Just to keep myself clear,
ব্যক্তিগত ভাবে সাদ সাহেবের যে কথাগুলোতে উলামায়ে কিরাম আপত্তি পাচ্ছেন সেগুলোতে আমি নিজে আপত্তিকর বিশাল কিছু পাই নি।
তবে এটা নতুন না। উলামা কিরাম আগে জাকির নায়েক, আহলে হাদিস এবং আরো অনেকের ব্যপারে আপত্তিকর অনেক কিছু আইডেন্টিফাই করেছিলেন যেগুলো আমার মাঝে অত প্রতিক্রিয়া সৃষ্টি করে নি।
তবে মন্ত্রী লতিফ সিদ্দিকির মত ডাইরেক্ট কথা যখন কেউ বলে তখন আপত্তি পাই।
বাকি সব কিছুর পার্থ্যক্য ব্যখ্যায়। বক্তা হয়তো এক অর্থে বলছেন। বিশ্লেষনকারী হয়তো লিটারেল অর্থে বিশ্লেষন করছেন। আর ফিকাহগত কিছু মতভেদ অমি দুই পক্ষের মাঝে দেখে আসছি ৩০ বছর আগে থেকেই। এটা মেনে নিয়েই চলি।
নিজের মত বলতে হলো কারন একদম কিছু না বললে, পরে কথা উঠবে "আপনি না ঐ পক্ষে ছিলেন?"
- Comments:
- SPA?