সিলেট ঘুরে এলাম। এর আগেও অনেক বার গিয়েছি কিন্তু শহর দেখা হয় নি। শুধু টুরিষ্ট স্পট গুলোতে চক্কর দিয়ে বাসায়।
১
শহরটা পরিষ্কার। অন্য সব জেলা শহরের মত রাস্তাগুলো সরু। KFC, PizzaHut আছে। ৩৬০ আউলিয়ার এর বা ওর মাজার কিছু পর পর।
শাহজালালের মাজার এলাকা যেহেতু তাই মূলতঃ বেরলভীরা থাকবে, ঠিক? না ভুল। শাহজালাল মাজার সংলগ্ন মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা। এবং এলাকার টপ মাদ্রাসা।
২
একজনের কমেন্ট : "হেভি পার্সোনালিটি নিয়ে, মাথা উচু করে কেউ সিলেটি ভাষা বললে অত খারাপ লাগে না।"
৩
ফেসবুক থেকে এলাকার একজনের সাথে পরিচয়। এ ছেলে জীবন এবং আখিরাতে অনেক উন্নতি করতে পারবে ইনশাল্লাহ।
দোয়া রইলো। Muhammad Shadman Sakib