ফিতনার সময় ফিতনা থেকে নিজেকে দূরে রাখার জন্য দুনিয়াদারিতে ব্যস্ত থাকা।
Quote:
...
সাবধান! যখন এটা ঘটতে থাকবে তখন ছাগল ও মেষের অধিকারী যেন তার নিজের ছাগল এবং মেষের নিকটেই থাকে। আর যার জমি আছে সে যেন তার জমির সাথে সংশ্লিষ্ট থাকে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! যার উট, মেষ, ছাগল বা জমি নাই তার কি অবস্থা হবে?
...
(বোখারী ও মুসলিম শরীফ)
শুধু রেলিভেন্ট অংশটা এখানে কোট করা হয়েছে পূর্ন জানতে হলে নেটে সার্চ দিন।
- Comments:
- ^ স্টেটাস যদি কোথাও কিছু বদলাতে হয় তবে জানাবেন কোথায় বদলাতে হবে। লিখা এর থেকে লম্বা করার উপায় নেই।
- বলুন তাহলে কোন শব্দটা বদলিয়া কোন শব্দ বসাতে হবে? আমি বসিয়ে দিচ্ছি।