Facebook Posts - May 2016

1-May-2016 6:04 am


হানাফি মাজহাবে জানাজার নিয়ম:

প্রথম তকবিরের পরে: নামাজের সানা পড়া, "সোবাহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়াতাবারা কাছমুকা..."।

দ্বিতীয় তকবিরের পরে: দুরুদে ইব্রাহিম পড়া, "আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম..."।

তৃতীয় তকবিরের পর: নিচের দোয়াটা পড়া।

اَلَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا
হে আল্লাহ আপনি মাফ করেন, আমাদের জীবিত আর মৃতদের
وَشَاهِدِنَا وَغَائِبِنَا
যারা এখানে আছে, আর এখানে নেই তাদের
وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا
ছোট আর বড়দের
وَذَكَرِنَا وَاُنْثَا نَا
পুরুষ আর মহিলাদের
اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَه‘ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِْسْلاَمِ
হে আল্লাহ আমাদের মাঝে যাদের আপনি জীবিত রাখেন, তাদের ইসলামের উপর জীবিত রাখেন
وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَ الاِْيْمَانِ
আর যাদের আপনি মৃত্যু দেন, তাদের ঈমানের সাথে মৃত্যু দেন
بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ-
বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

এর পর চতুর্থ তকবিরের পর আর কোনো কিছু না পড়ে সালাম ফিরাতে হবে।

____
হাম্বলি মাজহাবে, সৌদি আরবে কাবা শরিফের ইমামরা যেভাবে পড়েন:

উপরের মত। শুধু পার্থক্য হলো:

প্রথম তকবিরের পর সানার বদলে সুরা ফাতেহা পড়তে হবে।
সালাম ফিরানোর সময় এক দিকে সালাম ফিরাতে হবে।

এবং দোয়ার সময় উল্লেখিত দোয়া ছাড়াও আরো অনেক দোয়া পড়েন।

1-May-2016 6:04 am

1-May-2016 6:49 am


ইসলামিক টার্মিনোলোজি:
(মূলতঃ পোলাপানদের জন্য)

"সেকুলার"
এরা কম ইসলাম। ইসলাম আর হিন্দু ধর্মকে সমান মনে করে।

"মডারেট"
এরা মাঝারি ইসলাম।

"ফান্ডামেন্টাল"
এরা বেশি ইসলাম।

"শাতিমির রাসুল ﷺ"
যারা রাসুলুল্লাহ ﷺ এর নামে খারাপ কথা বলে।

"হুদুদ"
ইসলামি আইন মতে শাস্তি দেয়া। যেমন চোরের হাত কেটে দেয়া।

1-May-2016 6:49 am

1-May-2016 12:10 pm


নেক কাজ গোপনে করা প্রকাশ্যে কারার থেকে ৭০ গুন বেশি সোয়াবের।
কিন্তু প্রকাশ্যে করলে যদি মানুষ তার অনুসরন করে, তবে গোপনে করার থেকে ৭০ গুন বেশি সোয়াবের।

এহইয়াউ উলুমুদ্দিনে এটা হাদিস হিসাবে বর্ননা করা হয়েছে।
___

এক সময় ফজরের নামাজের পরে বসরার অলিতে গলিতে চলতে থাকলে সব বাসা থেকে কোরআন শরিফ তিলওয়াতের আওয়াজ শুনা যেতো।

এর পর একজন আলেম রিয়ার সুক্ষ্ম বিষয় নিয়ে একটা বই লিখলেন। পর এই কোরআন তিলওযাতের আওয়াজ বন্ধ হয়ে গেলো।

সবাই বললো, ঐ বইটা বরং না লিখলেই ভালো হতো।
___

তবে রিয়ার সাথে কেউ আমল করলে। এবং তা দেখে অন্যরা অনুসরন করলেও রিয়াকারি কোনো সোয়াব পাবে না। হাদিস:

إن الله ليؤيد هذا الدين بالرجل الفاجر وباقوام لا خلاق لهم

অর্থাৎ, আল্লাহ তায়ালা পাপী ব্যক্তি এবং খারাপ জাতিদের দিয়ে এই দ্বীনকে সাহায্য করেন।

___
তবে, রিয়ার ভয়ে আমল ছেড়ে দেয়া একটা ভ্রান্তি এবং শয়তানের সাথে সহযোগিতা।

আমলের প্রথম থেকেই রিয়া থাকলে আমল ছেড়ে দেবে। কারন এটা গুনাহ এবং এখানে ইবাদত নেই।

কিন্তু আমলের মাঝখানে রিয়া আসলে, আমল ছাড়বে না। বরং রিয়া দুর করার চেস্টা করবে।

___
শয়তান প্রথমে এটাই চায় যে, মানুষ আমল না করুক৷

কেউ যদি আমল শুরু করে দেয় তবে শয়তান তাকে রিয়ার দিকে নিয়ে যেতে চায়।

কেউ রিয়া থেকে বাচলে, শয়তান তখন তাকে বলে, তোমার আমলে ইখলাস নেই, তুমি রিয়াকার। এই আমল দিয়ে তোমার কোনো কাজ হবে না।

এটা বলতেই থাকে যতক্ষন না সে আমল ছেড়ে দেয়।

আসল কথা হলো দ্বিনের জন্য যদি আমল হয় তবে আমল ছাড়বে না। বরং রিয়া দুর করার চেস্ট করতে থাকবে।

___
[ এখানকার সবগুলো বর্ননা এহইয়াউ উলুমিদ্দিন থেকে নেয়া হয়েছে ]

    Comments:
  • এগুলো নিয়ে এত হাসাহাসি কইরেন না ভাইজান। এগুলোরও ভক্ত আছে।

    এক ভাই একদিন আমাকে বললো, "আপনি এত লিখা পোস্ট করেন কিন্তু আপনাকে কোনো দিন ভালো কিছু শেয়ার করতে দেখলাম না।"

    বললাম "কিরকম ভালো?"

    আমাকে এই ধরনের কয়েকটা পোস্ট দেখিয়ে বললো "এই রকম।" :-P

1-May-2016 12:10 pm

1-May-2016 8:59 pm


This is not engraved in the stone, "this land is mine"
Same they felt when white men came around.

What use of legion of our 'own',
When they flee from a looming storm
And talk back loud from a safe ground?

One day this land will be direly strange to their eyes again,
As the right to claim is not fixated to their bones.

~ Anonymous.

1-May-2016 8:59 pm

2-May-2016 12:11 am


What were they fighting for again?
This post had an attachment, which is now missing

2-May-2016 12:11 am

2-May-2016 8:15 pm


"ইলমের খিয়ানত":
কোনো আলেম কোনো বিষয়ের এক দিক বললেন, কিন্তু ইচ্ছে করে অন্য একটা দিক গোপন করে গেলেন যেটা মানুষ শুনলে উনার প্রথম কথার কোনো গুরুত্ব থাকে না।

এদের থেকে আমি ইলম গ্রহন করি না। বিশ্বাস করা যায় না বলে।

___
"ফিকহী ইখতিলাফ":
কোনো আলেম এমন একটা মাসলা দিলেন যেটা অন্য আলেমদের মতে ভুল।

এদের থেকেও আমি ইলম গ্রহন করি। উনার যতটুকু ঠিক, ততটুকু।

___
"কিচ্ছা কাহিনীর বর্ননা":
এদের থেকে আমি ইলম গ্রহন করি। এ সব কিচ্ছা কাহিনী থেকে শিক্ষামূলক যতটুকু আছে ততটুকু।

___
"নিজে বানিয়ে একটা মিথ্যা কাহিনী বর্ননা":
এদের থেকে আমি ইলম গ্রহন করিনা। কাজ্জাব যেহেতু।

___

2-May-2016 8:15 pm

2-May-2016 10:23 pm


অভিযোগ: আমি নাকি "গাছ নামাজ পড়ছে" ধরনের ভালো পোস্টগুলো শেয়ার করি না।

এর উপর আমার উস্তাদের হুকুম: এই ধরনের পোস্ট আমাকে বাড়াতে হবে। এগুলো নাকি "নিরাপদ"। :V

নিরাপদ বলতে উনি কি বুঝিয়েছেন আল্লাহ জানেন। তবে গণদাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে "ভালো" পোস্ট শেয়ার করা আরম্ভ করলাম। :-P

এ ছবির অরিজিনাল পোস্টার পেয়েছেন ২ লক্ষ লাইক। [বিশ্বাস না হলে ছবির উপর ক্লিক করে ভেরিফাই করতে পারেন। আমাদের আরিফ আর হোসেন ফেল]:-D

এখন, আমার জন্য... বা, এই বাচ্চাগুলোর জন্য কয়টা লাইক হবে ফ্রেন্স? :-D

    Comments:
  • আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসার পরে তারা একেবারে দেউলিযা হয়ে গিয়েছিলো। জনগনকে খাওয়ানোর পয়সা পর্যন্ত ছিলো না।

    তাই তারা ক্ষমতায় থাকলেও প্লেন বহর হতো কিনা সন্দেহ।

  • :-D
  • "পশ্চিমারা প্রতিবন্ধকতা করতে পারবে" এটা আছে হাদিসে। আমি ধরে নিয়েছি এটা তাদের প্লেন দ্বারা।

    কিন্তু কোনো গ্রাউন্ড ফোর্স তাদের দমাতে পারবে না।

    তবে কালো পতাকা নিয়ে যারা বেরুবে তারা এখনো বের হয় নি।

  • উস্তাদ যা কিছু শিখাচ্ছেন, এখন গুরু দক্ষিনা দেয়ার প্রসংগ চলে আসছে। :-P

2-May-2016 10:23 pm

3-May-2016 12:11 am


বেসিকেলি দল-মতের সাপোর্টারদের সবার উচিৎ নিজ দলের আলেমদের থেকে ইলম অর্জন করা। তাহলে আর তর্ক থাকে না।

সেটা না করে ভিন্ন আইডোলজির আলেমের কাছে নিজ দলের মতের সাপোর্ট খূজলে ফিতনা বাড়ে।

ভুল খুজতে থাকলে সব আলেমের মাঝেই কিছু না কিছু ভুল খুজে পাওয়া যায়। কিন্তু বড় কোনো দোষ না থাকলে তার ভুলগুলো নিয়ে জাগলিং খেলায় আমি কোনো সর্থকতা দেখি না।

____
এর পরও কোন আলেমদের থেকে আমি ইলম গ্রহন করি, আর কাদের থেকে করি না তার কিছু এক্সাম্পল।

"ইলমের খিয়ানত" কেউ করেলে, আমার কাছে সে বাতিল। বিভ্রান্ত করার জন্য সে ইচ্ছাকৃত ভাবে সত্য গোপন করেছে।

"ফিকহি ইখতিলাফ" -- গ্রহনযোগ্য। এ ক্ষেত্রে ইখতিলাফি বিষয়গুলো বাদ দিয়ে নেই।

"কিচ্ছা কাহিনী" -- গ্রহনযোগ্য। এর মাঝে যতটুকু শিক্ষনীয় আছে ততটুকু, এবং এগুলো কিচ্ছা হিসাবে।

"স্বরোচিত মিথ্যা" -- বাতিল। কাজ্জাব।

"বাহাস" -- গ্রহনযোগ্য। শিক্ষনীয় ব্যপার আছে যেহেতু।

"মুসলিমদের প্রতি নন স্টপ ঘৃনা ছড়াতে থাকলে" -- বাতিল। আদব একটা বড় ব্যপার।

___
আল্লাহ তায়ালা আমাদের সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন।

    Comments:
  • দিলেনতো সব উল্টিয়ে।

3-May-2016 12:11 am

3-May-2016 2:16 pm


যারা ফ্রেন্ড রিকু পাঠাচ্ছেন তাদের জন্য:

অনুরোধ করছি, ফ্রেন্ড রিকু না পাঠিয়ে বরং Follow করার জন্য। আমার গ্লোবাল পোস্ট সবগুলো পাবেন, এবং কমেন্টও করতে পারবেন। ফ্রেন্ড হয়ে যা করতে পারতেন কিছু বাদ থাকবে না ইনশাল্লাহ।

এই আইডিতে আমার পারিবারিক অনেক ছবি ফ্রেন্ড অনলি হিসাবে পোস্ট করা আছে বলে ফ্রেন্ড লিস্টে নিতে কিছু সমস্যা আছে। আশা করি বুঝতে পারবেন।

____
ফ্রেন্ড রিকু এক্সেপ্ট না করার জন্য যারা রাগ করছেন। বা আমাকে "নাক উচু" মনে করছেন তাদের জন্য:

প্রথমতঃ কথা হলো আমার লিস্টে ফ্রেন্ড আছে মাত্র ৮০ জন। এর মাঝে ৬০ জন হলো আমার আত্মিয়, বাকি ২০ জন আমার পরিচিত।

দ্বিতীয়তঃ কয়েকবার ফেসবুকে ভুল লগইন করলে আমাকে ফটো ভেরিফিকেশন দেবে ফ্রেন্ড লিস্ট থেকে। লিস্টে অপরিচিত বেশি থাকলে আমি ভেরিফিকেশনে ফেল করবো। আশা করি এরকম অনেক দেখেছেন।

তৃতীয়তঃ ফেসবুকের ৯৫% ফলোয়ার এই আশায় ফলো করে যে আমি তাদের দল-মতের পক্ষে লিখবো। অথবা নজর রাখে বিপক্ষে কি লিখি, এবং সেটা নিয়ে তারা নেটে ঝড় তুলবে।

দুটোই আমি এভয়েড করতে চাই। প্রতিটা দলের যতটুকুকে ভালো মনে করি ততটুকু আমি এক্সেপ্ট করি। যতটুকু খারাপ মনে করি ততটুকু রিজেক্ট করি।

চতুর্থতঃ ফেসবুকে আমি যত উচু উচু কথা বলে ভং দেখাইনা না কেন, অরিজিনালি আমি হলাম একজন দল নিউট্রাল - মডারেট - বিএনপি স্ট। তাই সত্যিকার অর্থে আমার নিজের এমন কোনো দল নেই যে ঐ দলের শিক্ষার পক্ষে আমি ফেসবুকে ওকালতি করবো। বা অনলাইনে ফাইট দিবো এই আশায় যে এর দ্বারা আমি জিহাদের সোয়াব পাবো।

তাই বিশাল ফ্রেন্ড ফলোয়ার নিয়ে তর্ক আরম্ভ করার মাঝে আমার কোনো লাভ নেই। না দুনিয়াতে না আখিরাতে।

পঞ্চমতঃ ফেসবুকে জনপ্রীয়তার আরেকটা লাভ হলো, এটাকে মনিটাইজ করা যায় এফিলিয়েটেড মার্কেটিং বা নিজের প্রোডাক্ট সেল করে। এটাও আমি এভয়েড করতে চাই।

____
তাহলে ফেসবুকে কি করছি?

মূলতঃ নিজের আত্মিয়, পরিবার, পরিচিতদের কিছু ব্যপারে গাইডলাইন দেখাতে চাই। এবং সমমনাদের সাথে মত বিনিময় করতে চাই।

অসম-মনারা যদি আমার ভুল ধরতে আসে, তবে তারা আমার আর তাদের দুজনের সময়ই নস্ট করছে।

আল্লাহ তায়ালা আমাকে আর আপনাকে ক্ষমা করুন।

3-May-2016 2:16 pm

3-May-2016 4:11 pm


তৌবা:

একটা ছেলে। জীবনের একটা সময় পর্যন্ত নামাজ পড়ে নি, অহংকারী ভাবে চলেছে। এর পর আল্লাহ তায়াল তার অন্তরে পরিবর্তন দিলেন, সে মাথা নিচু করে ইসলামে প্রবেশ করলো।

তৌবা। এর পর তার জীবনে কস্ট আরম্ভ হবে।

বহু লোক দেখেছি আমি এরকম তৌবা করে ইসলামের মাঝে পূর্ন প্রবেশ করতে। এবং প্রত্যেককে দেখেছি এর পর এই কস্টের মাঝ দিয়ে যেতে।

পরিবার থেকে আক্রমন। চাকরি চলে যাওয়া। সরকার থেকে জুলুম। অর্থনৈতি মন্দা। ত্রাহী অবস্থা হয়ে যায়। সে দেশে থাকুক বা বিদেশে। গ্রামে থাকুক বা শহরে।

এক পর্যায়ে এমন হয়েছিলো যে, আমার কাছে কেউ এসে যদি বলতো আমি অনুতপ্ত, ইসলামে পূর্ন প্রবেশ করতে চাই, তবে তার দিকে তাকিয়ে চিন্তে করতাম তার উপর মুসিবত আসছে, সে সহ্য করতে পারবে তো?

কাউকে দেখেছি সহ্য করতে না পেরে আবার ইগনোরেন্সে ফিরে যেতে।
কাউকে দেখেছি বছরের পর বছর সহ্য করে তার রবের গোলাম হয়ে যেতে।

___
তৌবা। এক লোক মরুভুমিতে তার উট হারিয়ে হাল ছেড়ে দিয়ে মৃত্যুর অপেক্ষা করছে। এই অবস্থায় তার উট নিজে নিজে তার সামনে ফিরে আসলো।

সে খুশির চোটে বলে উঠল, "হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব।" উল্টো কথা।

এই লোক যত খুশি হয়েছে তার থেকেও বেশি খুশি আল্লাহ হন যখন উনার কোনো বান্দা তৌবা করে উনার কাছে ফিরে আসে, এই ভাবে।

___
তৌবা।

চামড়া জ্বলে পুড়ে যেতে পারে।
তার পরও অন্তরে যে প্রশান্তি দিয়েছেন মালিক, সেটা তারা জানে না।

    Comments:
  • একসাথে সব প্রশ্নের উত্তর দিলাম:

    ১। একিউ করলে দোষ নেই, হিফাজত করলে দোষ নেই। শুধু বিএনপি শুনলে মানুষ হাসতে হাসতে মাটিতে গড়া গড়ি খায় কেন সেটা একটা রহস্য। :-P

    ২। আর কোনো দল নেই যেখানে শুধু সমর্থক হলেই ঐ দল আপনার উপর খুশি হয়ে যাবে। সবাই চায় আপনাকে দলের কর্মি বানাতে। শুধু বিএনপি এর সমর্থক হলেই বিএনপি খুশি। কর্মি হওয়ার দরকার নেই।

    ৩। অন্যান্য দলে একবার ঢুকে এর পর ছেড়ে দিলে, ঐ দল আপনাকে "মুনাফেক/গাদ্দার" ট্যগ দিবে। বিএনপিতে আপনি আসলেন না গেলেন সেটা তারা কেয়ারও করে না।

    আরো যুক্তি লাগবে? নাকি হলো? :-P

3-May-2016 4:11 pm

3-May-2016 11:09 pm


[ হাইলি অপিনিয়ন্ড পলিটিক্যেল পোস্ট, শাহবাগিরা দূরে থাকেন ]
তিন বছর আগে ইসলামকে রক্ষা করার জন্য দুটো দল এই দেশে বেরিয়েছিলো।

১। মাদ্রাসার ছাত্ররা বাশের লাঠি নিয়ে।
২। "ওলামা লীগের শরিয়তপুরি গ্রুপ" চাপাতি নিয়ে।

____
এখন তিন বছর পর আমার মূল্যায়ন:

মাদ্রাসার ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতাদের কেউ কেউ এখন বাধ্য হয়ে মন্ত্রী মিনিস্টারদের সংগে ওয়াজ করেন কিংবা মাদ্রাসায় লেকচার দেন। এত কিছুর পরও। কয়েকদিন আগে শেয়ার করা একটা নিউজ দ্রস্টব্য।

আর "ওলামা লীগের শরিয়তপুরি গ্রুপের" তান্ডবের কারনে আজকে নাস্তিকেরা দেশছাড়া। এক্স-হাসদের নাম নিশানা একদিনের মাঝে মুছে গিয়েছে। শাহবাগের পতনের পেছনেও এই ওলামা লীগের শরিয়তপুরি গ্রুপ দায়ি ছিলো।

ওলামালীগের অবদান যেন আমরা ভুলে না যাই।

____
তিন বছর পর আমি আবার বলবো:
আমি অন্দোলনে বিশ্বাসি না।
আমি দাবি আদায়ে বিশ্বাসি না।

আন্দোলন আর দাবি আদায় গত ৫০ বছরে মধ্যপ্রাচ্যের কোনো দেশে ভালো কিছু আনতে পারে নি। এর আগেও ভালো কিছু আনতে পেরেছিলো কিনা জানি না।

3-May-2016 11:09 pm

4-May-2016 7:17 am


আরবী - ১

প্রথম পাচটি শব্দ যেগুলো মাস্ট

১। ال the ~টি
২। و and এবং
৩। في in ~তে
৪। مِن from থেকে
৫। ِل for ~এর জন্য

    Comments:
  • Corrected.

4-May-2016 7:17 am

4-May-2016 7:54 am


News: "Ted Cruz drops presidential bid"

Biggest news today. The race is over and Trump is now the final candidate from GOP. :-D (Y)

Looking ahead for the presidential race.

    Comments:
  • যদি অন্তর্দন্ধ = তবে পতন।

    ট্রাম্প বেচারাকে বর্তমান ইস্টাবলিশড সিসটেম মানতে পারবে না বলে আমার ধারনা।

  • পুরান নিউজ:

    "আনসারুল্লাহ বাংলা টিমের নামে সম্প্রতি গণমাধ্যমে পাঠানো ই-মেইলটি আসলে ওলামা লীগের একাংশের নেতারা পাঠিয়েছেন বলে দাবি করেছেন ওলামা লীগের অন্য কিছু নেতা।

    এ সময় সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী বলেন, 'আনসারউল্লাহ বাংলা টিমের নামে একটি অজ্ঞাত ই-মেইল থেকে সকল গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের হত্যার হুমকি দেয়া হয়েছে। আমাদের ধারণা এই বার্তাটি ওলামা লীগ নামধারী সেই নেতারা পাঠিয়েছেন। তাদের ধরে রিমান্ডে নিলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে মনে করি।"

    http://www.jugantor.com/old/current-news/2015/10/21/340408#sthash.5ZMZ0icd.dpuf
    http://www.jugantor.com/old/current-news/2015/10/21/340408#sthash.5ZMZ0icd.dpuf

  • ওলামা লীগের ব্যপারে আমাদের ব্লগারদের প্রতিক্রিয়া।

    "ওলামা লীগ একের পর এক হিন্দু দের বিরুদ্ধে, বিদেশীদের বিরুদ্ধে বলে চলছে । বিদেশী হত্যা হয়েছে, হিন্দু হত্যা চলছে । ওলামা লীগের কাউকে গ্রেপ্তার করতে পারলেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুসলমান শেখ হাসিনা।"

    https://www.facebook.com/photo.php?fbid=10207569771114787

4-May-2016 7:54 am

4-May-2016 10:24 am


আরবী - ২

এর পরের ৫ টা সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ

৬। بِ with সাথে
৭। على on উপরে
৮। أنّ that যে
৯। إلى to দিকে
১০। كان am, is, are ~ছিলো

___
এগুলো দিয়ে একটা JavaScrip Flash Card বানাতে পারলে মন্দ হতো না।
দ্রুত মুখস্ত করে নেয়া যেতো।

    Comments:
  • কানা।
  • এখানে كان এর উপর আরবী গ্রামারে বিশাল চাপ্টার আছে।
    ইংরেজিতে যেমন am, is, are, was, were, had been, have been, had been being এরকম বহু ফরম আছে।

    এটা শিখে নিতে হবে। আমি সম্ভবতঃ আলিয়া মাদ্রাসার ক্লাস ফাইভের একটা বই থেকে শিখেছিলাম।

    নেটে এরকম রিসোর্স থাকলে খুজলে পাবেন।

  • https://www.facebook.com/habib.dhaka/posts/10153487155448176

4-May-2016 10:24 am

4-May-2016 9:33 pm


Sky watching on the night of Miraj.

4-May-2016 9:33 pm

5-May-2016 4:16 am


A baggage of bad news:

...earthquakes should be relieving about 16 feet of accumulated plate movement every 100 years. Yet the San Andreas has not relieved stress that has been building up for more than a century.

....potential huge earthquake, one as strong as a magnitude 8.

http://www.latimes.com/local/lanow/la-me-ln-san-andreas-fault-earthquake-20160504-story.html

_____
Experts say a bad monsoon season could see grain costs spiral by the end of the year

The extent of this crisis all depends on what happens during the upcoming monsoon season. If it goes badly there could be real trouble ahead.

http://www.independent.co.uk/news/world/asia/global-rice-crisis-el-nino-prices-increase-a7012526.html

    Comments:
  • প্রিন্ট করার জন্য?
  • The word number shown on the top is actually a text field where you can type in numbers and it will take you to that word.
  • OK. করে দিচ্ছি ইনশাআল্লাহ|

5-May-2016 4:16 am

5-May-2016 11:17 pm


সবচেয়ে বেশি ব্যবহৃত ২০০ আরবী শব্দকে ১০ টি Flash Card Stack হিসাবে দেয়া হয়েছে এখন। প্রতিটি stack এ ২০টি করে শব্দ।

http://habibur.com/arabic/

FAQ:

- Flash Card কি জিনিস?

ডিকশনারেরি শব্দ মুখস্ত করার জন্য একটা নিয়ম। যেখানে অনেকগুলো খালি কার্ড নিয়ে এক দিকে শব্দটা লিখা হয় এবং উল্টো দিকে এর অর্থ লিখা হয়। এর পর শাফল করে এক সাইড দেখে অন্য সাইডের অর্থ বলতে পারে কিনা চেক করে নিজে নিজে প্রেকটিস করতে থাকে।

- ওয়েব সাইটে তাহলে কি দেয়া হয়েছে?

Flash Card এর ডিজিটাল ভার্শন। আরবী শব্দটা দেখে নিচের চারটি অর্থের মাঝ থেকে যেটা ঠিক সেটা সিলেক্ট করতে হবে। ঠিক হলে পরবর্তি শব্দে চলে যাবে। ভুল হলে ঠিক কোনটা ছিলো সেটা বলে দেবে। এর পর ঠিক মত ঠিকটায় ক্লিক করলে পরবর্তি শব্দে যাবে।

- এটা কার জন্য?

যে আরবী কিছু জানে তার ভোকাবুলারি বাড়ানোর জন্য।

বেসিক্যলি নিজের জন্য করছি। কারন আমার ভোকাবুলারি বাড়ানো দরকার।

- কোথায় সাইটা?

এখানে
http://habibur.com/arabic/

.

http://habibur.com/arabic/

    Comments:
  • Northern lights?

5-May-2016 11:17 pm

6-May-2016 8:59 am


"স্বর্ন আছে ৮ ভরি। কিন্তু কামাই রোজগার নেই। ক্যশ টাকাও নেই। জাকাত দেবে কিভাবে?"

তখন ঐ স্বর্নের ৪০ ভাগের এক ভাগ জাকাত হিসাবে দিয়ে দিতে হবে। গরিবদেরকে স্বর্নের অলংকার থেকে অলংকার পিস সরাসরি দিয়ে দিয়ে।

প্রথম যুগে এভাবেই জাকাত আদায় হতো। "টাকা" জিনিষটা এসেছে অনেক পরে।

___
"ভারতে ভুমিকম্প হয়েছে ৬.৫ মাত্রার, কিন্তু বাংলাদেশে আসতে আসতে সেটা ৩ বা ৩.৫ হয়ে গিয়েছে, তাই ক্ষতি কম হয়েছে।"

উপরের উক্তিটা ভুল।

ভুমিকম্পের রিখটার স্কেলে যেটা মাপা হয়, সেটা হলো ভূমিকম্প যে জায়গায় হয়েছে, সে জায়গায় ভুমিকম্পের কারনে কতটুকু এনার্জি রিলিজ হয়েছে সেটা।

একারনে যত কাছে বা দূরে থেকেই ভুমিকম্প মাপা হোক না কেন, রিখটার স্কেলে সব জায়গায় সমান মাপ আসবে।

রিখটার স্কেলে "স্থানীয় ভুমির কম্পন" মাপা হয় না। ভুল করে অনেকে যেমনটা ধারনা করে।

6-May-2016 8:59 am

6-May-2016 10:45 am


ঘড়ি:

এক সময়ে, যৌতুক দিতে হতো "ঘড়ি, সাইকেল আর রেডিও।"

কমন ডায়লগ

  • পোলায় যে ঘড়ি চায়, ঘড়ি চিনে নি?
  • চিননা লইবো

    "চিনা" মানে এখানে ঘড়ির কাটা দেখে সময় বলতে পারা।

    ___

    এক সময়ে, ঘড়ির সময় ঠিক করতে হলে কাছের রেল স্টেশনে গিয়ে দেয়ালের বিশাল ঘড়ি দেখে সময় ঠিক করতে হতো। তখন কারো ঘড়ি স্লো বলতে বুঝাতো ১৫ মিনিট পেছনে।

    এর পর টিভি, রেডিও আসার পর "৮টার খবরের" সময় ধরে ঘড়ি ঠিক করা হতো। স্লো মানে তখন ৫ মিনিট।

    এর পর মোবাইল আসার পর এখন আমাদের মোবাইলের ঘড়ি টাওয়ারের সাথে synced থাকে। সঠিক সময়ের দুই এক সেকেন্ডের বেশি এদিক সেদিক হয় না।

    ___

    হাত ঘড়ির বাজার রম রমা ছিলো ২০০০ সাল পর্যন্ত। এর পর মোবাইল ফোনের প্রচলন বেড়ে যাবার পর এক বছরের মাঝে বাজার পড়ে যায়।

    ___

    এক সময়ে, হাত ঘড়িতে প্রতি দিন স্প্রিংয়ে "চাবি" দিতে হতো। নয়তো পরদিন ঘড়ি বন্ধ।

    এর পর আসলো "অটোমেটিক" ঘড়ি। হাতের নাড়া চাড়া থেকে এটা পাওয়ার পেতো। তবে এক দিন না পড়লেই ঘড়ি বন্ধ। এ ধারার সবচেয়ে জনপ্রীয় ঘড়ি ছিলো সিকো ভাইভ।

    এর পর ব্যটারি ঘড়ি। বছরে একবার ব্যটারি বদলাতে হয়।

    এর পর সোলার। ১০ বছরে একবার।

    এখন? মোবাইল। আগের মত প্রতিদিন চার্জ দিতে হয়। নয়তো ঘড়ি বন্ধ।

    Full cycle complete. :-D

    ___

    ঐ সময়ে, সিকো ভাইভ কেনার মত টাকা আমার ছিলো না। কিনে পড়তাম কেসিও। এর মাঝে সবচেয়ে সস্তা ব্রান্ড ছিলো F91.

    পরে খবর বেরুলো আমাদের এই জনপ্রীয় ব্রান্ড এখন "টেরোরিস্ট ওয়াজ" হিসাবে পরিচিতি পেয়েছে পশ্চিমে। এয়ারপোর্টে এই ঘড়ি পড়ে থাকলে তাকে স্পেশাল সার্চ করা হয়। :-D

    ___

    ছাত্রাবস্থায় নামাজের জন্য সবসময় ঘড়ি লাগতো। কিন্তু ঘড়ি সবসময় থাকতো না। হয়তো বেটারি শেষ। নতুন ঘড়ি কেনার পয়সা নেই।

    তাই সূর্য আর চাদের পজিশন দেখে সময় বের করতে হতো। এভাবে একুরেসি ছিলো ৩০ মিনিট।

    6-May-2016 10:45 am

  • 6-May-2016 2:22 pm


    কুংফু:

    এক সময়ে কুংফু লিজেন্ড ছিলো ব্রুস লী। ৩০ বছর বয়সে মারা যান। আমার স্কুলের ছেলেরা গল্প করতো ৪০ জন একসাথে নাকি তাকে ঘিরে ধরে গুলি করে। সে কয়জনের সাথে ফাইট করবে? মারা যায়।

    হিরো? উহু।

    পরে জেনেছি উনি মারা যান রাতে নিজের বিছানায় ঘুমের মাঝে।

    কেন?

    অতিরিক্ত কুংফু প্রেকটিসের জন্য শরিরে সমস্যা দেখা দেয়। তাই ঔষধ নেয়া আরম্ভ করেন। সেই ঔষধের প্রতিক্রিয়ায়।

    কুংফু দিয়ে জীবনে উনি কখনো বিপদ থেকে বাচাতে পেরেছেন কিনা জানি না।
    তবে কুংফু উনার মৃত্যুর কারন হয়েছে।

    ___

    ৮০র দিকে ঢাকা শহর ছিলো অনেকটা ফাকা। ছিনতাই ছিলো বেশি। কুংফুও জনপ্রীয় ব্রুসলীর কল্যানে। এর পর খবর আসতে থাকে কুংফু মাস্টারদের ছিনতাইকারীর হাতে আহত বা নিহত হবার।

    কারন কি?

    যারা কুংফু জানে তাদের ধারনা হয় তারা ছিনতাইকারীর সাথে ফাইট দিতে পারবে। কিন্তু ছিনতাইকারী তো কুংফুর নিয়ম মেনে আক্রমন করে না। তাই ছুরিকাহত হয় প্রায় সবাই।

    বিশেষতঃ মনে পড়ে যাদুকর জেবিনের কথা।

    ___

    কুংফু, ক্যরাটে এগুলো যত না বেশি রিয়েল ফাইটে কাজে লাগে তার থেকে বেশী হলো শো অফ। সত্যিকারের যুদ্ধে, কনফ্রন্টেশনে বা ফাইটে এগুলো খুববেশী কাজে লাগে না। একটা ছুরির বিপরিতে এটা কাজ করে না। পিস্তল বন্দুক অরো পরের কথা।

    কোনটা কাজে লাগে, সেটা নিয়ে সবাই কাজ করছে। নতুন নতুন ট্যকনিক আবিস্কার করছে।

    এটা করতে গিয়ে ইজরাইল সরকার বের করেছে "ক্রাভ মাগা" নামে মারশাল আর্ট। অনেকের মতে এটাই সবচেয়ে বেশি আক্রমনাত্বক। এটা ছাড়াও আধুনিক যুগের জন্য আছে "এমএমএ", মিক্সড মারশাল আর্ট।

    ___

    ইউটুবে "রিয়েল লাইফ স্ট্রিট ফাইট" দিয়ে সার্চ করলাম দেখতে সত্যিকার অর্থে যারা রাস্তায় ফাইটে নামে, এবং হিরোর মত জিতে, তারা কোন পদ্ধতি ব্যবহার করে?

    রেজাল্ট?

    প্লেইন ওলড: "বক্সিং"।

    বক্সিং যার কিছু প্রেকটিস আছে, তার একটা ঘুষির সামনে অন্য কেউ দাড়াতে পারে না। কুপোকাত, এক ঘুষিতেই এক এক জন।

    তাহলে এত মার্শল আর্ট প্রেকটিশের লাভ?

    বেশি কোনো লাভ নেই। :-D

      Comments:
    • (Y)

    6-May-2016 2:22 pm

    6-May-2016 7:29 pm


    Real life Quidditch.
    This post had an attachment, which is now missing

    6-May-2016 7:29 pm

    6-May-2016 8:21 pm


    Tech Post/System Admin/Spam Filter:

    Spam filters aren't deterministic. And most of the time one can't guess what it's thinking.

    Therefore it works some of the times, and doesn't work in other cases.

    Here's a better way I follow to filter spam. It works only when you are running your own mail server.

    1. Make sure your mail server receives mail from authentic servers only. And rejects spoofed servers.

    There are three technologies for this: SPF, DMARK and DKIM. Make sure you have installed and configured those.

    90% of spam will be cut off. As most of the spam are distributed from spoofed servers.

    2. Accept mails only from .COM, .NET, .ORG and a few more country domains that you think are necessary.

    Most spams are sent from .ru, .info, .science .ae and such odd domains. People around the globe use .com email addresses mostly.

    Another 90% spam from the rest will be cut off.

    3. Now as for the remaining 1% spam, that reaches your inbox, mark those in your IMAP mail client as "Spam".

    And on the server side run a daily script that scans your mailbox Junk folder and automatically blacklists the spam mails' domains. And whitelists inbox senders' domains.

    Another 90% of the remaining spam will be gone.

    Now only 0.1% will reach your inbox.

    ___
    That's it! Deterministic spam filter, without spamassassin.

      Comments:
    • Right.
    • Training center গুলো সম্পরকে তেমন কিছু জানিনা ভাই.
    • No. Was only wonded and hospitalized.
    • But no one uses smart watches. Or do they? Is it getting traction?

    6-May-2016 8:21 pm

    7-May-2016 9:36 pm


    My পোলা and his mother. এখানে বাপের জায়গায় মা বসাত হবে। :-P
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    7-May-2016 9:36 pm

    8-May-2016 1:48 pm


    [ Evil advice, সরল মনারা কস্ট পেলে আমি দায়ি না, you have been warned :-P ]

    একেবারে দুর্বল চিত্তের লোক, যারা কিছু বুঝে না -- এমন লোকেরা বিপদের পড়লে সরাসরি সাহায্য করা উচিৎ না।

    যেহেতু এরা কিছু বুঝে না, তাই এর পর থেকে তাদের সমস্যার জন্য আপনাকে দোষ দেবে। যেহেতু ব্লেইম করার জন্য হাতের কাছে সব শেষ হয়ে গিয়েছে, এখন আপনি আছেন কাছে :-P

    কিছু এক্সাম্পল:

    ১। কেউ বললো, "ভাই আমি কম্পিউটার কিছু বুঝি না। আমার ইমেলটা হচ্ছে না। দেখেন তো কি হয়েছে?" বা "এটা হচ্ছে না, এটা আপনার এক মিনিটের কাজ একটু ঠিক করে দেন তো?"

    ফাদ ! যদি পা দেন তাহলে পরবর্তিতে, "কি কইরা দিলো, আগে তাও এইটা হইতো, এখন সেইটা হয় না।"

    যদি ব্যখ্যা করে বুঝাতে চেস্টা করেন তবে, "কি বুগি জুগি বুঝাইয়া দিলো। বাংগালকে হাইকোর্ট দেখাইলো।"

    যদি বেশি পরিশ্রম করে খুশি করতে যান তবে, "এক মিনিটের কাজ ছিলো, সে আধা ঘন্টা ধইরা কি গুতাগুতি করলো বুঝলাম না।"

    এর মূল কারন হলো, সে নিজেও কিছু বুঝে না, এবং আস্থাও রাখতে পারে না।

    তাহলে, এধরনের লোকদের কি সাহায্য করবো না?

    করবো। উপদেশ দিয়ে। হেন্ডস অন না।

    "লেপটপটা নিয়ে আপনি ঐ রিপেয়ার শপে যেতে পারেন। তারা এই ব্যপারে এক্সপার্ট। ঠিক করে দেবে।" :-D

      Comments:
    • যে সব জায়গায় "না" বলতে পারি না, সে সব জায়গায় আমি বলি

      - ল্যপটপটা আমি রেখে দিচ্ছি। আমি ঐ দোকানে দেবো ঠিক করতে। আপনি পরশু এসে নিয়ে যাবেন যদি ঠিক হয়।

    8-May-2016 1:48 pm

    8-May-2016 6:26 pm


    তোমরা যারা ডক্টরেট করতে পারো নি বলে নিজের জীবনটাকে ব্যর্থ মনে করছো :-P

    "Where Can a Ph.D. Take You? Back to School, Usually"

    Doctoral students in the sciences are more like the rest of us than previously thought: They don’t know what they want to do with their lives, either.

    So, when confronted with the choice of what to do with their newly minted doctorates, they tend to keep marching in a straight path, to pursue postdoctoral research positions.

    http://www.nytimes.com/2016/05/06/science/phd-post-doc-positions-study.html?smid=tw-nytimes&smtyp=cur&_r=0

    8-May-2016 6:26 pm

    8-May-2016 8:25 pm


    সন্তানদের জন্য ভবিষ্যৎ উপদেশ:

    তোমাদের ২০ বছর বয়সে সবগুলো ইসলামি দল তোমাকে নিজ নিজ দলে টানতে আরম্ভ করবে।

    সবগুলো দলকে বাদ দিয়ে দল নিরপেক্ষ থাকবে। মুসলিমদের মূলধারার সাথে থাকবে। যেখানে অধিকাংশ মুসলিম আছে। এবং অধিকাংশ মুসলিম কোনো দলের সাথে নেই।

    ১। তারা বলবে, "ইসলামের উপর থাকতে হলে একটা দলের সাথে থাকতে হবে।" এটা ভুল।

    এটা বিদেশে অমুসলিম দেশগুলোর জন্য সত্য যেখানে মুসলিমদের কমুনিটি নেই। এই দেশের জন্য সত্য না। ইসলামি সমাজে থেকে, কোনো দলে ঢুকলে তুমি মুসলিমদের মুলধারা থেকে আলাদা হয়ে যাবে।

    ২। তারা বলবে, "শুধু নামাজ রোজা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না।"এটা ভুল।

    শুদু শাহাদাহ-নামাজ-রোজা-হজ্জ-জাকাত দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে, এবং এই কথা স্পস্ট করে হাদিস বলা আছে। খুজে নিও।

    ৩। তার বলবে, "আমার দলের কাজ করলে তুমি জিহাদের সোয়াব পাবে, এবং ইবাদতের থেকে অনেক গুন বেশি সোয়াব পাবে।", এটা ভুল।

    জিহাদ মুসলিমদের সরকারের সাথে যোগ দিয়ে করতে হয়। এবং কাফেরদের বিরুদ্ধে করতে হবে। ছোট কোনো উপদলে যোগ দিয়ে দেশের বাকি সব মুসলিমদের বিরুদ্ধে জিহাদ আরম্ভ করলে তোমার জাহান্নামের পথ খুলে যাবে।

    #HabibAdvice

      Comments:
    • কেডারে মিসিং? আশে পাশের পোলাপাইনগুলারে? :-D

    8-May-2016 8:25 pm

    8-May-2016 9:00 pm


    পুরান এন্ড্রইড সেমসাংগ ফোনটা আর চলছিলো না। 700MB RAM এ ফেসবুক চলে না। 4GB স্টোরেজ শুধু আপডেট দিয়ে ভরে গিয়েছিলো।

    নতুন ফোনে gyro আর compass লাগবে। গেলাম এর মাঝে সবচেয়ে কম দাম Xiaomi কিনতে। দোকানে বলে কম দামিটা নেই। বেশি দাম দিয়ে অন্য মডেল কিনতে হবে।

    বাদ দিয়ে অন্য ব্রান্ড খুজে পেলাম Asus। এর মাঝে সবচেয়ে কমদামি যেটাতে জাইরো আর কম্পাস আছে কিনে আনলাম।

    ____

    রিভিউ: Asus Laser 2 Zenfone 550.

    ১ম দিন:

  • এটা ৫.৫" স্ক্রিন। এতদিন ব্যবহার করতাম ৪.৫"। বিশাল মোবাইল হাতে ধরে ব্যবহার করতে প্রচন্ড সমস্যা।

    - সাইডে কোনো বাটন নেই। বাটন লেস ফোন। অন-অফ করা যায় স্ক্রিনে ডাবল টেপ করে। এটা চলে। কিন্তু ভলুম বাড়াতে হলে সেটিং এ গিয়ে অনেকগুলো ক্লিক করে করতে করতে হয়। ঝামেলা।

    কংক্লুশন: ভুল করলাম নাকি? :-P

    ____
    এক সপ্তাহ ব্যবহার করার পর:

    - বের করলাম এক হাত দিয়ে মোবাইলটা ধরে অন্য হাত দিয়ে এটা ব্যবহার করতে হয়। তাহলে সব ঠিক। :-D

    - মোবাইলের মাথায় যেটাকে টর্চ মনে করেছিলাম, সেটা আসলে অনঅফ সুইচ।

    - মোবাইলের পেছনে যেটাকে ক্যমেরার বড় ফ্লেশ লাইট মনে করেছিলাম সেটা হলো ভলুম সুইচ। ফ্লেশ লাইট আছে ক্যমেরার সাইডে ছোট করে।

    কংক্লুশন? রিভিউ আমাকে দিয়ে হবে না। বয়স হয়ে যাচ্ছে। :-P

      Comments:
    • জাইরো একটা হার্ডওয়ার [সেন্সর]। না থাকলে যে সমস্ত এপে জাইরো লাগে সেগুলো চলবে না।

      যেমন অগমেন্টেড রিয়ালিটি [AR], 3D virtual reality এসব।

      আকাশে গিয়ে কোনো তারা বা গ্রহের দিকে তাক করে যদি জানতে চান এই গ্রহ/তারাটার নাম কি? তবে gyro থাকলে কাজ হবে। নচেৎ না।

    • হয়তো ছিলো কিন্তু তারা ডিসপ্লেতে রাখে নি। জিজ্ঞাসা করলে হয়তো জানা যেতো। তবে এই রকম ক্রাইসিসের ক্ষেত্রে কারো রিটার্নড মাল আবার সেল করার সম্ভাবনা বেশি। তাই আর এপ্রোচ করি নি।
    • সময় নিয়ে খুজলে পাবেন। আমার ঘুরা ঘুরি করতে ইচ্ছে করছিলো না তাই প্রবলেম। আগে নেট থেকে রিসার্চ করে নেন।

      চাইনিজ কোনো লিখা অন করার পর আসলে কিনবেন না। বলবেন ROM International করে দিতে।

    8-May-2016 9:00 pm

  • 8-May-2016 10:09 pm


    মোবাইল ফোনের সেন্সর-অপশন গুলোর বর্ননা:

    Proximity: কানের সামনে ফোন ধরলে স্ক্রিনটা অফ হয়ে যাবে।

    Accelerometer: হাত দিয়ে ঝাকালে app বুঝতে পারবে ফোনটা ঝাকানো হচ্ছে।

    IR blaster: টিভি, এসি এসবের রিমোট হিসাবে ফোনটা ব্যবহার করতে পারবেন।

    OTG: কিবোর্ড লাগাতে পারবেন ফোনের সাথে।

    Quick Charge: আধা ঘন্টায় অর্ধেকের বেশি চার্জ হয়ে যাবে ফোন।

    Noise cancellation: ফোন কানে লাগালে বাহিরের শব্দ কমে যাবে।

    GPS: আপনি কোথায় কোন এলাকায় আছেন সেটা map এ দেখতে পারবেন।

    A-GPS: ইন্টারনেট কানেকশন মোবাইলে না থাকলে GPS চলবে না।

    GLONASS: রাশিয়ানদের GPS.

    BDS: চাইনিজদের GPS.

    Gorilla Glass: ব্যবহার করলে কাচে স্ক্রেচ পড়বে না। হাত থেকে পড়লে কাচটা সহজে ভাঙ্গবে না।

    Compass: ফোনটা উত্তরে দক্ষিনে কোনদিকে ঘুরিয়ে ধরেছেন, সেটা app গুলো বুঝবে। পশ্চিম দিক বের করতে পারবেন।

    Gyro: ফোনটা উপরে-নিচে ঘুরালে ফোন বুঝতে পারবে। নতুন চাদ আকাশে কোথায় এখন আছে সেটা app গুলো বলতে পারবে।

    Barometer: ফোনটা কয়েক ফুট উপরে তুললে ফোনটা বুঝতে পারবে কতটুকু উপরে তুলেছেন।

    SpO2: বাসায় অজ্ঞান রোগী থাকলে যদি তার নিশ্বাস বন্ধ হয়ে যায় তবে ফোন তার আংগুলে ধরে বুঝতে পারবেন নিশ্বাস বন্ধ।

    RDS: রেডিও শুনতে থাকলে অনুস্ঠানের নাম মোবাইলে দেখাবে।

    _____
    উপরে কভার করা হয় নি, কিন্তু দেখতে পারেন:

    ANT, NFC, Stereo Speakers, AMOLED, 240fps, f-number, contrast ratio এসব।

      Comments:
    • gsmarena.com এ দেয়া আছে।
    • প্রায় সব ট্যব করে। মোবাইল কোনটা করে কিনা জানি না।
    • আরেকটা ফোন করে বলে দিবেন, "ভাইজান, পাচটা বিশে আমি হাজির থাকবো, ঘাবড়াইয়েন না। জ্যাম বেশি"

    8-May-2016 10:09 pm

    9-May-2016 11:11 am


    Op-ed: বৃদ্ধাশ্রম।

    মাতৃদিবসে বৃদ্ধাশ্রমের উপর কাল্পনিক গল্পে ফেসবুক ভরে গিয়েছে। সবগুলোতে বর্ননা: কার পাপে কে বৃদ্ধাশ্রমে গিয়ে ঠেকলো।

    যুক্তি না দেখিয়ে কিছু ফেক্টস দেখাচ্ছি।

    ১। যে সকল বৃদ্ধরা বৃদ্ধাশ্রমে যায়, তারা স্বেচ্ছায় যায়। "প্রতারনা করে" তাদের সেখানে পাঠানো হয় না।

    ২। এই সকল দিবসে বহু টিভি চ্যনেল থেকে ক্যমেরা নিয়ে বৃদ্ধাশ্রমগুলোতে তাদের "কস্ট" রেকর্ড করতে সাংবাদিকরা যায়।

    কিন্তু নাটকীয় কিছু না পেয়ে তারা বৃদ্ধ লোকের মুখের ছবি দিয়ে বলে "উনি কিছু বলতে পারছেন না, শুধু উনার অন্তরের ব্যথায় তাকিয়ে আছেন।"

    আর এর আগে যে উনি বলেছিলেন "আমার সন্তানরা আমাকে এখানে পাঠায় নি, আমি নিজে এসেছে" এই কথাটা কেটে দেয়া হয়, অথবা এক লাইনে খবরটা এমন করে লিখা হয় যেন কথাটা মিথ্যে।

    9-May-2016 11:11 am

    9-May-2016 12:59 pm


    ঐক্য:

    একটা দলের কথা চিন্তা করি। এটা কাফের বনাম মুসলিমদের দল হোক। বা মুসলিমদের দুই দলের মাঝে এক সাইডের দল হোক।

    কোনো কাজের ব্যপারে ঐ দলের অধিকাংশ বললো এটা ঠিক।
    কয়েক জন বললো এটা ঠিক না।

    দ্বীমত।

    এখন দ্বীমতকারীর বিরোধিতা তিন রকম হতে পারে।

    ধাপ ১। এটা ঠিক না। তাই আমি তোমাদের সাথে এই কাজে নেই।
    ধাপ ২। এটা ঠিক না। তাই আমি সবাইকে এই কাজ সমর্থন না করার জন্য বলতে থাকবো।
    ধাপ ৩। এটা ঠিক না। তাই আমি বিরোধি দলের সাথে হাত মিলাবো।

    কোন ধাপে গিয়ে আমি তাকে বাতিল বলবো আমাদের সাথে ডিসএগ্রিমেন্টের জন্য?

    কনটেক্সটের উপর নির্ভর করে।

    আমি তৃতীয় ধাপে গিয়ে তাকে বাতিল বলি। যখন সে বিরোধিদের সাথে হাত মেলায়।

    অনেকে প্রথম বা দ্বিতীয় ধাপে তাকে বাতেল বলে।

    কিছু পার্থক্য আছে। হার্ড এন্ড ফাস্ট রুল নেই।

      Comments:
    • কিছু প্রেকটিকেল কেস দেখালে বিশ্বাস করা সহজ হতো। শুধু মাত্র এজাম্পশন না।

    9-May-2016 12:59 pm

    9-May-2016 1:54 pm


    Classic writings:

    "যে জীবন ফড়িঙের, যে জীবন জোনাকি পোকার, সে জীবন যেন আমার না হয়"

    এটা একটা ইমোশানাল রাইটিং। লিখেছিলেন "বুঝতেছিনা বিষয়টা" নামে এক ভাই চার পাচ বছর আগে ফেসবুকে।

    বুঝাচ্ছিলেন একটা ফড়িংয়ের পেছনে সুতা বেধে আকাশে উড়ালে। বা জোনাকী পোকাকে মুঠে ধরে ঘুড়ালে সে স্বাধিন না।

    লিখাটা অনেক হিট হয়েছিলো এবং এই টাইটেলের উপর ফেসবুক পেজও খুলা হয়েছিলো।

    লিখকের প্রকৃত পরিচয় উনি কখনো সাধারনের কাছে প্রকাশ করেন নি। তবে কেউ পড়তে চাইলে নেটে টাইটাল দিয়ে সার্চ করলে এখনো পাবেন। লিংক দিলাম না।

    Extract:
    ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম। ঘাস ফড়িঙ ধরে তাঁর লেজে একটা সুতো বেধে দিতাম। তারপর তাকে নিজেদের ইচ্ছামত উড়াতাম। যখন সে উড়ে কিছুদূর যেত সুতো ধরে টান দিলাম। সে আবার মাটিতে পড়ে যেত। আবার উড়ত আবার টান দিতাম। এভাবে বিশাল আকাশে ছুটে বেড়ানো ঘাস ফড়িঙ আমাদের ইচ্ছের কাছে বন্দি হয়ে যেত। আরেকটা মজার কাজ করতাম রাতের বেলা। জোনাকি পোকা ধরে এনে হাতের মুঠোতে রাখতাম।তারপর সেই পোকা নিয়ে অন্ধকারে যেতাম আর বলতাম, ‘দেখ দেখ আমার হাতে আলো জ্বলছে।” অথচ আলোটা আমার ছিলনা, ছিল হতভাগা জোনাকি পোকার যে আমার হাতে বন্দি।যার আলো শুধু রাতেই থাকে। দিনের আলোতে যাকে খুজে পাওয়া যায়না। দিনের আলোতে যাকে কেউ মনেও রাখেনা।

    9-May-2016 1:54 pm

    10-May-2016 11:16 am


    (সহজ করে লিখলাম, বাচ্চাদের জন্য)

    Q. মাজহাব কি?

    ইসলামের প্রথম যুগে, আলেমরা ইলম অর্জন করতো আর সাধারন মানুষেরা আলেমদের প্রশ্ন করে জেনে নিতো কি ভাবে কি করতে হবে। যেমন ওজু কিভাবে করবে, নামাজ কিভাবে পড়বে, ঐ হলে নামাজ হবে কিনা। এসব।

    এর মাঝে একজন আলেম খুব জনপ্রীয়তা পেলেন। উনার নাম আবু হানিফা। উনি যেভাবে যেটা করতে বলে দিয়ে গিয়েছেন সেটাকে বলে হানাফি মাজহাব।

    এর পর আরো তিন জন জনপ্রীয়তা পেয়েছেন। তাদের নামে হয়েছে: মালেকী, শাফেয়ী আর হাম্বলি মাজহাব।

    Q. আমরা কোন মাজহাব?

    হানাফি মাজহাব। ইন্ডিয়া, পাকিস্তা, বাংলাদেশে যারা আছে বেশিরভাগ হানাফি।

    Q. আহলে হাদিস কি?

    কিছু লোক মাজহাব অনুসরন না করে কোরআন হাদিস পড়ে "কিভাবে কি করতে হবে" সেটা বুঝে নেয়। তাদের বলে আহলে হাদিস।

    Q. সালাফি কি?

    আরব দেশগুলোতে আহলে হাদিসকে বলে সালাফি।

    Q. আহলে হাদিস আর আমাদের মাঝে পার্থক্য কি?

    আহলে হাদিসের নিয়মগুলো হাম্বলি মাজহাবের সাথে মিলে যায়। আমাদের সাথে কিছু কিছু জায়গায় অমিল আছে।

    Q. যেমন?

    তারা নামাজের মাঝখানেও আল্লাহু আকবার বলে হাত তুলে, আমরা তুলি না। এরকম কিছু।

    Q. কোনটা ঠিক?

    দুটাই।

    Q. আমি কোনটা করবো?

    যে মাজহাবের নিয়ম তুমি জানো সেই মাজহাব। অথবা তুমি যে দেশে থাকো ঐ দেশের বেশির ভাগ মানুষ যে মাজহাব মানে সেই মাজহাব।

    #HabibDiff

    10-May-2016 11:16 am

    10-May-2016 5:06 pm


    (Y)

      Comments:
    • :-D
    • একটা পরিক্ষার প্রশ্নোত্তর।
    • আমাদের পরিচিত কারো না। আমেরিকার কোনো ছেলের হবে।

    10-May-2016 5:06 pm

    11-May-2016 10:20 am


    ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গির মারা গিয়েছেন ঘন্টা দুয়েক আগে।

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    উম্মাহর এই ফিতনার সময় উনার কাছ থেকে অনেক কিছু শেখার ছিলো।

    আল্লাহ তায়ালা জান্নাতে উনাকে উচ্চ মর্যাদা দান করুন।

    এখন আমরা শুধু আশা করতে পারি, ইমাম আওলাকীর মত উনিও হয়তো যা বলার সব বলে দিয়ে গিয়েছেন। এর পর আল্লাহ তায়ালা উনাকে তুলে নিয়ে গিয়েছেন।

    http://www.sheershanewsbd.com/2016/05/11/127271

      Comments:
    • আমার আত্মিয়দের একাংশ উনার কাছের লোক।
    • কারো সাথে তর্ক জুড়তে খুব ইচ্ছে হচ্ছে। নরসিন্দির পানি খেয়ে হযরতের গা একটু শীতল হলে জানাইয়েন। তর্ক জুড়বো। আমার সাথে তর্ক জুড়লে সবার গা গরম হয়ে যায় বলে একটা বদনাম আছে। :-P
    • "কক্সবাজারে একই দামে ভাল সাইজের এসি রুম পাওয়া যাবে" <-- কক্সবাজারে এসি রুমের ভাড়া কত তাহলে?

    11-May-2016 10:20 am

    11-May-2016 11:20 pm


    Collected Quotes:

    "এর পর শুধু দুই ধরনের আলেম থাকবে: দরবারি অথবা তরবারি।"

    by নিজাম ভাই

    ____

  • ইসলাম খারাপ কেন?
  • এটা মধ্যযুগীয় সংস্কৃতি। আমরা পালন করি না।
  • আর পহেলা বৈশাখ ভালো কেন?
  • এটা মধ্যযুগীয় সংস্কৃতি। আমরা ছাড়তে পারি না।

    by রেজাউল করিম ভুইয়া

    ____
    "তর্কের প্রয়োজন নাই। আমি আপনার চিন্তায় বাধা দিচ্ছি না।" :-P

    by নিজাম ভাই

    11-May-2016 11:20 pm

  • 12-May-2016 12:20 pm


    এতদিন উনাকে কেউ চিনতো না।
    কয়েক বছর ধরে চেনা আরম্ভ করলো।
    কিন্তু সবার মাঝে সন্দেহ। উনি হানাফি নাকি সালাফি? উনার উদ্যেশ্য কি?

    এর পর যে বছর সন্দেহের ভয় কাটিয়ে মানুষ হাত বাড়িয়ে দিলো, সে বছর আল্লাহ তায়ালা উনাকে তুলে নিয়ে গেলেন।

    মানুষের বাহবা আর প্রশংসা আল্লাহ তায়ালা এই বিনয়ী লোকটার জন্য রাখেন নি।

    ___
    হয়তো সামনে ঐ আলেমদের যুগ যারা একে অপরের সাথে কাটা কাটি করবে।
    কারন প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্ধারিত সময় থাকে।

    এর মাঝে উনি হতেন খুব বেশি বেখাপ্পা।

    12-May-2016 12:20 pm

    12-May-2016 3:23 pm


    শিরক:

    মানুষ যখন পাথরের পুজা করে, তখন পাথর আর মানুষ দুটোকে আল্লাহ তায়ালা আগুনে ফেলবেন।

    পাথরের দোষ কি?

    সেটা জানা আমার জন্য জরুরী না।
    কিন্তু আল্লাহ তায়ালা শিরকের ব্যপারে কত কঠোর এটা বুঝা আমার জন্য জরুরী।

    ____

    ঈসা আঃ আল্লাহর একত্ব শিক্ষা দিতেন। উনার অনুসারীরা উনার মৃত্যুর পর উনাকে আল্লাহর সাথে মিশিয়ে শিরক আরম্ভ করেছিলো।

    12-May-2016 3:23 pm

    12-May-2016 10:55 pm


    ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গির মারা যাবার পর এখন ফতোয়া কার কাছ থেকে নেবো এটা একটা বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে আমার জন্য।

    নামাজ রোজার ফতোয়া না। এগুলো শিখে নিয়েছিলাম ছাত্রাবস্থায়। এর মাঝে ইসলামে এমন কোনো পরিবর্তন হয় নি যে নামাজের ফতোয়া বদলে যাবে।

    ফতোয়া লাগে পলিটিক্যল একটিভিটি, খাওয়ারিজি, নাহি আনিল মুনকার, তাকফির, হুকুমত এসব ব্যপারে। এবং এসব ব্যপারে আমি উনাকে পেয়েছিলাম কোরআন হাদিস পড়ে নিজে যা বুঝতাম, তার সবচেয়ে কাছাকাছি কথা বলতে।

    এসব এব্যপারে ফতোয়া দেবার লোকের অভাব আছে তা না। নেটে শত শত পিডিএফ আছে। সমস্যা হলো এগুলোতে আমি তকলিদ করি না। এবং বুগিজুগি দেখলে সরে পড়ি।

    ফিতনার মাঝে সঠিক পথ দেখাতে পারে, এমন আলেম খুব কম।

      Comments:
    • চাহিলাম না। তবে লাইক কমেন্ট দিয়ে একটিব থাকিলাম। :-P

    12-May-2016 10:55 pm

    12-May-2016 11:41 pm


    আজকে এক দিনে সারা দেশে বজ্রপাতে এখন পর্যন্ত ৪১ জন নিহত।

    Brace yourself.

    কেমন একটা অনুভুতি হচ্ছে, বসে বসে তামাশা দেখার সময়ও শেষ হয়ে এসেছে।

    Now it's time to ensure you are physically fit.

    সময় আরেক ধাপ কাছে চলে এসেছে।

      Comments:
    • হ্যা।

    12-May-2016 11:41 pm

    13-May-2016 11:59 am


    আমি গরিবদের অনেক সাহায্য করি। রাস্তায় রাস্তায় ঘুড়ে। বাড়িতে বাড়িতে গিয়ে।

    এটা ভালো কাজ।

    কিন্তু এর পর যদি বড়লোকদের দেখলে আমার অন্তরে ঘৃনা আসে। "এরা যখন মুখে ক্রিম মেখে ঘুড়ে, অন্য লোকেরা তখন না খেয়ে মরে।"

    তবে বুঝতে হবে আমার কাজ আমার ধংশের কারন হয়ে দাড়িয়েছি।
    এখানে আর আল্লাহ তায়ালার সন্তস্টি নেই।
    ____

    আমি প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ি। এর পর যখন মনে হবে "আশে পাশের সব মানুষরাই গাফেল। এমন সুন্দর রাতে তারা ইবাদত না করে নাক ডেকে ঘুমাচ্ছে।"

    তবে বুঝতে হবে আমার ইবাদত আমাকে অহংকারী করে তুলছে।
    মুসলিমদের সম্পর্কে খারাপ ধ

      Comments:
    • না নাই।

    13-May-2016 11:59 am

    15-May-2016 8:16 pm

  • মৃত্যুর কথা চিন্তা করো
  • করছি তো !
  • করলে মরনের ভয়ে এখন কি আমল করছো?
  • ইউটিউবে মরনের উপর একটা গান শুনছি। :-P

    "আমার যেদিন মরন হবে
    জানবে না কেহ
    শুন্য খাচা পড়ে রবে
    পড়ে রবে দেহ।।"

    https://www.youtube.com/watch?v=GQokNwh551U

    15-May-2016 8:16 pm

  • 16-May-2016 1:57 pm


    পালাবি কোথায় ওরে পাঁঠা?
    ঘরে ভূমিকম্প বাইরে ঠাডা!

    (collected) :-P

    16-May-2016 1:57 pm

    16-May-2016 7:20 pm


    "আরবী কিভাবে শিখবো?" প্রশ্ন করতে করতে যাদের বছর ঘুরে নতুন বছর আসে, তাদের জন্য। :-D (Y)
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    16-May-2016 7:20 pm

    17-May-2016 5:54 am


    স্থির দাড়িয়ে থাকলে গরু চার্জ করে না। প্রমানিত।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    17-May-2016 5:54 am

    17-May-2016 7:57 pm


    রাম-বাম-আওয়ামি-নাস্তিককুল চেনার আজকের উপায় হলো কারা কান ধরে আছে সেটা দেখা।

    ___
    আমিও আজকে কানে হাত দিয়ে আছি।

    তবে সেটা ঐ হিন্দু শিক্ষকের প্রতি সহানুভুতি দেখাতে না। মোবাইল কানে ঠেকিয়ে কথা বলছি, তাই :-P

    17-May-2016 7:57 pm

    19-May-2016 11:44 am


    মিশরের একটা প্লেন কিছুক্ষন আগে রাডার থেকে নাই হয়ে গিয়েছে। সম্ভবতঃ ক্রাশ করেছে মেডিটেরিয়ানে। এখনো কিছু জানা যায় নি।

    ইকুয়েডরে গতকাল দুটো বড় ভুমিকম্প হয়েছে। এর আগে সৌদি আরবের তাবুক, মিশর ইজরাইল মিলে একটা ছোট ভুমিকম্প হয়েছে। এটা দু দিন আগে।

    আমেরিকার ১০০ বিলিয়ন ডলারের ঋন আছে সৌদির। ৯/১১ এর মামলায় এটা জব্দ করে ফেলতে পারে এই ভয়ে সৌদিআরব এটা বিক্রি করে দেয়া আরম্ভ করেছে। এর সাথে যোগ দিয়েছে চীন জাপান অন্যান্য দেশ। সবাই স্বাভাবিকের থেকে বেশি স্পিডে ডলার বিক্রি করে দিচ্ছে।

    ইরানীরা এবার হজ্জে আসছে না। সৌদির সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরে কিভাবে ভিসা প্রসেস করবে সেই ডিসিশন সময় মত নিতে পারেনি বলে।

    বাংলাদেশের মন্ত্রী মহোদয় জানালেন, গত সপ্তাহে, দু দিনের বজ্রপাতে মারা গিয়েছিলো ৮০ জনের উপরে।

    19-May-2016 11:44 am

    19-May-2016 12:04 pm


    শবে বরাত হলো সামনের রবিবার দিন রাতে। মানে রবি বার দিন পার হয়ে এর পর রাতে।

    যারা তিন দিন রোজা রাখতে চান তাদের রোজা রাখতে হবে শনি, রবি, সোম। এটাকে বলে "সাদা দিনের রোজা।"

      Comments:
    • লোকাল।

    19-May-2016 12:04 pm

    19-May-2016 12:11 pm


    শবে বরাত FAQ

    Q. শবে বরাত বলে নাকি কিছু নেই?

    A. হানাফি আলেমদের মতে আছে। সালাফি আলেমদের মতে কিছু নেই। যে যেটা অনুসরন করে।

    Q. কোরআন সুন্নাহ কি বলে?

    A. দুদলই কোরআন সুন্নাহ দিয়েই দুটো ভিন্ন কংক্লুশনে উপনিত হয়েছে।

    Q. কোনটা ঠিক?

    A. এর উপর তৃতীয় মত চাইলে আপনার নিজেকে হাদিস পড়ে বিচার করে দেখতে হবে।

    Q. যার যার যুক্তিগুলো কি?

    A. নেটে খুজলে পাবেন। বিশাল বলে এখানে দেয়া হলো না।

      Comments:
    • মধ্যপন্থি এন্সার। ইংরেজিতে যাকে বলে "moderate". :-P

    19-May-2016 12:11 pm

    19-May-2016 7:38 pm


    একটা বয়স পার হবার পর মানুষের মাঝে নেতৃত্বের আকাংখা পেয়ে বসে।

    এ দেশের বিখ্যাত আলেমদের জীবনী পড়ে দেখবেন। এদের অনেকেই শেষ বয়সে নির্বাচনে নেমে পড়েছেন -- জনদাবির মুখে জনসেবা করার আকাংখায়।

    যদিও জীবনের আগের সময় উনারা হয়তো এই সব নির্বাচন-রাজনীতির বিরোধি ছিলেন।

    ____
    মানুষের কোনো দোষ নিয়ে আমি বেশি সমালোচনা করলে আল্লাহ তায়ালা ঐ দোষ আমার মাঝে দিয়ে দেন।

    তাই আমি আল্লাহ তায়ালার কাছে নিজের ব্যপারে ক্ষমা চাচ্ছি। উনি ছাড়া পথ দেখানোর মত কেউ নেই।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    19-May-2016 7:38 pm

    20-May-2016 8:31 pm


    রাজশাহিতে কয়েক দিন আগে সেই নাস্তিক প্রফেসর হত্যার কথা মনে আছে? এর পর পুলিশ ঘোষনা দিলো হত্যাকারি পুরো গ্যঙ্গ ধরা পড়েছে। চার জন সবাই।

    এর পর গতকাল খবর আসলো ঐ চারজনের মাঝে একজন পুলিশ রিমান্ডে মারা গিয়েছে। তার পরিচয় হাফিজুর রহমান, শিবির করতো।

    বুঝলাম অরিজিনাল হত্যাকারীদের কেউ ধরা পড়ে নি। বিড়াল পিটিয়ে বাঘ স্বিকার করানোর চেস্টা চলেছে। নিরিহ আরেক ছেলে মারা গিয়েছে।

    আর জাতী ব্যস্ত এক হিন্দু শিক্ষকের কানে ধরা নিয়ে।

    ____
    মনে করেছিলাম জুলুম অত্যাচারের কথা আর লিখবো না, শুনবো না, পড়বো না। যেহেতু সত্যি আমার এখানে কিছু করার নেই। তার পরও কেন যেন এটা নিয়ে কিছু না লিখে পারলাম না।

    লানত দিবো? মনে পড়লো আল্লাহ সৃস্ট কোনো কিছুকে লানত দেয়া নিষেধ।

    বলবো, "একদিন এর বিচার হবে! তোরা ধ্বংশ হয়ে যাবি" ?

    মনে পড়লো এই কথাটা অনেক বার বলা হয়েছে গত কয়েক বছরে। কিছু হয় নি, এখনো।

    আল্লাহ তায়ালা যখন চান, তখন করবেন, যা চান। এর সাথে আমাদের ইমোশোনাল কথার কোনো সম্পর্ক নেই।

    ____
    "যদি তোমরা মুমিন হও বিজয় তোমাদের হবেই।" এই প্রতিশ্রুতির উপর যুগ যুগ ধরে অপেক্ষায় আছে এক দল, বিজয়ের জন্য।

    কখনো তারা এটা চিন্তা করছে না, হয়তো এই বিজয় আর কখনোই আসবে না। কারন আমরা মুমিন না? মুমিন হওয়াটা শর্ত ছিলো। পূর্ব বঙ্গের মুসলিমদের কথা স্বরন করেই বলছি।

    মুসলিম কোনো জনপদ এর আগে কাফিরদের হাতে ধ্বংশ হয়ে যায় নি তা না। আর এ উপমহাদেশের মুসলিমদের শেষ পরিনতি আমাদের ভালো করে জানিয়ে দেয়া আছে।

    নিরাশ হওয়া ভালো না। তবে বাস্তববাদী হওয়া ভালো।

    I can't change the tide, neither can I alter destiny.

    কিন্তু কি পরিক্ষায় আল্লাহ তায়ালা আমাকে ফেলেছিলেন? এবং ঐ সময়ে আমার কি করা উচিৎ ছিলো? এর পর আমি কি করেছি? সেটা লিখে রাখা হবে।

    আমরা কেউ এই পরিক্ষার হলে খুব বেশিক্ষন থাকছি না।

    20-May-2016 8:31 pm

    21-May-2016 3:08 pm


    মুখোশ উন্মোচন :-D (Y)

    21-May-2016 3:08 pm

    21-May-2016 3:13 pm


    যারা সৌদি সাইটিং ফলো করেন, তাদের জন্য আজকে রাতে শবে বরাতের নামাজ পড়তে হবে। লোকাল ওয়ালাদের জন্য কালকে।

    যারা "সৌদি-লোকাল" এগুলো বুঝেন না তাদের জন্য কালকে রাতে :-P

      Comments:
    • ফ্রেন্ডস অনলি শেয়ার এজন্য। প্রেন্ডস লিস্টে ৮০ জন মাত্র।

    21-May-2016 3:13 pm

    21-May-2016 10:28 pm


    Bunch of misc photos.


    The old you = the real you.



    No obvious mistake what so ever.


  • নানা মারা গেছে। কি করুম?
  • সেলফি তুইলা আগে ফেসবুকে দিছস?





    Jerusalem.


    And they told us not to re-invent the wheel.

    21-May-2016 10:28 pm

  • 22-May-2016 6:37 pm


    The Messenger of Allah (ﷺ) said: ‘When it is the night of the middle of Sha’ban, spend its night in prayer and observe a fast on that day.

    For Allah descends at sunset on that night to the lowest heaven and says:

    ‘Is there no one who will ask Me for forgiveness, that I may forgive him?

    Is there no one who will ask Me for provision, that I may provide for him?

    Is there no one who is afflicted by trouble, that I may relieve him?'

    And so on, until dawn comes.

    http://sunnah.com/urn/1287360

      Comments:
    • Fabricated as per Darussalam. Others might disagree. And I am pretty sure Ibn Majah didn't consider it fabricated, as he would not have then added it in his book.
    • Well, because I or you can't classify hadith on our own, we need to depend on someone.

      Who we trust most on these matters, is the big difference.

      But by the end of it, it's purely whom you trust vs whom I trust.

    • Abu Abdullah Ibn Majah himself is my source. And he didn't classify it as fabricated.

      Darussalam is a publication mainly. Not my source :-D

    • হাদিসটা সহি না। জয়িফ। এবং ইবনে মাজায় জয়িফ হাদিস আছে। এতে আমাদের মাঝে দ্বিমত নেই।

      আমাদের মাঝে দ্বিমত হলো "এই হাদিসটা জাল, তাই এটা কোথাও প্রচার করা যাবে না" এই বক্তব্যের উপর।

      ইবনে মাজার নির্দিস্ট কোনো হাদিস প্রচার করা যাবে না, আমি এই ব্যপারে একমত নই।

    • সন্দেহের ব্যপারে আমি বরং সমসাময়িক আলেমদের থেকে প্রথম যুগের আলেমদের উপর বেশি নির্ভর করবো। এটা নিরাপদ।
    • খুজে দেখলাম এখন। অরিজিনাল আরবীতে ইবনে মাজাহ হাদিসটা মারফু হিসাবে বর্ননা করেছেন। এর বাইরে আর কিছু নেই। তাই কিছু বদলালো না। :-D

      এখানে পাবেন।

      https://library.islamweb.net/hadith/display_hbook.php?bk_no=173&hid=1378&pid=
      https://library.islamweb.net/hadith/display_hbook.php?bk_no=173&hid=1378&pid

    22-May-2016 6:37 pm

    23-May-2016 5:35 pm


    ঢাকায় আজকের ইফতারির ৬:৪২ এ

    বাকি ডিসট্রিকগুলো এখানে পাবেন।
    http://habibur.com/salat/districts/

    23-May-2016 5:35 pm

    23-May-2016 7:32 pm


    News: Woman who died climbing Everest wanted to prove vegans are not "weak"

    Time to increase my protein intake :-P

    23-May-2016 7:32 pm

    24-May-2016 8:12 pm


    Science/QM:

    A single photon having a momentum of half plank's constant had been considered impossible till now. That's what the "quantum" in quantum mechanics meant anyway. Energy, space, time should come at multiple of plank's constant.

    But that impossibility has happened. Photon having a momentum of half planks constant has been measured.

    That doesn't throw out the whole plank's constant out of the window though. Scientists are yet to figure out what this means. :-D

    http://www.livescience.com/54833-corkscrew-light-property-discovered.html

      Comments:
    • There is something called Godel's incompleteness theorem. Which says you can't prove everything of a mathematical formula, but have to blindly believe in the rest after you have proven some of its parts.

      This is not because of limitations in our knowledge. But this rather is a rule of nature. A fundamental law.

      We always have to turn to "faith" after a certain level.

    24-May-2016 8:12 pm

    24-May-2016 10:47 pm



    বাগদাদের আরেকবার পতন হবে বলে সবাই আশংকা করছে। তবে সুন্নিদের হাতে না। বরং শিয়ারাই অনেক গ্রুপে ভাগ হয়ে গিয়েছে। একদল আরেক দলের উপর আক্রমন করছে। শহর একবার এই দল দখল করছে, আরেকবার ঐ দল। Chaos everywhere.


    সৌদি সরকারের ক্যশ শেষ হয়ে আসছে। যদিও ব্যংকে ৫০০ বিলিয়ন ডলার আছে কিন্তু এটা লিকুইড ফরমে নেই। মানে ক্যশ হিসাবে নেই। পাওনাদারদের তারা "ক্রেডিট নোট" দিয়ে পে করছে। মানে "এ সরকারের কাছে এত টাকা পাবে" এরকম দলিল দিয়ে।


    মোল্লা মনসুর মারা গিয়েছেন কিনা এটা এখনো তালিবান কনফার্ম করে নি। তবে পশ্চিমা মিডিয়াগুলো মারা গিয়েছেন ধরে এর পর তালিবানদের নেক্সট স্টেপ কি হবে সেটা নিয়ে আলোচনা করছে।

    উনি বেচে আছেন বলে উনার যে অডিও রেকর্ড বেরিয়েছে, সেটা গত বছরের, পুরানো। এখনো তালিবান অফিসিয়ালি উনি মারা গিয়েছেন বা বেচে আছেন এর কোনোটাই বলে নি। ফেসবুকে "তালিবান অফিসিয়াল" নামে যে সব আইডি থেকে বিবৃতি পোস্ট করা হয়, তাদের খবরের উৎসের উপর আমার খুব বেশি আস্থা নেই। :-D


    রাশিয়া-ন্যটোর কনফ্রন্টেশন দিনে দিনে বাড়ছে। রাশিয়ার এক জেনারেল বলছে এক বছরের মাঝে নিউক্লিয়ার ওয়ার আরম্ভ হতে পারে। তবে এটা অবাস্তব। উভয় পক্ষ জানে এর পরিনতি কি। তাই এত তাড়া তাড়ি কিছু হবার আশংকা আমি করছি না।

    এদিকে চীন সমুদ্রে আমেরিকা আর চীনা বিমানের মাঝে ঠোকা ঠুকির খবর কিছু দিন পর পর আসছে।

      Comments:
    • সমস্যা হলো বড় ঘটনাগুলোর আগ পর্যন্ত খুব কমই বেচে থাকবে। তাই আমার মৃত্যুটা যেন শহিদী মৃত্যু হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। কবুলিয়াত আল্লাহর হাতে।
    • প্রশ্ন হলো "আসন্ন" বলতে কত আসন্ন বলছে সেটা। ইমরান নজর হোসেন কিন্তু দুই বছর আগে বলেছিলেন "আর দুই বছরের মাঝে হবে।" ঐ সময়টা পার হয়ে গিয়েছে।
    • আপনি শায়েখ ইমরান নজর হোসেনের পক্ষে হলে তর্ক করা যেতো। সবাই এক পক্ষে হলে তর্ক করবো কার সাথে? :-P
    • সবগুলো নিউজ আপডেট বলে :-D

    24-May-2016 10:47 pm

    25-May-2016 5:54 am


    তোমরা যারা এত কিছুর পরও বিম্পি ছাড়তে পারছো না, তাদের জন্য। :-P
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • আমিও কি?
    • এটা বাজারের সবাই জানে বলে জানতাম। আর এখানে বিম্পির বিরোধিতা করে লিখেছি। পক্ষে না।
    • প্রথমে নিচের কথাগুলো সহ লিখেছিলাম, পরে এটা মুছে দিয়ে পোস্ট করেছি:
      _____
      বিম্পি ছাড়লাম। তার পর কি? বিম্পি সাপোর্টার দেশের এই ৪০% মানুষ সবাই কি আরেকটা দল সাপোর্ট করবে?

      উহু। বরং এরা ৪০ টা দলে ভাগ হয়ে যাবে।

      কিন্তু, "কে সাপোর্ট করলো না করলো সেটা আমরা দেখবো না, আমরা দেখবো কে হক পন্থি সেটা।"

      অকে। বাসার পাশে বৃদ্ধ আব্দুল্লাহর বাপ হলো সবচেয়ে বেশি হক পন্থি। কিন্তু সমস্যা হলো তার কোনো সাপোর্টার নেই।

      তাই শুধু হক পন্থি হলেই সমস্যার সমাধান হচ্ছে না। অন্য আরো কিছু লাগছে।

    • এই নামে আসলেই কোনো বই আছে নাকি? ইদানিং সব বইয়ের টাইটেল দেখছি "গনতন্ত্র কুফর।"
    • আমার ডাউলোড ফোল্ডারে এই টাইটেলের ১২ টা PDF বই একসাথে সেভ করা আছে :-D কিন্তু এগুলোতে গনতন্ত্র বলতে তারা যা বুঝে, আর আমি যা বুঝি সেটাতে পার্থক্য আছে।

      আমি গনতন্ত্র বলতে ভোট দিয়ে নেতা ঠিক করা বুঝি, এতটুকুই।
      তারা গনতন্ত্র বলতে বুঝে "জনগনই সকল ক্ষমতার মালিক" এই আকিদা।

      বিশাল পার্থক্য এর পরও বলা যায় তাদের সাথে আমার দ্বিমত নেই।
      আমি ভিন্ন জিনিস বুঝি আর বুঝাই।

    25-May-2016 5:54 am

    25-May-2016 12:27 pm



    কবর জিয়ারতের আমি বিরোধি না।
    মৃতের জন্য দোয়া ইস্তেগফারের বিরোধি না।

    তবে মাজার কেন্দ্রিক ইবাদতের বিপক্ষে।
    সিজদা যদি ঐ ইবাদতের অংশ না হয়, তবুও।


    জ্বীনেরা মানুষের শত্রু
    তাই জ্বিনের কাছ থেকে গাইডেন্স নেয়া উচিৎ না

    যদিও ঐ জ্বিন ভালো কাজের উপদেশ দেয়
    পরবর্তিতে সে এমন কাজ করতে বলবে যেটা কুফরি।


    ইলম অর্জনে মাধ্যম লাগে, সত্য
    হিকমা অর্জনে মাধ্যম লাগে, সত্য
    কিন্তু ইবাদতে মাধ্যম আনলে সমস্যা।

    জিকির একটা ইবাদত
    জিকিরের সময় আমার অন্তর সরাসরি আল্লাহর দিকে রুজু না করে যদি পীরের দিকে করি
    তবে আমি মাধ্যম আনলাম।

      Comments:
    • (Y)

    25-May-2016 12:27 pm

    25-May-2016 12:39 pm


    তালিবানরা মোল্লা মনসুরের মৃত্যুর কথা স্বিকার করে তাদের পরবর্তি আমির নির্বাচিত করেছে।

    মৌলভী হাইবাতুল্লাহ হলেন নতুন আমির।

    মেইনস্ট্রিম মিডিয়া নিউজ।

    25-May-2016 12:39 pm

    25-May-2016 2:45 pm


    তায়াম্মুম:

    অনেকের ধারনা পানি যেহেতু বর্তমানে যুগে সব জায়গায় আছে তাই তাইমুম শেখা দরকার নেই।

    দরকার আছে এটা বুঝতে পারা যায়, প্লেনে চড়ার পর। অথবা অসুস্থ হবার পর।

    তাই তাইয়াম্মুমের নিয়ম:

    ১। নিয়ত করতে হবে
    ২। একবার মুখ মসেহ করতে হবে।
    ৩। একবার করে দুই হাত মসেহ করতে হবে।

    এ তিনটাই তাইমুমের ফরজ।

    ওজুর সাথে পার্থক্য:

  • ওজুর মত এখানে পা বা মাথা মসেহ করা নেই।
  • ওজুতে তিনবার করে ধুতে হয়। কিন্তু তায়াম্মুমে একবার মসেহ করতে হয়।

    হানাফি মাজহাবে তাইমুমের নিয়ম এই ভিডিওতে পাবেন। পাকিস্তানের এক মুফতি দেখাচ্ছেন। দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের কোনো আলেমের ভিডিও পাই নি।

    বেসিকেলি দুই হাত মাটিতে মেরে মুখের উপর থেকে নিচে একবার টানতে হবে।
    এর পর আবার মাটিতে মেরে ডান হাতের নিচ দিয়ে আংগুল থেকে কুনুই পর্যন্ত টানতে হবে। এর পর হাতের উপর দিয়ে আবার কুনুই থেকে কব্জি মসেহ করতে হবে।

    একই ভাবে বাম হাত। এর পর আংগুল খেলাল।

    হানাফি মাজহাবে তাইমুমের নিয়ম:
    https://www.youtube.com/watch?v=5qDcjV55A9M

    হাম্বলি মাজহাবে এটা আরো সহজ। একবার মাটিতে হাত মেরে মুখ আর দুই হাত কব্জি থেকে মসেহ করতে হবে। কুনুই থেকে না। ভিডিও এখানে।

    হাম্বলি মাজহাবে তাইমুম:
    https://www.youtube.com/watch?v=xVip469_4Kw

    আরো কিছু তথ্য:

  • কাপড়, প্লাসটিক বা মেটেলিক কিছুর উপর তাইমুম করা যাবে না।
  • মাটি পাথর বা সিমেন্টে দিয়ে করা যাবে।
  • ইটের দেয়ালে হাত মেরে তাইমুম করা যাবে। কিন্তু দেয়ালে প্লাসটিক পেইন্ট থাকলে হবে কিনা জানি না। কোনো মুফতির কাছ থেকে জেনে নিতে হবে।

    আরো জানার জন্য বেহস্তি জেওর বা অন্য যে কোনো ইসলামি ফতোয়ার বইয়ের তাইমুমের অধ্যায় দ্রস্টব্য।

    25-May-2016 2:45 pm

  • 25-May-2016 9:15 pm


    শ্রদ্ধেয় শিক্ষক শ্যমল কান্তির, আওয়ামি এমপি সেলিম ওসমানের কাছে ১ কোটি টাকা চাওয়ার অডিও রেকর্ড। ফোনটা ধরেছিলো সেলিম ওসমানের প্রেস সচিব।

    https://www.youtube.com/watch?v=L9NVDLWzBC4

      Comments:
    • কানে ধরার জন্য ১০ আর তিন মেয়ে বিয়ে দেবার জন্য ৩০ করে ৯০। কন্যা দায় গ্রস্থ এই পিতার জন্য কয়টা লাইক ফ্রেন্স? :-P

    25-May-2016 9:15 pm

    27-May-2016 12:11 pm


    আজকে বাংলাদেশ সময় বিকাল ৩:১৮ মিনিটে সূর্য ঠিক যে দিকে থাকবে সে দিকটা হলো কিবলা।

    কারন ঐ সময়ে সূর্য ঠিক কাবা শরিফের ছাদের উপর থাকবে।

    সূর্যের দিক ঠিক করতে হবে ছায়া দেখে, সূর্যের দিকে তাকিয়ে না।।

    ঐ সময়ে মসজিদের কলাম বা দেয়ালের ছায়া যদি আপনার মসজিদের কিবলা বরাবর সোজা পড়ে, তবে আপনার মসজিদের কিবলা ঠিক আছে।

    27-May-2016 12:11 pm

    27-May-2016 12:45 pm


    Facebook is terrified that people are sharing information about themselves less and less.

    People are still posting plenty of updates on the site. But an increasing number of those are about the outside world or links to other sites.

    Facebook internally call it "context collapse". That people share less intimate information — and move instead to newer and smaller sites like Snapchat or Instagram to do so.

    http://www.independent.co.uk/life-style/gadgets-and-tech/news/facebook-posts-becoming-less-personal-as-site-looks-to-encourage-people-to-post-about-their-lives-a6976551.html

    27-May-2016 12:45 pm

    27-May-2016 1:59 pm


    I had been watching this law suite like most others. And this verdict was a surprise. A happy surprise, nevertheless.

    http://www.theverge.com/2016/5/26/11754002/oracle-google-verdict-copyright-infringement-ruling-api-fair-use

    27-May-2016 1:59 pm

    27-May-2016 2:06 pm


    Science/Medicine:

    We had been hearing about antibiotic resistant bacteria for how long now? Twenty years? But every time it said "the newer strain is resistant to every antibiotic, but one."

    Well, those good days are over it seems. Doctors have discovered the first patient who is carrying a bacteria, that is resistant to ALL known antibiotics.

    https://www.washingtonpost.com/news/to-your-health/wp/2016/05/26/the-superbug-that-doctors-have-been-dreading-just-reached-the-u-s/

    27-May-2016 2:06 pm

    27-May-2016 10:10 pm


    নটরডেম কলেজে ভর্তির ফরমের জন্য লাইন।

    এখন নটরডেম ছাড়া আর কোনো কলেজে ভর্তি পরিক্ষা হয় না বলে সবাই এখানে হুমড়িয়ে পড়েছে, আমার ধারনা।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    27-May-2016 10:10 pm

    28-May-2016 12:30 pm


    নেতা একের পর এক অনেকেই আসে। সবাই সৎ বা ভালো হয় না। অসৎ নেতাদের বিরুদ্ধে আমি যেটা করতে পারি সেটা হলো তাদের নসিহত করা। তাদের সামনে হক কথা বলা। এর বেশি না।

    তাদের সরিয়ে সৎ লোক ক্ষমতায় বসানোর কথা হাদিসে পাই নি।

    অসৎ নেতা মুসলিমদের মাঝে অনেক আসবে, এ কথাও হাদিসে বলা আছে।

    কিন্তু তাদের বিরুদ্ধে তলোয়ার ধরলে এই সোয়াব, বা তাদের বিরুদ্ধে যুদ্ধ কর, বা তাদের তলোয়ার দিয়ে ক্ষমতাচ্যুত কর, এমন কোনো কথাও আমি হাদিসে পাই নি।

    এর বিপরিতে তাদের মেনে নাও। তাদের খারাপটাকে অপছন্দ করো। ভালো কাজে সাহায্য কর, এই কথা হাদিসে বহুবার আছে।

    28-May-2016 12:30 pm

    28-May-2016 2:01 pm


    ইনশাল্লাহ সামনে,

    এই শাবান মাসের ২৯ তারিখে চাদ দেখা যাবে, মানে প্রথম দিনে।
    জুন ৬ তারিখ, সোমবার সন্ধায়, চাদ দেখা যাবে।
    সোমবার দিন তারাবি পড়তে হবে। এর পর মঙ্গলবার দিন রোজা।

    সৌদি, মধ্যপ্রাচ্য, মালয়শিয়াতে এর আগের দিন রোজা শুরু হবে।

      Comments:
    • - এটা জেনারেল রুল। স্পেশাল কেইসে এক্সেপশন আছে। গত মাস ৩০ শে হয়েছিলো। কিন্তু শাবান, রমজান পর পর দুই মাসই ২৯শে হবার সম্ভাবনা বেশি।

    • মঙ্গলবার ইয়ামুশশাক।
    • কারন মঙ্গলবার শাবানের ৩০ তারিখ পড়তে পারতো তাই। শাবানের ৩০ তারিখ হলো ইয়াউমুশ শক। সোমবার হলো শাবানের ২৯। সেদিন কোনোভাবেই রমজান না।

    28-May-2016 2:01 pm

    29-May-2016 11:54 am


    ফেসবুকের একটা গুড টাইম পাস মেথড হলো বিরোধি মতাবলম্বিদের ডান্ডা মেরে ঠান্ডা করা। ইসলামিস্টরাও এর ব্যতিক্রম না। আমাদের মাঝে যারা এই সব কাজে ইন্টারেস্টেড তাদের জন্য এখানে কয়েকটা ফিনিশিং লাইন দেয়া হলো।

    ডান্ডা মারার পর এই লাইনগুলো দিয়ে ফিনিশিং দিলে বিরোধিপক্ষ ঠান্ডা হয়ে যাবে :-P


    "আপনার এই লিখাটা পড়ে যত লোক পথভ্রস্ট হবে এর দায়িত্ব কে নেবে?"

    এহে! মানুষের গুনাহর দায়িত্ব সে কি নিতে চাইবে? না। বরং ঐ পক্ষ ঠান্ডা হয়ে যাবে। ভয়ে। তার মাঝে খোদা ভীতি আছে।

    এখন এটার এন্টিডোট কি? আপনার উপর যদি কেউ এই এটাক চালায় তখন কি করবেন?

    বলবেন,

    ভাই গুনাহর দায়িত্ব ডিস্ট্রিবিউ করার কাজ আপনাকে বা আমাকে কে দিলো? এটা আল্লাহর কাজ। আর গুনাহর দায়িত্ব কাউকে রাজি হয়ে "নিতে" হবে কেন? আমি যদি বলি গুনার দায়িত্ব আমি নেবো না, তাহলে আমার গুনাহ হবে না? :-P


    পরবর্তি ডায়লগ,

    "আপনি জানেন কম। এজন্য বলা হয় নিম ডাক্টার খতরে জান, নিম মোল্লা খতরে ঈমান। অল্প বিদ্যা ভয়ংকরী। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি এই অল্প জ্ঞানিরাই করছে।"

    সে বোল্ড আউট হয়ে যাবে। ভদ্র কোনো লোক বলবে না "আমি বেশি জানি"। এ কথার পর সে ঠান্ডা।

    এর এন্টিডোট, আপনাকে যদি কেউ এটা বলে, তবে বলবেন:

    ভাইজান মনে হয় নিজেকে অধিক জ্ঞানী মনে করছেন। আমাদের সবার ইলমই কম ভাইজান। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষদের খুব অল্পই জ্ঞান দেয়া হয়েছে, এটা আল্লাহর কথা।

    :-P

      Comments:
    • এই ব্যপারে "রুল অফ থাম্ব" হলো: আমার সমমনারা ব্যবহার করলে ঠিক। বিপরিত পক্ষ ব্যবহার করলে বেঠিক। :-P
    • এখানে আক্রমন-প্রতিরক্ষা দুটোই দেয়া হয়েছে। আক্রমন করার টিপস। এবং আক্রান্ত হলে নিজেকে রক্ষার টিপস। দু পক্ষের স্বার্থ রক্ষা করা হয়েছে উপরে, কাউকে বঞ্চিত না করে। :-P
    • মানে বলছেন "দায়িত্ব কে নেবে" "জানেন কম" এই যুক্তিগুলোর উত্তর যুৎসই হয় নি?

    29-May-2016 11:54 am

    29-May-2016 5:09 pm


    ৮০ র যুগে:
    ছোটকালে নামাজের সময় বের করতাম মুহাম্মদি রকেট পঞ্জিকা দেখে। শত পৃস্ঠার পঞ্জিকায় বছরের ৩৬৫ দিনের প্রতিদিনের তিথি পর্ব সব দেয়া থাকতো। কিন্তু নামাজের সময় দেয়া থাকতো দুই পৃষ্ঠায় ছোটো করে। তাও সব দিনের না। মাসের ১, ৫ , ১০ তারিখ। এররকম পাচ দিন পর পর।

    মাঝের দিনগুলোর জন্য, ইন্টারপোলেশন করে সময় বের করতে হতো। কিন্তু গ্রামের সাধারন মানুষ ইন্টারপোলেশন বুঝতো না। তারা ১ থেকে ৫ তারিখ সময় একই সময়ে নামাজ, এই ভাবে ধারে নিতো।

    সময়গুলো একুরেট ছিলো না। সেহরি-ইফতারির সময় দেয়া থাকতো ৫ মিনিট যোগ করে। কিন্তু এখানে যে ৫ মিনিট যোগ করা হয়েছে সেটা স্পস্ট ছিলো না। অনেকে তাই এর সাথে আরো ৫ মিনিট যোগ করতো সাবধানতার জন্য।

    তাদের দোষ দেয়া যায় না। ঐ সময়ে এই ক্যলেন্ডার যারা বের করেছিলো তাদের কাছে কোনো ক্যলকুলেটর ছিলো না। কাগজে কলমে হিসাব করে এটা বের করেছিলো।

    ৯০ এ:
    ইন্জিনিয়ারিং পড়ার সময় লাইব্রেরিতে একটা spherical astronomy এর বই পেয়ে নামাজের সময় হিসাব করার ফরমুলা শিখে নিলাম। তখনো কম্পিউটার ছিলো না। সাইন্টিফিক ক্যলকুলেটরে sin, cos, tan দিয়ে হিসাব করে বের করতে হতো। চার মিনিট লাগতো একদিনের নামাজের সময়ের হিসাব করে বের করতে।

    ২০০০ এ:
    একটা ক্যসিও প্রোগ্রামেবল ক্যলকুলেটর কিনে নিলাম সময় বের করার জন্য। প্রোগ্রাম সেট করে দেবার পর রান করে তারিখ দিয়ে দিলে দেখিয়ে দিতো সবগুলো নামাজের সময়।

    আমার ওয়াইফ এখন নিজে সময় বের করে নিতে পারে।

    ২০১০ এ:
    স্মার্টফোন চলে এসেছে। মোবাইল অন করে এপ রান করলে দেখা যায় সোবহে সাদিক বা সূর্যে উঠবে কয়টায়।

    এখন:
    একটা পুরানো লেপটপে স্পিকার লাগিয়ে সেট করে দিয়েছি। নামাজের সময়ে শুধু ডিজিটাল আজান না, বরং বরং কাউন্ট ডাউন করে সময় জানাতে থাকে। "সেহরির আর ২০ মিনিট", "আর ১০ মিনিট", "৫ মিনিট", "২ মিনিট", "১ মিনিট", "সুবহে সাদিক হয়ে গিয়েছে"। এর সাথে সুর্য়োদয়, নামাজের ওয়াক্ত কখন শেষ হলো, কখন মাকরুহ ওয়াক্ত আরম্ভ হলো সেগুলো জানাতে থাকে।

    নামাজে দাড়িয়ে থাকলেও সময় নিয়ে টেনশন নেই, কারন কানে কথাগুলো যাবে। এবং বাচ্চাদের "সময় বুঝতে পারি নি" এটা বলার আর সুযোগ নেই।

    বাসার সবাই এটার সাথে সিংক্রোনাইজড হয়ে যাচ্ছে।

      Comments:
    • এখানে এটার উপর ফতোয়া আছে। বলছে যাবে।

      https://islamqa.info/en/13726
      https://islamqa.info/en/13726

    29-May-2016 5:09 pm

    30-May-2016 5:34 am


    The "Chewbacca Mom" incident:

    It would be a sin not to document it, before this fad fades off.

    The original viral video that started it all

    https://www.facebook.com/candaceSpayne/videos/10209653193067040/

    After a lot of press coverage, she was invited to "The Late Late Show" where she also met J J Abrams.

    https://www.youtube.com/watch?v=OT3MVRv0TT4

    Also made this nice video with the show presenter

    https://www.youtube.com/watch?v=uQereoIxioI

    And was invited at Facebook office by Mark Zuckerberg

    https://www.facebook.com/zuck/posts/10102853441182791

    :-D

    This post had an attachment, which is now missing

    30-May-2016 5:34 am

    30-May-2016 12:05 pm


    আজকে শহিদ জিয়ার মৃত্যু দিবস। ১৯৮১ সালে এই দিনে উনাকে হত্যা করা হয়। তখন আমি পড়তাম ক্লাস সিক্স এ।

    ইন্টারেস্টিংলি, নেটে এখনো যারা নিজেদের আগে বেড়ে বিএনপি সমর্থক বলে পরিচয় দেয় তারা প্রায় সবাই ঐ জেনারেশনের মানুষ। ঐ সময়টা ছিলো বিএনপির পিক।

    ভালো লোক দেশে অনেক আছে। কিন্তু সবাই নেতা হয়। উনার থেকে ভালো মানুষ যদিও দেশে আছে। তবে গত ৪৫ বছরে উনার থেকে ভালো সরকার প্রধান আর কেউ আসে নি।

    আল্লাহ তায়ালা উনাকে ক্ষমা করুন।

    ________
    আওয়ামিলিগ ছিলো বামপন্থ, প্রো কমুনিস্ট। ঐ সময়টা ছিলো কমুনিজমের জয় জয়কার। "বাকশাল" নামটাও এসেছে কমুনিস্ট আইডলজি থেকে, "কৃষক-শ্রমিক আওয়ামিলিগ"।

    ইসলাম পন্থিদের মাঝেও ঐ সময়ে কমুনিজম-সোশালিজম জনপ্রীয় হয়ে উঠেছিলো। যেমন মাওলানা ভাসানি চীন পন্থি কমুনিজমের পক্ষে আন্দোলন করে যাচ্ছিলেন।

    যে দিকে দেশ যাচ্ছিলো সে দিকে দেশ চলতে থাকলে আজকে আমরা কমুনিস্ট দেশে বড় হতাম। এই অবস্থায় আল্লাহ তায়ালা করুনা করে শহিদ জিয়াকে দিয়ে এক ডানপন্থি দল তৈরি করে দিয়েছিলেন, জাতীকে ঐ অভিশাপ থেকে বাচানোর জন্য।

    ________
    পানি এর পর অনেক গড়িয়েছে। বিএনপি আর ক্ষমতায় আসবে এটা আমি মনে করি না। তার কারন এই না যে আওয়ামিলিগ এখন অনেক শক্তিশালি। বরং হয়তো এই যে, সূর্য ডুবার সময় হয়ে গিয়েছে।

    সময় শেষ।

    30-May-2016 12:05 pm

    30-May-2016 3:13 pm


    "কিতাব ঘর" থেকে বই কিনে ফেসবুক-ফ্রেন্স-দের সাথে ছবি শেয়ার করতে হয়। এটা নিয়ম :-P

    তাই করলাম। এই প্রথম অনলাইন থেকে কোনো বই কিনলাম।

    রিভিউ আপকামিং, ইনশাল্লাহ। :-D

    30-May-2016 3:13 pm

    30-May-2016 4:03 pm


    পুরো লাল রংয়ের লিচু গুলো লাল রং মিশানো পানিতে চুবিয়ে শুকিয়ে, তার পর বিক্রি করে।

    আটিতে অনেক সবুজ লিচু না থাকলে, আটিটা কিনবেন না।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    30-May-2016 4:03 pm

    30-May-2016 10:46 pm


    এই প্রশ্নগুলোর বেশির ভাগের উত্তর আমি নিজেও জানি না।

    ১. আমি জিপিএ-৫ পেয়েছি ইংরেজি কি?
    I obtained GPA - 5.
    এটা ইদানিং শিখেছি। মেট্রিক পরিক্ষার পরপর আমি নিজেও পারতাম না।

    ২. অপারেশন সার্চলাইট কি?
    জানি না।

    ৩. স্বাধীনতা দিবস কবে?
    ১৬ই ডিসেম্বর আর ২৬শে মার্চের কোনটা বিজয় দিবস আর কোনটা স্বাধিনতা দিবস, এটার ব্যপারে আমি কনফিউজড।

    ৪. পিথাগোরাস কে ছিলেন?
    জানি না। অংকে উনার সুত্র আছে একটা। কিন্তু সুত্র থাকা মানে যে উনি অংকবিদ, তাও না।

    ৫. এভারেস্ট কোথায়?
    জানি না। এটার বর্ডার-মালিকানা নিয়ে তিনটা দেশের মাঝে গন্ডোগোল আছে।

    6. নেপালের রাজধানী কোথায়?
    জানি না। সব দেশের রাজধানী মুখস্ত করার জন্য এসএসসির কোন পাঠ্যপুস্তকে দেয়া আছে?

    7. জাতীয় সংগীত কে রচনা করেন?
    8. শহীদ মিনার কই?
    9. বিজয় দিবস কবে?
    ১০. বুদ্ধিজীবী দিবস কবে?
    ১১. এসএসসির মিনিং কি?
    ১২. জিপিএর মিনিং কি?
    ১৩. বর্তমান রাষ্ট্রপতির নাম?

    এগুলো এসএসসির কোন বইয়ে দেয়া আছে?

    আর যে সব বিষয় সত্যি কাজে লাগে এবং এসএসসির সিলেবাসে শিখায়, যেমন ফিজিক্স, কেমেস্ট্রি, ইংরেজি, মেথ, বায়োলজি -- এগুলো নিয়ে কয়টা প্রশ্ন করেছে?

    কোরআন, সুন্নাহ, ইসলাম, শরিয়াহ এগুলো না হয় বাদ দিলাম।

    Much ado about nothing.

    30-May-2016 10:46 pm

    31-May-2016 5:47 am


    [ কোপা শামসুর উপর পোস্ট, সরল মনারা স্কিপ করে যান। you have been warned. :-D ]

    গতকাল থেকে this status is making the rounds on facebook. এখনো চোখে না পড়লে, শিগ্রিই অন্য কোনো ফ্রেন্ডের শেয়ারে দেখবেন ইনশাল্লাহ।
    _______
    বাংলাদেশে আমি আল্লাহকে দেখেছি

    ঘটনাঃ
    ভাইরা যখন সেই কুলাঙ্গারকে জাহান্নামে পৌছিয়ে নিচে নামেন ঠিক সেই মূহুর্তেই পুলিশ আসে। সব ভাইরা নিরাপদে বের হতে পারলেও আটকে যায় একজন। সবাই ভেবেছে তিনি গ্রেপ্তার।

    নিরাপদ স্থানে সবাই এসে পৌছলো, বাকি রইল একজন। কিন্তু আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর তিনিও হাজির।

    সবাই অবাক, তিনি এলেন কি করে?
    আরেক ভাই তাকে প্রশ্ন করলেন, "ভাই আপনি আসলেন কি করে?"
    এরপর তিনি বললেন, "কেন ভাই? আমাকে যে পুলিশ জাপটে ধরেছে, তাকে তো আপনিই কুপিয়ে আমাকে ছাড়িয়েছেন।"

    তিনি যারপরনাই অবাক। তিনি বললেন, "আমি তো পুলিশকে কোপাইনি।"
    তাহলে কে কোপিয়েছে সেই পুলিশকে?
    আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর নুসরাহ ছাড়া কিছুই নয়।

    কমেন্টে:
    সিসি টিভির ফুটেজটা দেখলে এর প্রমাণ কিছুটা মেলে। প্রথমে চারজনকে দৌড়ে চলে যেতে দেখা যায়। এরপর সেই একজন। পুলিশের দাবী তাদের মধ্যে একজন পুলিশকে কুঁপিয়ে সেই একজনকে ছিনিয়ে নিয়ে যায়। অথচ সেরকমটা হলে, প্রথমে তিনজনকে এরপর বাকি ওই দুইজনের দৌড়ে যাওয়া দেখার কথা ছিল। অথচ আমরা দেখালাম প্রথমে চারজন, এরপর সেইএকজন, পুলিশকে কোপানো ব্যক্তিটি তাহলে কি ছিল?

    আল্লাহু আকবার!! কুন ফা ইয়া কুন...

    _______
    ফুটেজটা আমি দেখেছি। শেষে একজনের দৌড়ও ঠিক আছে।

    কোপা শামসুর ব্যপারে এতদিন আমার স্ট্যন্ড ছিলো এই বিখ্যাত উক্তির মত:
    He's the hero we deserve But not the one we need right now. So we'll hunt him. Because he can take it. Because he's not our hero. He's a silent guardian, A watchful protector. A dark knight.

    কিন্তু এখন মনে হচ্ছে, I have to re-think everything all over again. :-D

      Comments:
    • ওয়া লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
    • লিস্টে মাঝে মাঝে দেখি। কে করে মনে নেই। :-D
    • বিএনপি সাপোর্ট করি সবচেয়ে বড় দল বলে। এর থেকে ভালো লোকদেরও রাজনৈতিক দল আছে। কিন্তু সেগুলো হলো যাকে বলে "ক্ষুদ্র দল"। আবু মু'আউইয়াহ

    31-May-2016 5:47 am