Post# 1516971108

26-Jan-2018 6:51 pm


৮০র দিকে, বিজ্ঞান আর ইসলাম সব জায়গায় ঠিক পুরো পুরি মিল করানো যাচ্ছিলো না।


দুটো দল দাড়িয়ে যায়।
এক পক্ষ যেখানে মিলেনা, সেখানে বিজ্ঞানকে বদলানো আরম্ভ করে।
"পৃথিবী সমতল এবং বিজ্ঞানিদের কথা ভুল।"

অন্য পক্ষ ইসলামকে বদলানো আরম্ভ করে। "বিবর্তনবাদ ইসলাম সমর্থিত। এই এই আয়াত এর দলিল"। আয়াতগুলো আমি কোট করলাম না। সরলমনা জনগন কনফিউজড হবে।


এখন, ক্লেশ অফ দা সিভিলাইজেশনস চলছে। এখানেও দুটো স্ট্রেটেজি।

কেউ সিভিলাইজেশনকে বাকাতে চাচ্ছে, ইসলামকে ঠিক রেখে।
কেউ যতটুকু পারে ইসলামকে বাকাতে চাচ্ছে সিভিল সোসাইটির সাথে মিলাতে চেয়ে।


পৃথিবীকে যারা সমতল বলতো। বিজ্ঞানিদের কথা অবিশ্বাস করে। তারা কেউ এই বিশ্বাসের কারনে হাশরের মাঠে আটকিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি না।

তবে যারা বিবর্তনবাদকে সঠিক প্রামানের জন্য আদম-হাওয়া, জান্নাত-জাহান্নাম, শয়তানের ধোকা, দুনিয়াতে নিক্ষেপ সব মেটাফরিক বলে ব্যখ্যা করতো, তাদের ব্যপারে আমি এ কথা বলতে পারি না।

[ সহজ করে লিখবো ডিসিশন নিয়েছিলাম। কিন্তু সহজ করতে গিয়ে দেখি স্টেটাস লম্বা হয়ে যায়। সংক্ষেপে রাখতে হলো। মুল পয়েন্টগুলো হাইলাইট করে। ব্যখ্যা না দিয়ে। পরে সময় পেলে ইনশাল্লাহ আরো সহজ করার চেষ্টা করবো ]

26-Jan-2018 6:51 pm

Published
26-Jan-2018