ফিতনার সময় নিজেকে ইবাদতে ব্যস্ত রাখা:
الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَىَّ
ফিতনার সময় ইবাদত করা, হিজরত করে আমার কাছে আসার সমতুল্য।
(সহীহ মুসলিম)
FAQ:
"এখানে হারজের কথা বলা হয়েছে, ফিতনার কথা না।"
"কোনটা ফিতনা কোনটা ফিতনা না সেটা না জেনে এই সব স্টেটাস দেবেন না।"
"অন্য হাদিসে ফিতনার সময় ভিন্ন জিনিস করার কথা বলা আছে, সেগুলো বলছেন না কেন?"
"আপনার এই হাদিসের সাথে অন্য হাদিস মিলে না।"
"এই হাদিসের ব্যখ্যা আমি ভিন্ন ভাবে করি।"
"ইবাদত বলতে শুধু নামাজ রোজা বুঝায় না। এই পিডিএফ পড়ে দেখেন।"
"আপনার ওয়ার্ড চয়েস আমি পছন্দ করছি না। মানুষ বিভ্রান্ত হবে।"
"হাদিস ঠিক। কিন্তু আপনার উদ্যেশ্য খারাপ।"
"এখানে উম্মাহকে খাসিকরনের সুক্ষ্ম ষড়যন্ত্র আমি দেখতে পারছি।"
"সুক্ষ্ম না, বরং এটা স্থুল ষড়যন্ত্র"
এবং এধরনের হাজারো nit-pick.
Sorry, একটু বোল্ড হতে হলো। :-)