পুরান এন্ড্রইড সেমসাংগ ফোনটা আর চলছিলো না। 700MB RAM এ ফেসবুক চলে না। 4GB স্টোরেজ শুধু আপডেট দিয়ে ভরে গিয়েছিলো।
নতুন ফোনে gyro আর compass লাগবে। গেলাম এর মাঝে সবচেয়ে কম দাম Xiaomi কিনতে। দোকানে বলে কম দামিটা নেই। বেশি দাম দিয়ে অন্য মডেল কিনতে হবে।
বাদ দিয়ে অন্য ব্রান্ড খুজে পেলাম Asus। এর মাঝে সবচেয়ে কমদামি যেটাতে জাইরো আর কম্পাস আছে কিনে আনলাম।
____
রিভিউ: Asus Laser 2 Zenfone 550.
১ম দিন:
- সাইডে কোনো বাটন নেই। বাটন লেস ফোন। অন-অফ করা যায় স্ক্রিনে ডাবল টেপ করে। এটা চলে। কিন্তু ভলুম বাড়াতে হলে সেটিং এ গিয়ে অনেকগুলো ক্লিক করে করতে করতে হয়। ঝামেলা।
কংক্লুশন: ভুল করলাম নাকি? :-P
____
এক সপ্তাহ ব্যবহার করার পর:
- বের করলাম এক হাত দিয়ে মোবাইলটা ধরে অন্য হাত দিয়ে এটা ব্যবহার করতে হয়। তাহলে সব ঠিক। :-D
- মোবাইলের মাথায় যেটাকে টর্চ মনে করেছিলাম, সেটা আসলে অনঅফ সুইচ।
- মোবাইলের পেছনে যেটাকে ক্যমেরার বড় ফ্লেশ লাইট মনে করেছিলাম সেটা হলো ভলুম সুইচ। ফ্লেশ লাইট আছে ক্যমেরার সাইডে ছোট করে।
কংক্লুশন? রিভিউ আমাকে দিয়ে হবে না। বয়স হয়ে যাচ্ছে। :-P
- Comments:
- জাইরো একটা হার্ডওয়ার [সেন্সর]। না থাকলে যে সমস্ত এপে জাইরো লাগে সেগুলো চলবে না।
যেমন অগমেন্টেড রিয়ালিটি [AR], 3D virtual reality এসব।
আকাশে গিয়ে কোনো তারা বা গ্রহের দিকে তাক করে যদি জানতে চান এই গ্রহ/তারাটার নাম কি? তবে gyro থাকলে কাজ হবে। নচেৎ না।
- হয়তো ছিলো কিন্তু তারা ডিসপ্লেতে রাখে নি। জিজ্ঞাসা করলে হয়তো জানা যেতো। তবে এই রকম ক্রাইসিসের ক্ষেত্রে কারো রিটার্নড মাল আবার সেল করার সম্ভাবনা বেশি। তাই আর এপ্রোচ করি নি।
- সময় নিয়ে খুজলে পাবেন। আমার ঘুরা ঘুরি করতে ইচ্ছে করছিলো না তাই প্রবলেম। আগে নেট থেকে রিসার্চ করে নেন।
চাইনিজ কোনো লিখা অন করার পর আসলে কিনবেন না। বলবেন ROM International করে দিতে।