ফেসবুকের একটা গুড টাইম পাস মেথড হলো বিরোধি মতাবলম্বিদের ডান্ডা মেরে ঠান্ডা করা। ইসলামিস্টরাও এর ব্যতিক্রম না। আমাদের মাঝে যারা এই সব কাজে ইন্টারেস্টেড তাদের জন্য এখানে কয়েকটা ফিনিশিং লাইন দেয়া হলো।
ডান্ডা মারার পর এই লাইনগুলো দিয়ে ফিনিশিং দিলে বিরোধিপক্ষ ঠান্ডা হয়ে যাবে :-P
১
"আপনার এই লিখাটা পড়ে যত লোক পথভ্রস্ট হবে এর দায়িত্ব কে নেবে?"
এহে! মানুষের গুনাহর দায়িত্ব সে কি নিতে চাইবে? না। বরং ঐ পক্ষ ঠান্ডা হয়ে যাবে। ভয়ে। তার মাঝে খোদা ভীতি আছে।
এখন এটার এন্টিডোট কি? আপনার উপর যদি কেউ এই এটাক চালায় তখন কি করবেন?
বলবেন,
ভাই গুনাহর দায়িত্ব ডিস্ট্রিবিউ করার কাজ আপনাকে বা আমাকে কে দিলো? এটা আল্লাহর কাজ। আর গুনাহর দায়িত্ব কাউকে রাজি হয়ে "নিতে" হবে কেন? আমি যদি বলি গুনার দায়িত্ব আমি নেবো না, তাহলে আমার গুনাহ হবে না? :-P
২
পরবর্তি ডায়লগ,
"আপনি জানেন কম। এজন্য বলা হয় নিম ডাক্টার খতরে জান, নিম মোল্লা খতরে ঈমান। অল্প বিদ্যা ভয়ংকরী। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি এই অল্প জ্ঞানিরাই করছে।"
সে বোল্ড আউট হয়ে যাবে। ভদ্র কোনো লোক বলবে না "আমি বেশি জানি"। এ কথার পর সে ঠান্ডা।
এর এন্টিডোট, আপনাকে যদি কেউ এটা বলে, তবে বলবেন:
ভাইজান মনে হয় নিজেকে অধিক জ্ঞানী মনে করছেন। আমাদের সবার ইলমই কম ভাইজান। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষদের খুব অল্পই জ্ঞান দেয়া হয়েছে, এটা আল্লাহর কথা।
:-P
- Comments:
- এই ব্যপারে "রুল অফ থাম্ব" হলো: আমার সমমনারা ব্যবহার করলে ঠিক। বিপরিত পক্ষ ব্যবহার করলে বেঠিক। :-P
- এখানে আক্রমন-প্রতিরক্ষা দুটোই দেয়া হয়েছে। আক্রমন করার টিপস। এবং আক্রান্ত হলে নিজেকে রক্ষার টিপস। দু পক্ষের স্বার্থ রক্ষা করা হয়েছে উপরে, কাউকে বঞ্চিত না করে। :-P
- মানে বলছেন "দায়িত্ব কে নেবে" "জানেন কম" এই যুক্তিগুলোর উত্তর যুৎসই হয় নি?