১
কবর জিয়ারতের আমি বিরোধি না।
মৃতের জন্য দোয়া ইস্তেগফারের বিরোধি না।
তবে মাজার কেন্দ্রিক ইবাদতের বিপক্ষে।
সিজদা যদি ঐ ইবাদতের অংশ না হয়, তবুও।
২
জ্বীনেরা মানুষের শত্রু
তাই জ্বিনের কাছ থেকে গাইডেন্স নেয়া উচিৎ না
যদিও ঐ জ্বিন ভালো কাজের উপদেশ দেয়
পরবর্তিতে সে এমন কাজ করতে বলবে যেটা কুফরি।
৩
ইলম অর্জনে মাধ্যম লাগে, সত্য
হিকমা অর্জনে মাধ্যম লাগে, সত্য
কিন্তু ইবাদতে মাধ্যম আনলে সমস্যা।
জিকির একটা ইবাদত
জিকিরের সময় আমার অন্তর সরাসরি আল্লাহর দিকে রুজু না করে যদি পীরের দিকে করি
তবে আমি মাধ্যম আনলাম।
- Comments:
- (Y)