Post# 1517147740

28-Jan-2018 7:55 pm


"বিয়ের দাবিতে ছেলের বাসায় মেয়ের অবস্থান ও অনশন" -- এটা একটা কমন নিউজ টাইটেল গত অনেক বছর ধরে। যারা পত্রিকা পড়েন জানেন। প্রতি সপ্তাহে দু-একটা করে ঘটে। যারা আমরিকায় থাকেন বলে এই রকম খবর পড়েন নি, তারা "বিয়ের দাবিতে" দিয়ে সার্চ দিন। বা এখানে ক্লিক করে কয়েক হাজার কাহিনি পড়তে পারবেন।

https://www.google.com/search?q=বিয়ের+দাবিতে

ফরমুলা একই: মেয়ে বিষের বোতল নিয়ে ছেলের বাসার উঠানে উঠবে। বলবে আমাকে বিয়ে করতে হবে, "নয়তো আমি এইহানেই মরমু!!!"

ছেলের পলানোর কোনো সুযোগ নেই। যদি মেয়েকে বাসা থেকে জোর করে বের করার চেষ্টা করে, তবে ছেলের পরিবার নারী নির্যাতনের মামলায় আটকাবে। যদি মেয়ে আত্মহত্যা করে তবে আত্মহত্যায় প্ররোচনা দেবার জন্য মামলায় জড়াবে।

আর সাংবাদিক মারফতে যদি থানায় খবর যায় তবে থানার ওসি ডিসি এসে খবরের ক্রেডিট নেবার জন্য ছেলের পরিবারকে বাধ্য করবে বিয়ে করতে। রাজি না হলে বাপকে ধরে থানায় নিয়ে যাবে। শেষে খবর, "পাত্র পাত্রীর মাঝে আমি মিলন করিয়ে দিয়েছি, কি জয়!"

মেয়ের জন্য এটা win-win সিচুয়েশন। হারানোর কিছু নেই। পছন্দের ছেলে খুজে বের কর আর বিষের বোতল নিয়ে হাজির হয়ে যাও। এর পর ছেলের পলানোর সুযোগ নেই।

ছেলের জন্য lose-lose. সে যাই করুক, জীবনে সে পরাজিত।

ছবিতে একটা বিয়ের দাবিতে ছেলের বাসায় মেয়ে হাজির। এরকম নিউজ হাজার বার পড়া। তবে এবার আত্মহত্যা করেছে ছেলেটা।

যদি মেয়েটা আত্মহত্যা করতো তবে ছেলের পরিবারের ১০ জনকে পুলিশ গ্রেফতার করে আত্মহ্যার প্ররোচনার জন্য জেল দিতো।

এখন কি আত্মহত্যার প্ররোচনার জন্য মেয়ের জেল হবে না?

    Comments:
  • হরপ্রসাদকে আর কয়জন চিনে? রবীন্দ্রনাথকে সবাই চিনে।

28-Jan-2018 7:55 pm

Published
28-Jan-2018