Post# 1517180024

29-Jan-2018 4:53 am


অনেকে বলে "আমি আমেরিকায় গিয়ে বরং আরো দ্বিনদার হয়েছি। বাংলাদেশে নামাজই পড়তাম না এখন আমেরিকায় হিজাব মসজিদ সব করি।"

Down sides? সন্তানরা মুসলিম থাকে না। তারা থাকলেও তাদের নাতিরা থাকে না।

তবে এর রেট কত? এখন সার্ভে করে এর একটা স্টেটিসটিকস বেরিয়েছে।

১০০ জন সন্তান যাদের মুসলিম বাবা-মা রা বড় করেছে তার মাঝে ২৩ জন আর মুসলিম থাকে না। ২৩ জনের মাঝে ১৩ জন হয় নাস্তিক। আর ৫ জন খৃষ্টিয়ান।

ইরানিদের মাঝে ধর্মত্যগের হার সবচেয়ে বেশি। ১০০ জনে ৪৫ জন নিজেকে আর মুসলিম হিসাবে পরিচয় দেয় না। ইরানিদের শিয়া ধরে বাদ দিলে ধর্মত্যাগের পার্সেন্ট দাড়ায় ১০০ জনে ২০ জন।

উল্লেখ্য আমেরিকায় অন্য ধর্ম থেকে মুসলিম হবার রেট আর মুসলিমদের ধর্মত্যাগের রেট প্রায় কাছা কাছি বলে মুসলিমদের সংখ্যা খুব বেশি হারে বাড়ছে না। জরিপে প্রকাশ।

লিংক কমেন্টে।

29-Jan-2018 4:53 am

Published
29-Jan-2018