Post# 1462723756

8-May-2016 10:09 pm


মোবাইল ফোনের সেন্সর-অপশন গুলোর বর্ননা:

Proximity: কানের সামনে ফোন ধরলে স্ক্রিনটা অফ হয়ে যাবে।

Accelerometer: হাত দিয়ে ঝাকালে app বুঝতে পারবে ফোনটা ঝাকানো হচ্ছে।

IR blaster: টিভি, এসি এসবের রিমোট হিসাবে ফোনটা ব্যবহার করতে পারবেন।

OTG: কিবোর্ড লাগাতে পারবেন ফোনের সাথে।

Quick Charge: আধা ঘন্টায় অর্ধেকের বেশি চার্জ হয়ে যাবে ফোন।

Noise cancellation: ফোন কানে লাগালে বাহিরের শব্দ কমে যাবে।

GPS: আপনি কোথায় কোন এলাকায় আছেন সেটা map এ দেখতে পারবেন।

A-GPS: ইন্টারনেট কানেকশন মোবাইলে না থাকলে GPS চলবে না।

GLONASS: রাশিয়ানদের GPS.

BDS: চাইনিজদের GPS.

Gorilla Glass: ব্যবহার করলে কাচে স্ক্রেচ পড়বে না। হাত থেকে পড়লে কাচটা সহজে ভাঙ্গবে না।

Compass: ফোনটা উত্তরে দক্ষিনে কোনদিকে ঘুরিয়ে ধরেছেন, সেটা app গুলো বুঝবে। পশ্চিম দিক বের করতে পারবেন।

Gyro: ফোনটা উপরে-নিচে ঘুরালে ফোন বুঝতে পারবে। নতুন চাদ আকাশে কোথায় এখন আছে সেটা app গুলো বলতে পারবে।

Barometer: ফোনটা কয়েক ফুট উপরে তুললে ফোনটা বুঝতে পারবে কতটুকু উপরে তুলেছেন।

SpO2: বাসায় অজ্ঞান রোগী থাকলে যদি তার নিশ্বাস বন্ধ হয়ে যায় তবে ফোন তার আংগুলে ধরে বুঝতে পারবেন নিশ্বাস বন্ধ।

RDS: রেডিও শুনতে থাকলে অনুস্ঠানের নাম মোবাইলে দেখাবে।

_____
উপরে কভার করা হয় নি, কিন্তু দেখতে পারেন:

ANT, NFC, Stereo Speakers, AMOLED, 240fps, f-number, contrast ratio এসব।

    Comments:
  • gsmarena.com এ দেয়া আছে।
  • প্রায় সব ট্যব করে। মোবাইল কোনটা করে কিনা জানি না।
  • আরেকটা ফোন করে বলে দিবেন, "ভাইজান, পাচটা বিশে আমি হাজির থাকবো, ঘাবড়াইয়েন না। জ্যাম বেশি"

8-May-2016 10:09 pm

Published
8-May-2016