুদ্ধে।
কখনো তাদের মতকে সম্মান করেছি। কখনো করি নি।
উনারা এসেছেন ১৩ সালের ঘটনার পরে।
পরিস্থিতির কারনে।
যখন ইন্টারনেট ছিলো নাস্তিকদের দখলে।

হয়তো উনাদের আগের কথাই ঠিক।
হয়তো মুফতি মুস্তকুন্নবির মত উচ্চ তাকওয়ার বুজুর্গরা এর বিরুদ্ধে যে কথা বলেন সেটাই ঠিক।

হয়তো আমার বিরোধিতা বেঠিক।
হয়তো আমি সময় মত বুঝবো।
কিন্তু তখন তৌবার সাথে শাস্তিটাও মাথায় নিতে হবে।

29-Jan-2018 9:56 pm

Published
29-Jan-2018