ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গির মারা যাবার পর এখন ফতোয়া কার কাছ থেকে নেবো এটা একটা বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে আমার জন্য।
নামাজ রোজার ফতোয়া না। এগুলো শিখে নিয়েছিলাম ছাত্রাবস্থায়। এর মাঝে ইসলামে এমন কোনো পরিবর্তন হয় নি যে নামাজের ফতোয়া বদলে যাবে।
ফতোয়া লাগে পলিটিক্যল একটিভিটি, খাওয়ারিজি, নাহি আনিল মুনকার, তাকফির, হুকুমত এসব ব্যপারে। এবং এসব ব্যপারে আমি উনাকে পেয়েছিলাম কোরআন হাদিস পড়ে নিজে যা বুঝতাম, তার সবচেয়ে কাছাকাছি কথা বলতে।
এসব এব্যপারে ফতোয়া দেবার লোকের অভাব আছে তা না। নেটে শত শত পিডিএফ আছে। সমস্যা হলো এগুলোতে আমি তকলিদ করি না। এবং বুগিজুগি দেখলে সরে পড়ি।
ফিতনার মাঝে সঠিক পথ দেখাতে পারে, এমন আলেম খুব কম।
- Comments:
- চাহিলাম না। তবে লাইক কমেন্ট দিয়ে একটিব থাকিলাম। :-P