Post# 1515519501

9-Jan-2018 11:38 pm


ডাক্তারদের আরো কিছু প্রতারনা।

১। বলবে একটা ইংজেকশন দিতে হবে। বাইরে পাওয়া যায় না অনেক দামি। সবাই দিতে পারে না, আস্তে করে সময় নিয়ে দিতে হবে। আমি নিজে দেবো। ১০ হাজার টাকা লাগবে।

এর পর ১০ হাজার টাকা নিয়ে আসলে ডিস্টিলড ওয়াটার [বাংলায় পানি] ইংজেকশন দিয়ে ১০ হাজার টাকা নিয়ে নেবে।

এরকম ঘটনা অন্ততঃ ৩ টা শুনেছি।

২। বলবে যে হার্বাল একটা ঔষধ খেতে হবে। ঐ দোকানে পাওয়া যায়। দোকানের নাম দিয়ে দেবে। ঐ দোকানে উনার আগে থেকে কন্টাক্ট করা আছে। ডেইলি তিনটা করে ১০০ পুরিয়া। ২০০-৩০০ টাকা একেকটা পুরিয়ার দাম। এর গায়ে কোনো কম্পানি নাম নেই। কি উপকরন সেটাও লিখা নেই। কিছুই লিখা থাকবে না।

৩-৪ হাজার টাকার ঔষধ কিনাবে। যেগুলো সত্যিকারের তৈরি খরচ ৩-৪ টাকা। এর ৬০% বা বেশি ঐ ডাক্তারের পকেটে যাবে।

উল্লেখ্য, হার্বাল ঔষধের প্রেসক্রিপশন লিখার অনুমতি কোনো ডাক্তারের নেই।

এগুলো খেয়ে আপনার ভালো লাগবে। এটাকে বলে প্লেইসবো ইফেক্স। মনে করবেন কত ভালো চিকিৎসক। কিন্তু আপনি প্রতারিত।

9-Jan-2018 11:38 pm

Published
9-Jan-2018